Class 4 Model Activity Task Bengali 2021 2nd Series

Class 4 Bengali Model Activity Task 2021 2nd Series
Categories: Uncategorized

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

Class 4 Model Activity Task Bengali 2021 2nd Series

এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের ‘Model Activity Task 2021 2nd Series’ এর প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।

Class 4 Model Activity Task Bengali 2021 2nd Series

নীচের প্রশ্নগুলির উত্তর দাও:


১. ‘সেই স্তব্ধতার মধ্যে উবার ফিশফিশ গলা শুনতে পেলাম’– উবা কোন কথা ফিশফিশিয়ে বলে উঠেছে?


উত্তর: স্তব্ধতার মধ্যে উবা ফিশফিশিয়ে বলে উঠেছে “বোতো!বোতো!” এই কথার মাধ্যমে সে বলতে চেয়েছে যে জলে বোতোকে দেখা যাচ্ছে।

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now


২. জলের নীচে বোতোকে দেখতে দেখতে আমি মনে মনে বললাম”– কথক ‘মনে মনে’ কী বলেছিল?


উত্তর: জলের নীচে বোতোকে দেখতে দেখতে কথক মনে মনে বলেছিলেন বোতো কে তিনি জানেন না। কিন্তু সে যদি সত্যই আমাজনের রক্ষাকর্তা হয় তাহলে সে যেন কথককে তাঁর মা-বাবা আর স্কুলের বন্ধুদের কাছে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দেয়।


৩. ‘আমি সাগর পাড়ি দেবো’ — বক্তার সাগর পাড়ি দেওয়ার উদ্দেশ্য কী?


উত্তর: ‘আমি সাগর পাড়ি দেবো’ কবিতার বক্তা নিজেকে সওদাগর কল্পনা করে তাঁর সপ্ত মধুকর ডিঙা সাগরে ভাসিয়ে দিতে চান। তাঁর উদ্দেশ্য সমস্ত ঘাটে সারা বিশ্বজুড়ে বেচাকেনা চালানো। সমুদ্রে তিনি দুর্মূল্য রত্ন-মানিক আহরণ করবেন। তিনি ব্যবসা-বাণিজ্যের মাধ্যমেই এক দেশের সঙ্গে অন্য দেশের বিভেদরেখা মুছে ফেলবেন। পারস্পরিক সম্প্রীতি ও সমৃদ্ধির আদানপ্রদানের মাধ্যমে তিনি বাণিজ্যের কাজ চালিয়ে যাবেন।


৪. ‘দক্ষিণ মেরু অভিযান’ গদ্যাংশে এঁদের নাম কোন কোন প্রসঙ্গে এসেছে?


উত্তর:

নামপ্রসঙ্গ
স্যার ক্লেমেন্টস মার্কহামএকদিন স্কট লন্ডনের পথে বেড়াচ্ছেন এমন সময় উক্ত সোসাইটির প্রেসিডেন্ট স্যার ক্লেমেন্টস মার্কহামের সঙ্গে তাঁর দেখা।
আর্নস্ট স্যাকলটনস্কট ১৯০১ সালের আগস্ট মাসে ‘ডিসকভারি’ নামক জাহাজে যখন তাঁর দলবল নিয়ে ইংল্যান্ড থেকে দক্ষিণমেরুর দিকে যাত্রা করেন তখন তাঁর সঙ্গে ছিলেন একজন খুব বড়ো নাবিক স্যার আর্নস্ট স্যাকলটন।
উইলসন১৯০২ সালের নভেম্বর মাসে কিং এডওয়ার্ড দ্বীপ থেকে শ্লেজযাত্রায় স্কটের অন্যতম সঙ্গী ছিলেন উইলসন।
ইভানসকিং এডওয়ার্ড দ্বীপ থেকে দ্বিতীয় বারের শ্লেজযাত্রায় স্কটের অন্যতম সঙ্গী ছিলেন ইভানস।
আমুন্ডসন১৯১২ সালের ১৮ জানুয়ারি দক্ষিণমেরুতে পৌঁছে স্কট দেখেন তাদের আগেই নরওয়ের বিখ্যাত আবিস্কারক আমুন্ডসেন দক্ষিণমেরুর প্রথম আবিষ্কর্তার গৌরব অর্জন করে চলে গেছেন।

৫. ‘আলো’ নাটকের পাত্র-পাত্রী কারা? তাদের মধ্যে কাকে তোমার সবচেয়ে ভালো লেগেছে এবং কেন?


উত্তর: আলো নাটকের পাত্র-পাত্রীরা হলেন পিসি, শম্ভু, নিতাই ও গুরুমশাই। এছাড়াও আছে বেড়াল, গায়কগণ ইত্যাদি।
সকল পাত্র-পাত্রীদের মধ্যে শম্ভুকে আমার ভালো লেগেছে। বছর বারোর শম্ভুর অন্ধকারে ভীষণ ভয়। সেই ভয়ের কারণেই শম্ভু প্রথম দিকে তার দাদু সন্ধেবেলা বাড়ি না ফিরলেও খুঁজতে যেতে চায় না। এরপর নিতাই, গুরুমশাই তার দাদুকে বাড়িতে নিয়ে আসে । গুরমশাই বলেন সুসনি পাহাড়ের মাথায় হাড়ভাঙা গাছ থেকে পাতা এবং পাথরের গুহা থেকে মধু সংগ্রহ করে এনে বেটে দাদুর পায়ে লাগিয়ে দিতে। তখন পিসিমার অনুরোধে শম্ভু সমস্ত ভয় উপেক্ষা করে রাতের অন্ধকারে বেড়িয়ে পরে। লক্ষীপেঁচা আর হুতুমের দল যেন অন্ধকারে ডানা মেলে তাকে ধরতে আসে। বনবেড়ালদের গান, মনসাঝোপের সংগীত তার ভয় আরও বাড়িয়ে দেয়। কিন্তু সেই ভয় উপেক্ষা করে শম্ভু জোর গলায় জানায় যে সে তার দাদুকে ভালো করে তুলবে, কেউ তাকে বাধা দিতে পারবে না। এই কারণেই শম্ভুকে আমার ভালো লেগেছে।


৬. “… আমাদের দলটা চলল সেজোপিসিমার বাড়ির দিকে।’ — সেজোপিসিমার বাড়ি কোন গ্রামে? তাঁর বাড়ি যাওয়ার পথে কী ঘটেছিল?


উত্তর: সেজোপিসিমার বাড়ি চন্দ্রহার গ্রামে।
ছোটোপিসিমার বাড়িতে দুদিন কাটিয়ে কথক ও তার দল রওনা দেয় সেজোপিসিমার বাড়ির দিকে। কিন্তু বিকেলের দিকে আকাশ ঘন করে কালো মেঘ ঘনিয়ে আসে। বাতাস আর বিদ্যুৎ চমকানি শুরু হয়। বৃষ্টি নেমে আসে। কথকদের পাঁচজনের একটি মাত্র তাপ্পিমারা ছাতা, সেটাও ঝোড়ো বাতাসে উল্টে গেল। বৃষ্টি ঝেঁপে এলে পথের ধারে একটি গাছতলায় তারা আশ্রয় নেয়। বৃষ্টি কমলে আবার তারা হাঁটতে শুরু করে। মাঠে মাঠে জল দাঁড়িয়ে গেছে। সন্ধ্যায় তারা সেজপিসিমার বাড়িতে পৌঁছায়।

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

Class 4 Model Activity Task 2021 2nd Series Answers:-

ইংরেজী 2nd Series: Click Here

গণিত 2nd Series: Click Here

আমাদের পরিবেশ 2nd Series: Click Here

1. You may also like: Class 4 Model Activity Task 2021 All Subjects 2nd Series

2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

Official Website: Click Here

Key:

1. Model Activity Task Class 4 Bengali 2021

2. Class 4 Bengali Model Activity Task 2021

3. Model Activity Task Class 4 Bangla 2021

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

4. Class 4 Bangla Model Activity Task 2021

5. Model Activity Task Answers Class 4

6. Class 4 Model Activity Task Answers 2021

7. Model Activity Task Answers Class 4

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

Leave a Reply