Class-4 Health-and-Physical-Education Model-Activity-Task February-2022

Categories: Uncategorized

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

Class-4 Health-and-Physical-Education Model-Activity-Task February-2022

এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া চতুর্থ শ্রেণীর ‘স্বাস্থ্য ও শারীরশিক্ষা’ বিষয়ের ‘Model Activity Task Part-10 (February, 2022)’ এর প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।

চতুর্থ শ্রেণী
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
February, 2022
বিষয়: স্বাস্থ্য ও শারীরশিক্ষা পূর্ণমান: ১৫

১। বহুর মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে ‘✔‘ চিহ্ন দাও:

(ক) কোনটি চোখের রােগ?
(i) পাইরিয়া
(ii) গলগণ্ড
(iii) রক্তাল্পতা
(iv) আঞ্জনি
উত্তর: (iv) আঞ্জনি ✔

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now

(খ) চোখের রােগ থেকে বাঁচতে প্রতিদিন কী খেতে হবে ?
(i) বেগুন ও আয়ােডিনযুক্ত লবণ
(ii) লাল নটে শাক, গাজর, আম, পেঁপে
(iii) ভিটামিন– D
(iv) ভিটামিন– C
উত্তর: (ii) লাল নটে শাক, গাজর, আম, পেঁপে ✔

(গ) শিশুদের কৃমি হলে কী ক্ষতি হয়?
(i) রাতকানা রােগ
(ii) রক্তাল্পতা
(ii) মাম্পস
(iv) মেদাধিক্য
উত্তর: (ii) রক্তাল্পতা ✔

(ঘ) চোখ থেকে কত দূরত্বে বই রেখে পড়া উচিত?
(i) ১ ফুট
(ii) ১ ইঞ্চি।
(iii) ৩ মিটার
(iv) ১ মিটার
উত্তর: (i) ১ ফুট ✔

(ঙ) ছােটো শিশুদের হাতের কাছ থেকে কোন কোন জিনিস দূরে রাখা উচিত?
(i) বই খাতা
(ii) তির-ধনুক, গুলি ডান্ডা, জলের বােতল
(ii) তির-ধনুক, ছুরি, কাঁচি, বটি
(iv) টিভি ও আলমারি
উত্তর: (ii) তির-ধনুক, গুলি ডান্ডা, জলের বােতল ✔

(চ) পাইরিয়া’ রােগটি কোন অঙ্গের রােগ?
(i) নাক
(ii) দাঁতের মাড়ি
(iii) ত্বক
(iv) জিভ
উত্তর: (ii) দাঁতের মাড়ি ✔

(ছ) কী ঘটলে কানের পর্দা ফেটে যেতে পারে?
(i) আঘাতজনিত কারণে
(ii) অতিরিক্ত বায়ুর চাপে
(ii) সমুদ্রের গভীর জলের তলদেশে প্রবেশ করলে
(iv) সব কয়টি ক্ষেত্রে।
উত্তর: (iv) সব কয়টি ক্ষেত্রে। ✔

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

২। নীচের প্রশ্নগুলির যে কোনাে দুটি প্রশ্নের উত্তর দাও:

(ক) দাঁতের যত্ন নেওয়ার পদ্ধতিগুলি বর্ণনা করাে।
উত্তর: দাঁতের যত্ন নেওয়ার পদ্ধতি–
১. নিয়মিত দাঁত মুখগহ্বর পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে হবে
২. সকালে ঘুম থেকে উঠে ও রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই ব্রাশ করতে হবে ।
৩. দুধ, ডিম, শাক সবজি খেতে হবে ।
৪. ছাই বা গুরাখুর দিয়ে দাঁত মাজা উচিত নয়।

(খ) ত্বকের যত্ন নেওয়ার পদ্ধতিগুলি তালিকাভুক্ত করাে।
উত্তর: ত্বকের যত্ন নেওয়ার পদ্ধতি–
১. পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক, গামছা, অন্তর্বাস ব্যবহার করা উচিত।
২. নিয়মিত ত্বকের তেল সাবান ব্যবহার করতে হবে ।
৩. নরম সুতির পোশাক ব্যবহার করা উচিত।
৪. শীতে শরীরে রোদ লাগানো উচিত ভিটামিন ডি তৈরি করার জন্য।

(গ) চোখের যত্ন নেওয়ার পদ্ধতিগুলি তালিকাভুক্ত করাে।
উত্তর: চোখের যত্ন নেওয়ার পদ্ধতি-
১. দিনে চার থেকে পাঁচবার পরিষ্কার জল দিয়ে চোখ পরিষ্কার করতে হবে।
২. অন্তত তিন হাত দূরে বসে টিভি দেখতে হবে।
৩. কম আলোতে বই পড়া উচিত নয় এবং আলো যেন বইয়ের পিছন দিক থেকে আসে।
৪. সবুজ গাছপালার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকতে হবে।

Class-4 Health-and-Physical-Education Model-Activity-Task February-2022

☛ সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here

1. You may also like: Class 4 Model Activity Task 2021 All Subjects

2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

Class 4 Model Activity Task Health and Physical Education 2022 Part- 10

Class-4 Health and Physical Education Model-Activity-Task February-2022

Class 4 Health and Physical Education Model Activity Task Answer

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

চতুর্থ শ্রেণী স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক

Class 4 স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক

Official Website: Click Here

Class 4 Health and Physical Education Model Activity Task Part- 10 2022

চতুর্থ শ্রেণী স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক বিষয়: স্বাস্থ্য ও শারীরশিক্ষা পূর্ণমান: ১৫

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

Leave a Reply