ABTA Test-Paper Page-50 History-Answer

Madhyamik 2023 ABTA Test-Paper Page-50 History-Answer

মাধ্যমিক ২০২৩
বিষয়: ইতিহাস
ABTA Test Paper
Page: 50

বিভাগ- ক

১.১ ‘সাইলেন্ট স্প্রিং’ গ্রন্থের রচয়িতা হলেন-
উত্তর: রেচল লুইজ কারসন (Rachel Louise Carson)

১.২ ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন-
উত্তর: ইংরেজরা

১.৩ ‘বামাবোধিনী’ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন-
উত্তর: উমেশচন্দ্র দত্ত।

১.৪ ‘তত্ত্ববোধিনী সভা’ প্রতিষ্ঠা করেন-
উত্তর: দেবেন্দ্রনাথ ঠাকুর।

১.৫ সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় কোন গভর্নর জেনারেলের সময়?
উত্তর: উইলিয়াম বেন্টিঙ্ক।

১.৬ ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয়-
উত্তর: ১৮৬৫ খ্রিস্টাব্দে।

১.৭ কাকে ‘বিদ্রোহীদের রাজা’ বলে সমসাময়িক পত্রপত্রিকায় চিহ্নিত করা হয়?
উত্তর: ঈশানচন্দ্র রায়।

১.৮ ১৮৫৭-র বিদ্রোহের সময় মুঘল সম্রাট ছিলেন-
উত্তর: দ্বিতীয় বাহাদুর শাহ।

১.৯ হিন্দুমেলা প্রতিষ্ঠা করেন-
উত্তর: নবগোপাল মিত্র।

১.১০ ‘ভারতমাতা’ চিত্রটি অঙ্কন করেন-
উত্তর: অবনীন্দ্রনাথ ঠাকুর।

১.১১ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অব সায়েন্স’ প্রতিষ্ঠা করেন-
উত্তর: মহেন্দ্রলাল সরকার।

১.১২ ইতিহাসমালা রচনা করেন-
উত্তর: উইলিয়াম কেরি।

১.১৩ কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়-
উত্তর: ১৯৩৪ খ্রিস্টাব্দে।

১.১৪ আল্লুরি সীতারাম রাজু কোন আন্দোলনের সাথে জড়িত?
উত্তর: রম্পা বিদ্রোহ।

১.১৫ ‘হিন্দুস্তান সোসালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন’ প্রতিষ্ঠা করেন-
উত্তর: ভগৎ সিং।

১.১৬ বীরাষ্টমী ব্রত সূচনা করেন-
উত্তর: সরলাদেবী চৌধুরানী।

১.১৭ ধরসানা লবণ সত্যাগ্রহে নেতৃত্ব দেন-
উত্তর: সরোজিনী নাইডু।

১.১৮ সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন-
উত্তর: জ্যোতিবা ফুলে।

১.১৯ মার্জিনাল ম্যান গ্রন্থের রচয়িতা হলেন-
উত্তর: প্রফুল্ল চক্রবর্তী।

১.২০ ভারতের সবচেয়ে বড়ো দেশীয় রাজ্যটি ছিল-
উত্তর: হায়দ্রাবাদ।

বিভাগ- খ

২.১ একটি বাক্যে উত্তর দাও:

২.১.১ বাংলায় প্রথম প্রকাশিত সংবাদপত্র কোনটি?
উত্তর: সমাচার দর্পণ।

২.১.২ এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: উইলিয়াম জোনস।

২.১.৩ সুই মুন্ডা কোন বিদ্রোহের নেতা ছিলেন?
উত্তর: কোল বিদ্রোহের।

২.১.৪ ভাষার ভিত্তিতে প্রথম পুনর্গঠিত রাজ্য কোনটি?
উত্তর: অন্ধ্রপ্রদেশ।

২.২ ঠিক না ভুল নির্ণয় করো:

২.২.১ সিপাহি বিদ্রোহকে ভারতের স্বাধীনতার যুদ্ধ বলে প্রথম উল্লেখ করেন বিনায়ক দামোদর সাভারকার।
উত্তর: ঠিক।

২.২.২ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউ পরবর্তীতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়।
উত্তর: ঠিক।

২.২.৩ বারদৌলি সত্যাগ্রহে নেতৃত্ব দেন ড. রাজেন্দ্র প্রসাদ।
উত্তর: ভুল।

২.২.৪ ১৯৪৬-র ১২ ফেব্রুয়ারি রশিদ আলি দিবস পালিত হয়।
উত্তর: ঠিক।

২.৩ ‘ক’ স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাও:

উত্তর:
২.৩.১ ক্রিকেট খেলা —- ৩. ইংরেজ
২.৩.২ শব ব্যবচ্ছেদ —- ১. মধুসূদন গুপ্ত
২.৩.৩ সংস্কৃত প্রেস —- ৪. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
২.৩.৪ বর্তমান ভারত —- স্বামী বিবেকানন্দ

২.৫ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো:

২.৫.১ বিবৃতি: উনিশ শতক ছিল বাংলার ইতিহাসে নবজাগরণেরযুগ।
উত্তর: ব্যাখ্যা-৩: সাহিত্য, সংস্কৃতি, শিল্প, বিজ্ঞানে জোয়ার আসে।

২.৫.২ বিবৃতি: বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে (১৯০৫) কৃষকরা তেমন সক্রিয় ছিল না।
উত্তর: ব্যাখ্যা-২: আন্দোলনের কোনো কৃষিভিত্তিক কর্মসূচি ছিল না।

২.৫.৩ বিবৃতি: কার্লাইল সার্কুলার জারি করা হয়েছিল।
উত্তর: ব্যাখ্যা-৩: ছাত্রদেরকে আন্দোলন থেকে দূরে রাখতে।

২.৫.৪ বিবৃতি: বিশ শতকে দলিত শ্রেণি রাজনৈতিকভাবে সচেতন হয়ে ওঠে।
উত্তর: দলিতরা তাদের সামাজিক মর্যাদা ও অধিকার লাভকে গুরুত্ব দেয়।

👉 ABTA Test Paper এর সমস্ত উত্তর দেখতে: Click Here

👉 Subscribe Our YouTube Channel: Click Here

ABTA Test-Paper Page-50 History-Answer

মাধ্যমিক ইতিহাস এ বি টি এ টেস্ট পেপার থেকে প্রশ্ন উত্তর

Madhyamik History ABTA Test Paper Solution

ABTA Test Paper History page 137 MCQ Answer

Madhyamik 2023 History Question Answer ABTA Test Paper Page- 50

মাধ্যমিক ইতিহাস টেস্ট পেপার থেকে প্রশ্ন উত্তর

ABTA Test-Paper Page-50 History-Answer

1 thought on “ABTA Test-Paper Page-50 History-Answer”

Leave a Comment