Class-4 First-Unit-Test Paribesh Question-2023

Class-4 First-Unit-Test Paribesh Question-2023

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন- ২০২৩
চতুর্থ শ্রেণী
বিষয়: আমাদের পরিবেশ
সাজেশন ২০২৩
১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে:

১.১ দাঁড়িপাল্লা আর বাটখারা দিয়ে কোনাে বস্তুর যা মাপা হয় তা হলাে –
(ক) আকৃতি
(খ) ভর
(গ) দৈর্ঘ্য
(ঘ) আয়তন

উত্তর: (খ) ভর

১.২ কঠিন থেকে তরলে বস্তুর অবস্থার পরিবর্তনের একটি উদাহরণ হলাে –
(ক) জল থেকে বরফ হওয়া
(খ) জল থেকে বাষ্প হওয়া
(গ) বাষ্প থেকে জল হওয়া
(ঘ) বরফ থেকে জল হওয়া

উত্তর: (ঘ) বরফ থেকে জল হওয়া

১.৩ পেরেক সাধারণত যে পদার্থ দিয়ে তৈরি তা হলাে –
(ক) কাচ
(খ) লােহা
(গ) কাগজ
(ঘ) প্লাস্টিক

উত্তর: (খ) লােহা

১.৪ পৃথিবী থেকে হারিয়ে যাওয়া একটি প্রাণীর নাম হলাে –
(ক) রয়্যাল বেঙ্গল টাইগার
(খ) কৃষ্ণসার হরিণ
(গ) ডোডো
(ঘ) গন্ডার

উত্তর: (গ) ডোডো

২. শূন্যস্থান পূরণ করো:

২.১ সাপ ________________ খায়।

উত্তর: ব্যাঙ।

২.২ গায়ের রং বদলাতে পারে এমন একটি প্রাণী হল _______________

উত্তর: গিরগিটি।

২.৩ মাছের সারা গায়ে ________________ থাকে।

উত্তর: আঁশ।

২.৪ কাঁটা আছে এমন উদ্ভিদের একটি উদাহরণ হলাে _______________

উত্তর: ফণীমনসা ।

২.৫ সাঁতার কাটার জন্য হাঁসের পায়ের আঙুলগুলাে ___________________

উত্তর: জোড়া।

২.৬ বাটখারা দিয়ে কোনাে জিনিসের _________________ মাপা হয়। 

উত্তর: ভর

৩. ঠিক বাক্যের পাশে আর ভুল বাক্যের পাশে চিহ্ন দাও:

৩.১ পাহাড়ি অঞ্চলে পাইন গাছ দেখা যায়।
উত্তর: ✔

৩.২ ঘুড়ি আকাশে ওড়ে, তাই ঘুড়ি হলো জীব।
উত্তর: ✕

৩.৩ শামুকের শরীর নরম।
উত্তর: ✔

৩.৪ কেঁচোর শিরদাঁড়া আছে। 
উত্তর: X

৪. একটি বা দুটি বাক্যে উত্তর দাও:

৪.১ পৃথিবী থেকে হারিয়ে যেতে চলেছে এমন দুটি প্রাণীর নাম লেখো।

উত্তর: পৃথিবী থেকে হারিয়ে যেতে চলেছে এমন দুটি প্রাণী হলো রয়্যাল বেঙ্গল টাইগার এবং কৃষ্ণসার হরিণ।

৪.২ প্রজাপতি আর পাখির মধ্যে একটি মিল ও অমিল লেখো।

উত্তর:

মিল অমিল
প্রজাপতি ও পাখি উভয়েরই ডানা আছে এবং উড়তে পারে।প্রজাপতির একজোড়া অ্যান্টেনা আছে কিন্তু পাখির নেই।

৪.৩ মাছের দুটি বৈশিষ্ট্য লেখো।

উত্তর: মাছের দুটি বৈশিষ্ট্য:
(i) সাধারণত মাছের সাড়া শরীর আঁশে ঢাকা থাকে।
(ii) জলে সাঁতার কাটার জন্য মাছের দেহে নানা রকমের পাখনা থাকে।

৪.৪ চাল থেকে কাঁকর কীভাবে আলাদা করবে?

উত্তর: কুলোয় নিয়ে ঝেড়ে চাল থেকে কাঁকর গুলো বেছে ফেলে দিতে হবে।

৪.৫ কঠিন, তরল আর গ্যাস – এদের মধ্যে কোনটির নিজস্ব আকার আছে?

উত্তর: কঠিন পদার্থের নিজস্ব আকার আছে।

৪.৬ “গ্যাস ছড়িয়ে পড়ে” – একটি উদাহরণ দাও।

উত্তর: ধূপ শলাকা জ্বালা হলে তার ধোয়া ও সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে।

৪.৭ পদার্থ বলতে কী বােঝাে?

উত্তর: যার কিছুটা ভর আছে, যে কিছুটা জায়গা নেয় তাকে আমরা পদার্থ বলি। কঠিন, তরল আর গ্যাস হলাে পদার্থের তিনটি অবস্থা।

৪.৮ নুনজল থেকে নুনকে আলাদা করবে কী করে?

উত্তর: নুনজলকে একটি থালায় ফেলে রৌদ্রে রেখে দিলে জলটা বাষ্প হয়ে উবে যায় আর নুনটা পড়ে থাকে।

৫. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও:

৫.১ জীবের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো

উত্তর: জীবের তিনটি বৈশিষ্ট্য-
(i) জীব খাদ্য গ্রহণ করে জীবনধারণ করে।
(ii) জীব উত্তেজনায় সাড়া দেয়, নড়াচড়া করে ও স্থান পরিবর্তন করতে পারে।
(iii) জীবের শরীরের বৃদ্ধি ও পরিবর্তন ঘটে।

৫.২ “গ্যাসেরও ভর আছে” – একটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও।

উত্তর: গ্যাস সিলিন্ডারে গ্যাস ভর্তি করে তুললে সিলিন্ডারটি অনেক ভারী হয়। সিলিন্ডার থেকে পাইপে করে উনুনে গ্যাস পাঠিয়ে আগুন জ্বালিয়ে রান্না করলে সিলিন্ডার ক্রমশ হালকা হতে থাকে। গ্যাস পুড়ে যাচ্ছে বলেই সিলিন্ডারের ভর কমছে। এর থেকে বোঝা গেল গ্যাসেরও ভর আছে।

৫.৩ মেঘ কীভাবে তৈরি হয়?

উত্তর: সূর্যের তাপে সমুদ্র-নদী-পুকুর-বিভিন্ন জলাশয় থেকে জল জলীয়বাষ্পে পরিণত হয়ে উপরে ওঠে এবং ঠান্ডা হয়। ঠান্ডা হতে হতে একসময় ধুলোর কনাকে আশ্রয় করে ছোটো ছোটো জলের ফোঁটা সৃষ্টি হয়। জলের ফোঁটা দিয়েই মেঘ তৈরী হয়।

৫.৪ ফুসফুস ভালাে রাখার উপায় কী কী? 

উত্তর: নিয়মিত শ্বাসের ব্যায়াম এবং মুক্ত বাতাসে ছোটাছুটি বা খেলাধুলা করলে ফুসফুস ভালো থাকে। এছাড়াও ফুসফুস ভালো রাখতে যে কোনো ধরণের ধোঁয়া, ধুলো থেকে দূরে থাকতে হবে।

👉 সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here
👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here

Class 4 First Unit Test Amader Poribesh Question Paper Class 4 First Unit Test Amader Poribesh Suggestion Class 4 1st Unit Test Amader Poribesh Question Paper

WBBSE Class 4 Model Question Paper Unit Test Question Paper Amader Poribesh Class IV Amader Poribesh First Unit Test Question Paper pdf Download Class-4 First-Unit-Test Paribesh Question-2023

Official Website: Click Here

চতুর্থ শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের আমাদের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্র

Class-4 First-Unit-Test Paribesh Question-2023

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন চতুর্থ শ্রেণী বিষয়: আমাদের পরিবেশ সাজেশন ২০২৩

Class-4 First-Unit-Test Paribesh Question-2023

Leave a Comment