Class-4 Bengali Sobar Ami Chatro

Class-4 Bengali Sobar Ami Chatro

এখানে চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের “সবার আমি ছাত্র” কবিতা থেকে পাঠ্য পুস্তকে দেওয়া প্রশ্নগুলির উত্তর করে দেওয়া হলো। আশাকরি তোমরা উপকৃত হবে।

চতুর্থ শ্রেণী
বাংলা প্রশ্ন ও উত্তর
সবার আমি ছাত্র (সুনির্মল বসু)

১. সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম লেখ।
উত্তর: সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম ছানাবড়া, হইচই ।


২. তিনি ১৯৫৬ সালে কি পদক পেয়েছিলেন ?
উত্তর: তিনি ১৯৫৬ সালে ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন।


৩. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো:

৩.১ কার উপদেশে কবি দিলখোলা হন ?
উত্তর: কবি খোলা মাঠের উপদেশে দিলখোলা হন ।

৩.২ পাষাণ কবিকে কি শিক্ষা দিয়েছিল?
উত্তর: পাষাণ কবি কে আপন কাজে কঠোর হওয়ার শিক্ষা দিয়েছিল ।

৩.৩ কবি কার কাছ থেকে কি ভিক্ষা পেলেন ?
উত্তর: কবি শ্যাম বনানীনির কাছ থেকে সরসতা ভিক্ষা পেলেন।

৩.৪ কে কবি কে মধুর কথা বলতে শেখালো?
উত্তর: চাঁদ কবিকে মধুর কথা বলতে শেখালো ।

৩.৫ নদীর কাছ থেকে কি শিক্ষা পাওয়া যায়?
উত্তর : নদী আমাদের আপন বেগে চলতে শেখায়।

৪. সন্ধি করে লিখ:

উত্তর : রত্ন+আকর = রত্নাকর।

মেঘ+ আলোক = মেঘালোক।

কমল + আসনা = কমালাসনা।

৫. সমার্থক শব্দ লিখ:

উত্তর:
চাঁদ = শশী।
সূর্য = ভানু।
পাহাড় = গিরি।
বায়ু = বাতাস।
নদী = তটিনী।
পৃথিবী =বসুন্ধরা।
সাগর = সমুদ্র।

৬. বাক্য রচনা করো:

উত্তর:
উদার = শিক্ষা যদি মানুষকে উদার না করে, তবে সেই শিক্ষা মূল্যহীন।
সহিষ্ণুতা = সহিষ্ণুতা একটি মহৎ গুণ।
মহান = রবীন্দ্রনাথ একজন মহান কবি ছিলেন।
সন্দেহ = অকারণে কাউকে সন্দেহ করা ঠিক নয়।
মন্ত্রণা = যারা মানুষের কানে খারাপ মন্ত্রণা দেয়, তাদের থেকে দূরে থাকা উচিত।
কৌতুহল = কোনো কিছু জানার বিষয়ে ছাত্রছাত্রীদের কৌতূহল থাকতে হবে।
শিক্ষা = শিক্ষা মানুষকে কুসংস্কার মুক্ত করে।
ঝরনা = গত গ্রীষ্মের ছুটিতে আমি পাহাড়ে ঝরনা দেখতে গিয়েছিলাম।

৭. নিচের বিশেষণ শব্দগুলির বিশেষ্য রূপ লেখ:

উত্তর:
কর্মী =কর্ম
মৌন = মৌনতা
মধুর = মাধুর্য
কঠোর = কঠোরতা
বিরাট = বিরাটত্ব

৮. নিচের বিশেষ্য শব্দগুলির বিশেষণ রূপ লেখ:

উত্তর:
শিক্ষা – শিক্ষিত
মন্ত্র – মন্ত্রী
বায়ু – বায়োবীয়
মাঠ – মেঠো
তেজ – তেজস্বী

৯. কবিতা থেকে সর্বনাম শব্দ গুলি খুঁজে নিয়ে লিখ: (অন্তত পাঁচটি)

উত্তর : আমায় , আমি , তাহার ,আমার , তার।

১০. গদ্যরূপ লেখ:

১০.১ কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে।
উত্তর: আমি বায়ুর কাছে কর্মী হবার মন্ত্র পায়।

১০.২ সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে।
উত্তর: সূর্য আমায় আপন তেজে জ্বলতে মন্ত্রণা দেয়।

১০.৩ ইঙ্গিতে তার শেখায় সাগর, অন্তর হোক রত্ন আকর।
উত্তর: সাগর তার ইঙ্গিতে শেখায় অন্তরকে রত্নাকর হতে।

১০.৪ শ্যাম বনানী সরসতা আমায় দিল ভিক্ষা।
উত্তর: শ্যাম বনানী আমায় সরসতা ভিক্ষা দিল।

১০.৫ শিখছি সে সব কৌতূহলে সন্দেহ নেই মাত্র।
উত্তর: সন্দেহ নেই সেসব কৌতূহলে শিখছি মাত্র।

১১. বিশ্বজোড়া পাঠশালা বলতে কবিতায় কি বোঝানো।

উত্তর: বিশ্বজোড়া পাঠশালা বলতে কবিতায় সারা পৃথিবীকে একটি পাঠশালা হিসাবে কল্পনা করা হয়েছে। পাঠশালা থেকে যেমন ছোট ছোট শিশুরা শিক্ষা পায়, ঠিক তেমনি আমরা পৃথিবীরূপ পাঠশালার সকল প্রাকৃতিক শক্তির কাছ থেকে বিভিন্ন বিষয়ে শিক্ষা লাভ করে থাকি।

১২. প্রকৃতির কাছ থেকে আমরা কিরূপ শিক্ষা পেতে পারি লেখ।


উত্তর: ১. আকাশ: আকাশ আমাদের উদার হবার শিক্ষা দেয়।
২. বাতাস: বাতাস আমাদের কর্মী হতে শেখায়।
৩. পাহাড়: পাহাড় আমাদের মৌন-মহান হবার শিক্ষা দেয়।
৪. খোলা মাঠ: খোলা মাঠ আমাদের দিলখোলা হওয়ার শিক্ষা দেয়।
৫. সূর্য: সূর্য আপন তেজে জ্বলতে শিক্ষা দেয়।
৬. চাঁদ: শিক্ষা দেয় মিঠে হাসির মধুর কথা বলতে।

১৩. প্রকৃতির আরো কিছু উপাদানের কথা তুমি লেখো তাদের থেকে কি শিক্ষা তুমি নিতে পারো উল্লেখ করো।


উত্তর: গাছের কাছ থেকে আমি নিঃস্বার্থভাবে উপকার করার শিক্ষা পায়। আমি বৃষ্টির কাছে সকলকে সমান ভাবে দেখার শিক্ষা লাভ করি।

১৪. এমন একজন মানুষের কথা লেখ যার কাছ থেকে অহরহ তুমি কিছু শেখো।

উত্তর: আমি আমার মায়ের কাছ থেকে অহরহ অনেক কিছু শিখি। তিনি রান্না থেকে শুরু করে সারাদিন অনেক ধরণের কাজ করেন কিন্তু তাঁকে কখনো বিরক্ত হতে দেখিনা। তিনি আমাকে সর্বদা কি করা উচিত বা কি করা উচিত নয় তা শেখানো।

☛ সমস্ত অধ্যায়ের উত্তর পেতে: Click Here

1. You may also like: Class 4 Model Activity Task 2021 All Subjects

2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

Class 4 Model Bengali 2022

Class 4 Bengali Model Activity Task Answer

চতুর্থ শ্রেণী বাংলা

Class 4 বাংলা

Official Website: Click Here

Class 4 Bengali Model Activity Task Part- 10 2022

চতুর্থ শ্রেণী বাংলা সবার আমি ছাত্র সুনির্মল বসু

Class-4 Bengali Sobar Ami Chatro

সবার আমি ছাত্র কবিতার প্রশ্ন উত্তর
চতুর্থ শ্রেণীর বাংলা সবার আমি ছাত্র সুনির্মল বসু সমাধান

Class-4 Bengali Sobar Ami Chatro

West Bengali Class 4 Bengali Question Answer

Class 4 Bangla Prosno Uttor

WBBSE Class 4 Bengali Book Pdf

Leave a Comment