বনের খবর প্রশ্ন উত্তর Class 4 Bengali Boner Khobor Question Answer

বনের খবর প্রশ্ন উত্তর Class 4 Bengali Boner Khobor Question Answer

চতুর্থ শ্রেণী
বাংলা প্রশ্ন ও উত্তর
বনের খবর প্রশ্ন উত্তর (প্রমদারঞ্জন রায়)

১. প্রমদারঞ্জন রায় চাকরি সূত্রে কোন্ কোন্ দেশে ঘুরেছেন?
উত্তরঃ প্রমদারঞ্জন রায় চাকরিসূত্রে ভারত, বর্মা, শ্যামদেশের জঙ্গলে ঘুরে বেড়াতেন।

২. লীলা মজুমদার তাঁর কে ছিলেন?
উত্তরঃ লীলা মজুমদার ছিলেন তাঁর কন্যা।

৩. বর্ণ বিশ্লেষণ করো :
ক্রমাগত, পাঞ্জা, পশ্চিম, কিলিবিলি, প্রাণপণ।

উত্তরঃ
ক্রমাগত = ক্ + র্ + অ + ম্ + আ + গ্ + অ +ত + অ
পাঞ্জা = প্ + আ + ঞ + জ্ + আ
পশ্চিম = প্ + অ + শ্ + চ্ + ই + ম্
কিলিবিলি = ক্ + ই + ল্ + ই + ব্ + ই + ল্ + ই
প্রাণপণ= প্ + র্ + আ + ণ্ +প্ + অ + ণ্

৪. ‘বনের খবর গল্পটিতে এমন অনেক শব্দ আছে যা হাইফেন (-) দিয়ে যুক্ত। যেমন ‘সাড়ে ছশো-সাতশো’ ‘দশ-বারোজন’ ইত্যাদি। গল্পটিতে এরকম কতগুলো শব্দ খুঁজে বার করে নীচের বাক্সটি ভরতি করো :

উত্তরঃ
চার-পাঁচ, নটা দশটা, পনেরো-কুড়ি।
আট-দশটা ‘গুলি, তিন-চারটে ডাক।
সত্তর-আশি হাত, পাঁচ-সাতটা।
পঞ্চাশ-ষাট হাত।

৫. ধ্বন্যাত্মক শব্দগুলি ব্যবহার করে মৌলিক বাক্যরচনা করো :

উত্তরঃ
কিলিবিলি: অল্প জলে একগাদা ছোটো মাছ কিলিবিলি করছিল।
হুড়মুড়: হুড়মুড় করে দৌড় করো না, পড়ে যাবে।
মিটমিট: আকাশে তারা মিটমিট করে জ্বলে।
পটপট: প্রবল বাতাসে বাঁশগাছগুলো পটপট করেই ভেঙে গেল।
মড়মড়: প্রচন্ডে ঝড়ে গাছের মড়মড় শব্দ শোনা যাচ্ছিল।
থরথর: লোকটা ভয়ে থর থর করে কেঁপে উঠল।
ফোঁসফোঁস: সাপের ফোঁসফোঁস গর্জন কানে লেগে চমকে উঠলাম।

৬. একই শব্দ পরপর দু-বার ব্যবহৃত হয়েছে এমন কয়টি শব্দ তোমরা গল্পে খুঁজে পেয়েছ তা লেখো : যেমন—জলে-জলে।
উত্তরঃ এরকম শব্দ হল : চলতে-চলতে, ভাবতে-ভাবতে, নালায়-নালায়, ধীরে-ধীরে, ভাঙতে-ভাঙতে, দাগে-দাগে, বসে-বসে, করতে-করতে।

৭. নীচের অনুচ্ছেদে কয়টি বাক্য আছে লেখো :

বেলা নটা-দশটার আগে আর সূর্য দেখা যায় না এক এক জায়গায় এমনি ঘন বন যে আকাশ দেখবার যে নেই ঠিক মনে হয় যেন সন্ধ্যা হয়ে এসেছে আমি সকলের আগে আগে চলি সঙ্গে বুড়ো লুশাই থাকে সে বড়ো শিকারি তার পিছনে দু-জন খালাসি তাদের মধ্যে শ্যামলালের হাতে আমার খাবার আর জল। তিনজনের হাতেই এক এক খানি দা।

উত্তরঃ বেলা নটা দশটার আগে আর সূর্য দেখা যায় না। এক এক জায়গায় এমনি ঘন বন যে আকাশ দেখবার জেল নেই, ঠিক মনে হয় যেন সন্ধ্যা হয়ে আসছে। আমি সকলের আগে আগে চলি, সঙ্গে একজন বুড়ো লুশাই থাকে। সে বড়ো শিকারি। তার পিছনে দুজন খালাসি। তাদের মধ্যে শ্যামলালের হাতে আমার খাবার আর জল। তিনজনের হাতেই এক একখানি দা।

৮. গল্পটিতে কোন কোন পশু-পাখির উল্লেখ আছে তার একটি তালিকা তৈরি করো। প্রতিটি পশু এবং পাখি সম্পর্কে দুটি করে বাক্য লেখো :

উত্তরঃ
গল্পটিতে বাঘ, হাতি, গন্ডার, হরিণ, হনুমান, বানর, বুনো মোষ ইত্যাদি পশু আছে। গল্পটিতে শুধুমাত্র ফেজেন্ট (সুন্দর পাখি)-এর নাম আছে।
বাঘ: (১) সুন্দরবনের বাঘ সবচেয়ে বড়ো। (২) আজকাল সার্কাসে বাঘ দেখা যায় না।
হাতি: (১) হাতি সবচেয়ে শক্তিমান পশু। (২) আগেকার দিনে রাজা-উজিররা হাতি পুষতেন।
গন্ডার: (১) জলদাপাড়ার অরণ্যে অনেক গন্ডার দেখা যায়। (২) কলকাতার চিড়িয়াখানায় গোটা দশেক গন্ডার আছে।
হরিণ: (১) হরিণ শিকার শাস্তিযোগ্য অপরাধ। (২) মারীচ-রাক্ষস সোনার হরিণ সেজে রামচন্দ্রকে বনে নিয়ে গিয়েছিল।
বানর: (১) ইতিহাস বলে, মানুষের পূর্বপুরুষ বানর ছিল। (২) বানর কলা খেতে খুব ভালোবাসে।
ফেজেন্ট: (১) ফেজেন্ট একটি সুন্দর পাখি। (২) ইদানীংকালে ফেজেন্ট প্রায় দেখা যায় না।
হনুমান: (১) লক্ষ্মণের প্রাণ বাঁচাতে হনুমান গন্ধমাদন পর্বত এনেছিল। (২) এক লাফে হনুমান বহুদূর পার হতে পারে।
বুনোমোষ: (১) পাহাড়ি অরণ্যে বুনোমোষ দেখা যায়। (২) বাঘ এবং বুনোমোষ একই অরণ্যে ঘুরে বেড়ায়।

৯. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :

৯.১ লুশাই পাহাড়ের বিস্তার কতখানি জায়গায় নিয়ে?
উত্তরঃ সাড়ে ছশো-সাতশো বর্গমাইল জুড়ে লুশাই পাহাড়ের বিস্তার ছিল।

৯.২ লুশাই পাহাড়কে ভয়ংকর জায়গা কেন বলা হয়েছে?
উত্তরঃ লুশাই পাহাড়ে বন ছাড়া মানুষের নামগন্ধ নেই। আছে শুধু জানোয়ার, কিলিবিলি করছে। তাই ওই পাহাড়কে ভয়ংকর জায়গা বলা হয়েছে।

৯.৩ হাতির রাস্তা পাওয়া গেলে লোকজনের কেন খুব মজা হল?
উত্তরঃ লুশাই কুলিরা বন কেটে পথ তৈরি করে হাতি ও বাকি লোকজনদের নিয়ে আসে। রোজই এভাবে চলতে হয়। কিন্তু যখন একদিন পনেরো-কুড়ি ফুট চওড়া একটি বুনো হাতিদের রাস্তা পাওয়া গেল, লোকজনদের খুব মজা হল কারণ আর রাস্তা কাটতে হচ্ছেনা।

৯.৪ গণ্ডার দেখে শ্যামলাল কী কী করেছিল?
উত্তরঃ শ্যামলালের হাতে বন্দুক ছিল। লেখক তার কাছ থেকে বন্দুক চাইতে গিয়ে দেখলেন শ্যামলাল কোথায়, সে নিজের প্রাণ বাঁচাবার জন্য সোজা পথ খুঁজছে।

৯.৫. দ্বিতীয় দিন বন্দুক এবং বনের পশুপাখি থাকা সত্ত্বেও শিকার করতে পারা যায়নি কেন?
উত্তরঃ দ্বিতীয় দিনে বন্দুক থাকা সত্ত্বেও লেখক ভীষণ ঘন বন এবং কুয়াশার জন্য শিকার করতে পারেননি।

৯.৬ পাকোয়া নদীর বর্ণনা দাও।
উত্তরঃ পাকোয়া নদীটা সত্তর-আশি হাত চওড়া হবে। তাতে এক কোমর জল হবে। নদীর ধারে হাতির পায়ের তাজা দাগ। একটার পিছনে একটা, তার পিছনে একটা, এমনি করে এক পাল হাতি গেছে। লেখকের দেখে মনে হল পাঁচ সাতটা হবে।

৯.৭ লেখকের হুঁ-উ-উ চিৎকার শুনে হাতিরা কী করেছিল?
উত্তরঃ লেখকের ‘হুঁ-উ-উ’ চিৎকার শোনামাত্র তাঁর মাথার ওপরের পাহাড় থেকে একটা হাতি ‘হুঁ-উ-উ’ বলে ডেকে উঠল; আর লেখকের কাছ থেকে পঞ্চাশ-ষাট হাত দূরে আরও অনেক হাতি গুড়গুড় শব্দ করে তার জবাব দিতে লাগল।

৯.৮ রাতে কোথায় তাঁবু খাটানো হল?
উত্তরঃ রাতে নদীর ওপরে বন কেটে তাঁবু খাটানোর বন্দোবস্ত হল।

৯.৯ মাহুতরা রাতে কোথায় হাতিদের বেঁধে রাখল?
উত্তরঃ মাহুতরা সাধারণত হাতিদের চরে খাবার জন্য কাছাকাছি ছেড়ে দেয়। কিন্তু সেদিন রাতে মাহুতরা তাঁবুর কাছাকাছি হাতিদের বেঁধে রাখল।

১০. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :
১০.১ কীভাবে রাতে বুনো হাতি তাড়ানো হল?

উত্তরঃ লেখক ও তাঁর দলবল বন কেটে তাঁবু খাটালেন কিন্তু, সেদিন রাত্রে হাতির জ্বালায় তাঁদের ঘুম হয়নি। রাত হতেই হাতিরা চলে আসতে লাগল। আসলে তাঁবুর কাছাকাছি ধুনোর আলোয় পোষা হাতিদের দেখে বন্য হাতির দল এগিয়ে আসতে লাগল। পাঁচ সাতটা হাতি মিলে যেই নদীর জলে নামে তখন লেখকদের হাতিরা চিৎকার করে, ছটফট করে। অমনি লেখকের সঙ্গে লোকজন প্রাণপণে মশাল ঘুরিয়ে বিকট চিৎকার করতে থাকে এবং হাতিগুলি দৌড়ে ওপারের বনে ঢোকে। এইভাবেই সেদিন লেখকদের সারারাত কাটল।

১০.২ লেখকের শুকনো নালায় নামার অভিজ্ঞতা নিজের ভাষায় লেখো।

উত্তরঃ শুকনো নালায় লেখক নামলেন। তাঁর আগে বুড়ো লুশাই। আর তাঁর পিছনে শ্যামলাল। এমত দশায়, তাঁদের সামনেই ভারী একটা জলকাদা তোলপাড়ের শব্দ হল। তাঁরা ব্যর্ন্ত পায়ে দুই লাফে পিছন দিকের পাড়ে আবার ফিরে এলো। দেখলেন জলকাদায় বিশাল দেহ এক গন্ডার মাথা তুলে দাঁড়িয়েছে। দেখলে মনে হবে যমদূতের দাদামশাই। রেগেমেগে দাঁড়িয়ে ফোঁস ফোঁস করছে। চোখদুটো লাল মিটমিট করছে। কান দুটো হেলানো পিছন দিকে লেখক খুব সাবধানে তাকে গুলি চালানোর কথা ভাবছিলেন। কিন্তু তা করতে হল না। গন্ডারটা মিনিট খানেক দাঁড়িয়ে থেকে অকস্মাৎ একটা হুঙ্কার দিয়ে দৌড়ে পাহাড়ে উঠে গেল।

☛ সমস্ত অধ্যায়ের উত্তর পেতে: Click Here

👉 Subscribe Our YouTube Channel: Click Here
Class 4 Model Bengali 2022

Class 4 Bengali Model Activity Task Answer Class-4 Bengali Boner-Khobor Question-Answer

চতুর্থ শ্রেণী বাংলা

Class 4 বাংলা

Official Website: Click Here

Class-4 Bengali Boner-Khobor Question-Answer

চতুর্থ শ্রেণী বাংলা বনের খবর প্রশ্ন উত্তর প্রমদারঞ্জন রায়

Class-4 Bengali Boner Khobor Question-Answer

চতুর্থ শ্রেণী বনের খবর প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর
চতুর্থ শ্রেণী বাংলা বনের খবর প্রশ্ন উত্তর সমাধান

Class-4 Bengali Boner-Khobor Question-Answer

West Bengali Class 4 Bengali Question Answer

চতুর্থ শ্রেণী বনের খবর প্রশ্ন উত্তর প্রমদারঞ্জন রায়

Class 4 Bangla Prosno Uttor

WBBSE Class 4 Bengali Book Pdf

Leave a Comment