বিচিত্র সাধ প্রশ্ন উত্তর Class 4 Bengali Bichitro Sadh Question Answer

Categories: Uncategorized

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

বিচিত্র সাধ প্রশ্ন উত্তর Class 4 Bengali Bichitro Sadh Question Answer

চতুর্থ শ্রেণী
বাংলা প্রশ্ন ও উত্তর
বিচিত্র সাধ প্রশ্ন উত্তর (রবীন্দ্রনাথ ঠাকুর)

১. সহজপাঠ বইটির লেখকের নাম কী?
উত্তর: সহজপাঠ বইটির লেখক রবীন্দ্রনাথ ঠাকুর।

২. কবি রবীন্দ্রনাথ কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান?
উত্তর: কবি ১৯১৩ খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান।

৩. একটি বাক্যে উত্তর দাও :

৩.১ ‘পাঠশালা’ শব্দটির একটি সমার্থক শব্দ লেখো।
উত্তর: বিদ্যালয়।

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now

৩.২ কবিতার কথক বাড়ির গলি দিয়ে কোথায় যায়?
উত্তর: পাঠশালাতে যায়।

৩.৩ পাঠশালায় যাওয়ার পথে কথকের মনে কোন কল্পনা জেগে ওঠে?
উত্তর: পাঠশালাতে যাওয়ার পথে চুড়িওলাকে দেখে চুড়িওয়ালা হতে ইচ্ছা করে।

৩.৪ শেষে বাড়ি ফেরার পথে সে কী দেখতে পায় ?
উত্তর: সারাদিনের শেষে বাড়ি ফেরার পথে কথক বাবুদের বাগানের মালিকে কোদাল হাতে মাটি কোপাতে দেখে।

৩.৫ ‘ফেরিওয়ালা’ ‘মালি’ কিংবা ‘পাহারাওয়ালা’-র জীবনের স্বাধীনতা কথককে কীভাবে আকর্ষণ করে?
উত্তর: ফেরিওয়ালা’, ‘মালি’ ‘পাহারাওয়ালা’ নিজের ইচ্ছামতো সময়ে বের হতে পারে, ঢুকতেও পারে, আবার ধুলোবালি মাখলেও তাদের কেউ কিছু বলে না, এটাই কথককে আকর্ষণ করে।

৩.৬ রাতের বেলা জানলা দিয়ে বক্তা কাকে দেখে?
উত্তর: রাতের বেলা বস্তুা জানলা দিয়ে পাহারাওয়ালাকে দেখে।

৩.৭ কবিতায় কথকের নানারকম সাধের যে পরিচায় পাও তা উল্লেখ করো।
উত্তর: কবিতায় কথক কখনও চুড়িওলা, কখনও বাবুর বাগানের মালি, কখনও বা পাহারাদার হতে সাধ হয়।

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now
৪. তিন-চারটি বাক্যে উত্তর দাও:

৪.১ মালির জীবনের সঙ্গে বক্তার নিজের জীবনের অমিলগুলি কী?

উত্তর:
মালির জীবনের সঙ্গে বক্তার নিজের জীবনের অমিলগুলি হল-
(১) বক্তা যখন ছুটির পরে বাড়ি ফেরে তখন মালি কোদাল নিয়ে বাবুদের ফুলবাগানে মাটি কোপায়, অর্থাৎ তখনও মালির ছুটি হয় না।
(২) মালির গায়ে-মাথায় কত ধুলো লাগছে, তাকে কেউ বকে না। কিন্তু বক্তার গায়ে-মাথায় ধুলো লাগলে মা তাকে বকবে এবং ধুলোবালি ধুইয়ে দিয়ে পরিষ্কার জামা পরিয়ে দেবে।

৪.২ ফেরিওয়ালার জীবনের কোন বিষয়গুলি বক্তাকে আকর্ষণ করে?

উত্তর:
ফেরিওলার ‘চুড়ি চা–ই, চুড়ি চাই’ হাঁক খুব আকর্ষণ করেছে বক্তাকে। কারণ সাধারণত শিশুরা বেশি অনুকরণ করতে শেখে এবং সুর করে এই ডাক শিশুরা অনায়াসে বলতে পারবে। তা ছাড়া পুতুলের ঝুড়ি নিয়ে দশটা বা সাড়ে দশটা যখনখুশি ফেরিওলা যেখানে খুশি যেতে পারে। এই স্বাধীনতা বক্তাকে ভীষণ আকর্ষণ করে।

৪.৩ বস্তার দৃষ্টি অনুযায়ী রাতের দৃশ্য বর্ণনা করো।

উত্তর:
বক্তা অর্থাৎ এই কবিতার কবি রবীন্দ্রনাথ যখন শিশু ছিলেন তখনকার কলকাতার রাত ছিল অনেক বেশি অন্ধকারময়। তখন অলিতে-গলিতে এত উজ্জ্বল বিদ্যুতের আলো ছিল না। তখনকার দিনে গলি ছিল অন্ধকার, লোক চলাচল ছিল না বললেই চলে। গ্যাসের আলো জ্বলত মিটমিট করে। পাগড়িপরা পাহারাওলা হাতে লণ্ঠন নিয়ে বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে থাকত।

৫. বাক্য রচনা করো কোদাল, পাগড়ি, গলি, খুশি, ফেরিওয়ালা।

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

উত্তর:
কোদাল: মাটি কোপানোর জন্য কোদাল দরকার।
গলি: গলি রাস্তায় পথ হারিয়ে যাওয়ার ভয় থাকে।
পাগড়ি: পাগড়ি পরে পাহারাদার যায়।
খুশি: স্কুলের ছুটি পেয়ে ছেলে-মেয়েরা খুব খুশি হল।
ফেরিওয়ালা: ফেরিওয়ালা আইসক্রিম নিয়ে যাচ্ছে।

৬. এই কবিতায় এক শিশুর অনেক সাধের কথা আছে। তেমনি রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা যে কবিতায় ফুল, প্রদীপের আলো, পুকুরের জল এদের সাধের কথা আছে সেই কবিতাটির বিষয়ে নিজের ভাষায় ছয়টি বাক্য লেখো। এখানে প্রয়োজনে শিক্ষক/শিক্ষিকার সাহায্য নাও।

উত্তর: এইরকম একটি কবিতা হল ‘একদিন ভাবে ফুল’। এই কবিতায় ফুল ভাবে সে কবে উড়ে যাবে, একদিন সত্যি সত্যিই সে প্রজাপতি হয়ে উড়ে যায়। প্রদীপের আলো ভাবে সে কবে পালাবে। সত্যি সত্যিই একদিন সে জোনাকি হয়ে পালাল। পুকুরের জলও চুপ করে বসে থাকে। কিন্তু একদিন মাছ হয়ে সেও সাঁতার কেটে পালাল।

৭. “ওলা / ওয়ালা’ যোগে পাঁচটি শব্দ তৈরি করো : যেমন- ফেরিওলা’, ‘বাঁশিওয়ালা’।
উত্তর: বাড়িওয়ালা, চা-ওয়ালা, চুড়ি-ওয়ালা, দইওয়ালা, ঝুড়িওলা।

নীচের বাক্যগুলি থেকে কর্তা, কর্ম এবং ক্রিয়া নির্দিষ্ট স্থানে বসাও :
৯.১ মা তারে তো পরায় না সাফজামা।
৯.২ চিনের পুতুল ঝুড়িতে তার থাকে।
৯.৩ জানালা দিয়ে দেখি চেয়ে পথে।
৯.৪ ইচ্ছে করে পাহারাওয়ালা হয়ে গলির ধারে আপন মনে জাগি।

উত্তর:

কর্তাকর্মক্রিয়া
৯.১ মাসাফজামাপরায় না
৯.২ চিনের পুতুলথাকে
৯.৩(আমি) চেয়ে দেখি
৯.৪(আমি)পাহারাওয়ালাআপন মনে জাগি।

☛ সমস্ত অধ্যায়ের উত্তর পেতে: Click Here

👉 Subscribe Our YouTube Channel: Click Here
Class 4 Model Bengali 2022

Class 4 Bengali Model Activity Task Answer Class-4 Bengali Bichitro-Sadh Question-Answer

চতুর্থ শ্রেণী বাংলা

Class 4 বাংলা

Official Website: Click Here

Class-4 Bengali Bichitro-Sadh Question-Answer

চতুর্থ শ্রেণী বাংলা বিচিত্র সাধ প্রশ্ন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর

Class-4 Bengali Bichitro-Sadh Question-Answer

চতুর্থ শ্রেণী বিচিত্র সাধ প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর
চতুর্থ শ্রেণী বাংলা বিচিত্র সাধ প্রশ্ন উত্তর সমাধান

Class-4 Bengali Bichitro-Sadh Question-Answer

West Bengali Class 4 Bengali Question Answer

চতুর্থ শ্রেণী বিচিত্র সাধ প্রশ্ন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর

Class 4 Bangla Prosno Uttor

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

WBBSE Class 4 Bengali Book Pdf

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

Leave a Reply