Class-3 Third-Unit-Test Question Paribesh
3rd Unit Test: 2022
তৃতীয় শ্রেণী
বিষয়: পরিবেশ
পূর্ণমান: 50 সময়: 90 মিনিট
১. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ:
ক) রামধনু দেখা যায় বৃষ্টির (আগে / পরে / মাঝখানে)।
উত্তর: পরে।
খ) ধান গাছ, পাটগাছ এগুলো (প্রাকৃতিক / বনজ / কৃষি) সম্পদ।
উত্তর: কৃষি।
গ) বাড়ি তৈরি করা কে বলে (কুটির শিল্প / নির্মাণ শিল্প)।
উত্তর: নির্মাণ শিল্প।
ঘ) শিল্পের (কাঁচামাল/শ্রমিক/যন্ত্রপাতি) প্রকৃতি থেকে।
উত্তর: কাঁচামাল।
ঙ) কম্পিউটারের দোকান করা (প্রাচীন/লুপ্ত/নতুন) জীবিকা।
উত্তর: নতুন।
২. শূন্যস্থান পূরণ কর:
২.১ আলো সবসময়………………….… রেখায় চলে?
উত্তর: সরল।
২.২ ছায়ার উল্টোদিকে থাকে……………………?
উত্তর: আলো।
২.৩ যাযাবররা………………..… বাসা বানায় না?
উত্তর: স্থায়ী।
২.৪ পেঁয়াজ হল গাছের………….…?
উত্তর: মূল।
২.৫ …………………. হলো একটি পারিবারিক জীবিকা?
উত্তর: কর্মকার।
২.৬ শোধন করা ………………….. তেল থেকে কোন কোন সুতোর তৈরি উপাদান পাওয়া যায়।
উত্তর: খনিজ।
২.৭ বাড়ি তৈরির জন্য প্রকৃতি থেকে সরাসরি কাজে লাগানো যায় এমন একটি জিনিস হল ……………………….।
উত্তর: বাঁশ।
২.৮ তোমার বাবার বড় ভাইয়ের স্ত্রী তোমার …………………………. হন।
উত্তর: জেঠিমা।
৩. নিচের বেমানান শব্দটির নিচে দাগ দাও-
৩.১ জল,বায়ু ,মাটি ,ধোঁয়া, গাছ
উত্তর: ধোঁয়া।
৩.২ মেঘ, বৃষ্টি, বাজ, কুয়াশা
উত্তর: বাজ।
৩.৩ বই, খাতা, পেন ,বল
উত্তর: বল।
৩.৪ তুলসী, বাঁশ , বাসক, কালমেঘ
উত্তর: বাঁশ।
৪. সঠিক উত্তরটির পাশে ঠিক চিহ্ন এবং ভুল উত্তরটির পাশে কাটা চিহ্ন দাও:
৪.১ শীতকালে পায়ের গোড়ালি ফেটে যায়।
উত্তর: ঠিক।
৪.২ স্পিকিং- এ হাতের কোন কাজ হয় না।
উত্তর: ভুল।
৪.৩ অমাবস্যার রাতে আকাশে চাঁদ দেখা যায়।
উত্তর: ভুল।
৪.৪ জল দূষণের ফলে শ্বাসকষ্ট হয়।
উত্তর: ভুল।
৪.৫ যারা ছবি আঁকে তারা চিত্রশিল্পী।
উত্তর: ঠিক।
৫. নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও:
৫.১ শালিক পাখি শীত থেকে বাঁচার জন্য পালক কে কিভাবে ব্যবহার করে?
উত্তর: শালিক পাখি শীত থেকে বাঁচার জন্য পালককে ফুলিয়ে রাখে।
৫.২ কেন চোখের যত্ন নেওয়া প্রয়োজন?
উত্তর: চোখ আমাদের সবকিছু দেখতে শেখায়, চিনতে শেখায়, দেখতে সাহায্য করে। তাই চোখের যত্ন নেওয়া প্রয়োজন।
৫.৩ পাকা বাড়ির দেয়াল তৈরিতে কাজে লাগে এমন একটি উপাদানের নাম লেখ।
উত্তর: পাকা বাড়ি দেওয়াল তৈরিতে কাজে লাগে এমন একটি উপাদান হল- ইট।
৫.৪ পোস্ট অফিসের নাম্বারকে এক কথায় কি বলে।
উত্তর: পোস্ট অফিসের নম্বরকে এক কথায় পিন নম্বর বলে।
৫.৫ একটি লুপ্তপ্রায় জীবিকার নাম লেখ।
উত্তর: লুপ্ত প্রায় জীবিকার নাম হলো- শাখা ফেরি করা।
৬. নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্তে উত্তর দাও:
৬.১ কি কি কারণে মানুষ বাসস্থান পরিবর্তন করে?
উত্তর: নানা কারণে মানুষ বাসস্থান পরিবর্তন করে। যেমন-i) জীবিকা নির্বাহের কোন ভাল কাজের সন্ধানে।
ii) চাকরির সূত্রে।
iii) যেখানে বন্যা ভূমিকম্প হয় সেখানকার মানুষ বাসস্থান পরিবর্তন করে।
৬.২ কিভাবে নানারকম খাবার দেশে বিদেশে ছড়িয়ে পড়ে?
উত্তর: আগে স্থলভাগে শুধু বন ছিল। বনের ফল মূলের কোনটা খাদ্য তাকে দেখে খেয়ে বুঝত লোকেরা। না না জায়গার লোক না রকম খাদ্য চিনেছিল। দূরে দুটো ডাঙ্গার মধ্যে যোগাযোগ ছিল না। মাঝে ছিল সাগর। অর্থই জল। অনেক পরে বড় জাহাজ তৈরি করতে শিখলো মানুষ। তারপর এক দেশের লোক অন্য দেশে যেতে পারলো এবং সেই সঙ্গে নানা রকম খাবার ও ছড়িয়ে পড়লো দেশে- বিদেশে।
৬.৩ গাছ জন্মাতে গেলে কি কি দরকার হয়?
উত্তর: গাছ জন্মাতে গেলে আলো বাতাস, জল মাটি এবং সার দরকার হয়।
৬.৪ বড় রাস্তার পাশে বাড়ি থাকলে কি কি অসুবিধা হতে পারে?
উত্তর: বড় রাস্তার পাশে বাড়ি থাকলে অনেক অসুবিধা হতে পারে।
যেমন: i) যানবাহনের শব্দে জীবন অতিষ্ঠ হয়ে ওঠে।
ii) ঘর বাড়ি ধুলোবালিতে ভরে যায়।
iii) ভারি যান চলাচলের কম্পনে বাড়ির কাঠামোর ক্ষতি হতে পারে।
iv) বাড়িতে ছোট বাচ্চা থাকলে হঠাৎ বাড়ির বাইরে চলে এলে দুর্ঘটনাও ঘটে যেতে পারে।
৬.৫ বাড়ির বিভিন্ন কাজে তোমার পরিবারের অন্য সদস্যদের কিভাবে সাহায্য কর?
উত্তর: বাড়ির বিভিন্ন কাজের আমি আমার পরিবারের অন্য সদস্যদের সাহায্য করি। যেমন- কেউ খাবার জল চাইলে দিই। কিছু আনার দরকার হলে দোকানে যায়। কেউ বাড়ির বাইরে গেলে দরজায় ছিটকিনি দিই। কেউ এলে দরজা খুলে দিই। বাগানের একদিকের গাছে জল দিই। কারো অসুখ হলে মাথায় জল পটি দিয়ে দিই।
👉 সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here
👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here
You may also like: Class VII Notes
Class 3 3rd Unit Test পরিবেশ Question Paper Class 3 Third Unit Test পরিবেশ Suggestion Class 3 3rd Unit Test পরিবেশ Question Paper Class-3 Poribesh 3rd-Unit-Test Question
WBBSE Class 3 Model Question Paper Unit Test Question Paper পরিবেশ Class III পরিবেশ 3rd Unit Test Question Paper pdf Download Class-3 Poribesh Third-Unit-Test Question Answer
Official Website: Click Here
তৃতীয় শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্র
Class-3 Third-Unit-Test Question Paribesh
তৃতীয় শ্রেণীর পরিবেশ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এর প্রশ্নপত্র