Class-3 Bengali Third-Unit-Test Question 2022
3rd Unit Test
তৃতীয় শ্রেণী
বিষয়: বাংলা
পূর্ণমান: 40 সময়: 90 মিনিট
১. কোন প্রাণী কি খাবার খায় তা মিলিয়ে লেখো:
বাম স্তম্ভ | ডান স্তম্ভ |
কাঠবিড়ালি পিঁপড়ে হাতি পাখি হরিণ | কলা গাছ ঘাস বাদাম চিনির দানা পোকামাকড় |
উত্তর:
কাঠবিড়ালি —- বাদাম
পিঁপড়ে —- চিনির দানা
হাতি —- কলা গাছ
পাখি —- পোকামাকড়
হরিণ —- ঘাস
২. শূন্যস্থান পূরণ করো:
২.১ মাথায় সূর্য এসে ———————— (সোনার / রুপার / তামার) কাঠি ছোঁয়ায়।
উত্তর: সোনার।
২.২ ভুতটা —————– (লেবু / বেগুন / কুল) গাছের কাঁটায় আটকে গেল।
উত্তর: বেগুন।
২.৩ ঈশপের প্রভু ঈশপ কে —————- (এথেন্স / স্পার্টা / ডেলফি) নগরে পাঠিয়েছিলেন।
উত্তর: ডলফি।
২.৪ বুড়ি বললো চোর তোর —————— (পান্তা / পায়েস / পিঠে) খেয়েছে।
উত্তর: পান্তা।
২.৫ নিঘুম রাতে ————– (হুতুম / শালিক/ কাক) চেঁচায় হঠাৎ অশথ শাখে।
উত্তর: হুতুম।
৩. একটি বাক্যে উত্তর দাও:
৩.১ কল্পোলোক মানে কি?
উত্তর: কল্পোলোক মানে কল্পনার জগত।
৩.২ খরগোশ কার কাছে দৌড় প্রতিযোগিতায় হেরে গিয়েছিল?
উত্তর: খরগোশ কচ্ছপের কাছে দৌড় প্রতিযোগিতায় হেরে গিয়েছিল।
৩.৩ মা ও ছেলে কবিতার কবির নাম কি?
উত্তর: মা ও ছেলে কবিতার কবির নাম হলো রসময় লাহা।
৩.৪ কে কুটকুট করে বেগুন গাছের কচি পাতা খাচ্ছিল?
উত্তর: গুটি পোকা কুটকুট করে বেগুন গাছের কচি পাতা খাচ্ছিল।
৩.৫ ঈশপের প্রভু কে ছিলেন?
উত্তর: ঈশপের প্রভু ছিলেন রাজা ক্রোসাস।
৩.৬ শরৎকালে বাঙালিদের কি কি উৎসব হয়?
উত্তর: শরৎকালে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা, লক্ষ্মীপূজা এবং ঈদ হয়।
৩.৭ কার লেজ কাটারির আঘাতে কেটে গিয়েছিল?
উত্তর: কাঠবিড়ালির ছোট্ট লেজ কাটারির আঘাতে কেটে গিয়েছিল।
৩.৮ কোন স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের সঙ্গে মিশে থাকে?
উত্তর: একমাত্র অ ব্যঞ্জনবর্ণের সঙ্গে মিশে থাকে কারণ অ এর আলাদা কোন স্বরচিহ্ন নেই।
৩.৯ বলাকা বলতে কী বোঝো?
উত্তর: বক বা অন্য সাদা পাখির ঝাঁককে বলাকা বলা হয়।
৩.১০ হিংসুটির দিদির বয়স কত?
উত্তর: হিংসুটির দিদির বয়স আট বছর।
৪. সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও:
৪.১ বৃষ্টি নামার পর ভুতের অবস্থা কেমন হয়েছিল?
উত্তর: বৃষ্টি নামার পর ভুতের জারি জুড়ি ফাঁস হয়ে গেল। তার নাক, মুখ, চোখ দিয়ে দরদর করে জলে গোলা রং বেরিয়ে এলো। শেষে দেখা গেল ভূতবাবাজি হল কাকুর খবরের কাগজের ছেড়া পাতা।
৪.২ শরতকালে প্রকৃতির রূপ কেমন থাকে?
উত্তর: শরৎকালে আবহাওয়ার গরম ভাবটা কমে আসে। নীল আকাশে পেজা তুলোর মতো সাদা মেঘ ভেসে বেড়ায়। সাদা আকাশ ফুলের চামর দুলিয়ে আর শিউলি ফুলের গন্ধ ছড়িয়ে প্রকৃতি মা যেন দুর্গা মায়ের মর্তে আসার খবর ছড়িয়ে দেয়।
৪.৩ হাতে কেন চাষির ফসলের ক্ষেত নষ্ট করে দিয়েছিল?
উত্তর: হাতির কানের ভিতর হঠাৎ একটা ছোট্ট পাখি ঢুকে ফরফর করতে থাকলে তার কান ব্যথা করতে লাগলো। মাথা ঝাঁকিয়ে হাতি ভয় পেয়ে ছুটতে থাকলো। ছুটতে ছুটতে এসে থামল এক চাষীর ফসলের খেতে। তার বিশাল দেহ আর গোদা গোদা পায়ের চাপে চাষীর সব ফসল নষ্ট হয়ে গেল।
৪.৪ দেশের প্রতি তোমার অনুভূতির কথা চার- পাঁচটি বাক্যে লেখ।
উত্তর: দেশ হল নিজেদের মায়ের মত। মা যেমন বুকে দুধ খাইয়ে, স্নেহ ভালোবাসা দিয়ে সন্তানকে বড় করে তোলে, দেশ মা ও তেমনি ফুল, ফল, শস্য, জল হাওয়ায় সবাইকে বড় করে তোলে। তাই দেশের প্রতি আমারও কর্তব্য রয়েছে। দেশ ও দেশের মানুষের সেবা করার জন্য আমি সব সময় প্রস্তুত থাকবো। সব সময় চেষ্টা করব দেশের মাথা হেট হয় এমন কাজ না করার।
৪.৫ ঈশপের প্রভু ইসপকে কোথায় পাঠিয়েছিলেন? সেই জায়গাটি কেন বিখ্যাত ছিল?
উত্তর: রাজা ক্রোসাস ইসপ কে ডেলফিতে পাঠিয়েছিলেন।
ডেলফির পুরোহিতরা ভবিষ্যৎ বাণীর জন্য বিখ্যাত ছিলেন।
৪.৬ তুমি কি রূপকথার গল্প পছন্দ করো? যদি পছন্দ করো তবে কেন পছন্দ করো লেখো। কোন রূপকথা কি তুমি শুনেছ? শুনলে কার কাছ থেকে শুনেছ?
উত্তর: হ্যাঁ, আমি রূপকথার গল্প পছন্দ করি। বাস্তবে যা করতে পারি না অথচ মন খুব চাই সেগুলো করতে, রূপকথার কল্পনার জগতে সেই আশা পূরণ হয়। তাই রূপকথার গল্প আমার খুব ভালো লাগে। হ্যাঁ, রূপকথার বেশ কয়েকটি গল্প আমি শুনেছি। আমার ঠাকুমার কাছে আমি রোজ রূপকথার গল্প শুনি।
৪.৭ ব্যঞ্জনধ্বনি কাকে বলে?
উত্তর: যে ধ্বনি একা একা উচ্চারিত হতে পারে না, উচ্চারিত হওয়ার জন্য স্বরধ্বনির সাহায্যে দরকার হয় তাকে বলা হয় ব্যঞ্জনধ্বনি। অথবা, যে ধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু মুখ বিরলে কোন না কোন ভাবে বাধা পায়, তাকে ব্যঞ্জনধ্বনি বলা হয়।
৪.৮ ইংরেজি ভাষায় i- এর বিভিন্ন উচ্চারণের উদাহরণ দাও।
উত্তর: ink- এ i এর উচ্চারণ ই।
ice- এ i এর উচ্চারণ আই।
Bird- এ i এর উচ্চারণ আ।
৪.৯ রাজার কাছে হাজির করল? (কেন?কাকে?কিভাবে?)
উত্তর: চোর রোজ চুরি করে পান্তাবুড়ির পান্তা খেয়ে যেত বলে সে লোকজন ডেকে, চোরকে বেঁধে রাজার কাছে হাজির করলো।
৪.১০ তুমি কি হিংসুটির মতো হতে চাও? কেন চাও বা চাও না, তা লেখ।
উত্তর: না, আমি কখনো হিংসুটির মতো হতে চাই না। সবকিছুতে হিংসা করা কিংবা ঝগড়া করা মোটেই ভালো কাজ নয়। যদি নিজেকে প্রাইজ পেতে হয় তাহলে ভালো পড়াশোনা করতে হবে। তা না করে অন্যের প্রাইজ দেখে হিংসে করলে কোন লাভ নেই। আবার আমাকে যা খাবার দেওয়া হবে আমি তাতেই সন্তুষ্ট থাকব। ভাই বা বোনের খাবারের দিকে হাত বাড়াবো না। আর সবচেয়ে বড় কথা, রাগ বা হিংসে করে কোন জিনিসপত্র নষ্ট করা ছোট মনের পরিচয়।
৫. বাক্য রচনা কর: খাঁটি, শুকনো, কুলঙ্গি ,চরকা
উত্তর:
৫.১ খাঁটি শোনায় গয়না তৈরি হয় না, খাদ মেশাতে হয়।
৫.২ শুকনো ডালে ভর দিও না, ভেঙে পড়ে যাবে।
৫.৩ কুলঙ্গিতে রাখা লক্ষীর ভারে মা প্রতি বৃহস্পতিবার পয়সা রাখেন।
৫.৪ গান্ধীজী নিজের হাতে চরকায় সুতো কাটতেন।
৬. নিচের প্রশ্নগুলির উত্তর দাও:
৬.১ বাংলা ভাষায় স্বরবর্ণ কি কি?
উত্তর: বাংলা ভাষায় স্বরবর্ণ হল ১১ টি।
৬.২ দিস্বর কাদের বলা হয়?
উত্তর: যে স্বরধ্বনির মধ্যে দুটি স্বরধ্বনি থাকে তাকে দিস্বর বলে।
👉 সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here
👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here
You may also like: Class VII Notes
Class 3 Third Unit Test Bengali Question Paper Class 3 Third Unit Test Bengali Suggestion Class 3 Second Unit Test Bengali Question Paper Class-3 Bengali 3rd-Unit-Test Question
WBBSE Class 3 Model Question Paper Unit Test Question Paper Bengali Class III Bengali Third Unit Test Question Paper pdf Download Class-3 Bengali Third-Unit-Test Question
Official Website: Click Here
তৃতীয় শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের বাংলা বিষয়ের প্রশ্নপত্র