Class 10 Model Activity Task Physical Science Part-9
এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া দশম শ্রেণীর ‘ভৌত বিজ্ঞান’ বিষয়ের ‘Model Activity Task Part- 9 January, 2022’ এর প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।
Class 10 Model Activity Task Physical Science Part-9
দশম শ্রেণী
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
January, 2022
বিষয়: ভৌত বিজ্ঞান পূর্ণমান: ২০
১. ঠিক উত্তর নির্বাচন করো :
১.১ নীচের যেটি গ্রিনহাউস গ্যাস তা হলো –
(ক) N₂ (খ) O₂ (গ) N₂O (ঘ) H₂
উত্তর: (গ) N₂O
১.২ যে গ্যাসটি গ্রিনহাউস গ্যাস এবং যার জলীয় দ্রবণ আম্লিক সেটি হলো –
(ক) CH₄ (খ) N₂O (গ) CO₂ (ঘ) CFC
উত্তর: (খ) N₂O
১.৩ যে গ্যাসটি ওজোন স্তরের ক্ষতি করে না সেটি হলো –
(ক) N₂ (খ) N₂O (গ) NO (ঘ) NO₂
উত্তর: (ক) N₂
২. নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করো:
২.১ বায়ুমন্ডলে গ্রিনহাউস গ্যাসের একটি স্তর আছে বলেই গ্রিনহাউস এফেক্ট ঘটছে।
উত্তর: সত্য
২.২ ফসিল ফুয়েল পোড়াবার ফলে সৃষ্ট CO₂ গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রধান কারণ।
উত্তর: সত্য
২.৩ পৃথিবীর বায়ুমন্ডলের প্রধান উপাদান গ্যাস দুটি গ্রিনহাউস গ্যাস নয়।
উত্তর: মিথ্যা
২.৪ উত্তপ্ত মাটি যে ইনফ্রারেড রশ্মি ছেড়ে দেয় তার তরঙ্গদৈর্ঘ্য সূর্য থেকে আগত ইনফ্রারেডের তরঙ্গদৈর্ঘ্যের চেয়ে কম।
উত্তর: মিথ্যা
২.৫ কম শক্তির অতিবেগুনি রশ্মি শোষণে ওজোনের অণু অক্সিজেন অণু ও অক্সিজেন পরমাণুতে ভেঙে যায়।
উত্তর: সত্য
৩. সংক্ষিপ্ত উত্তর দাও :
৩.১ গ্লোবাল ওয়ার্মিংয়ের দুটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো।
উত্তর: গ্লোবাল ওয়ার্মিং এর ক্ষতিকর প্রভাব গুলি হল-
(i) গড় উষ্ণতা বৃদ্ধি: এই শতাব্দীর মাঝামাঝি নাগাদ পৃথিবীর উষ্ণতা অন্ততপক্ষে 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড এর মত বৃদ্ধি পাবে,
(ii) সমুদ্রের জলতল বৃদ্ধি: ভূপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধির ফলে মেরু অঞ্চলে থাকা বরফের স্তুপ গুলির গলে যাছে ।ফলে ভবিষ্যতে সমুদ্রের জল আরাে বৃদ্ধি পেতে পারে। যার ফলে সমুদ্র উপকূলে থাকা শহর অঞ্চল গুলি প্লাবিত হতে পারে।
৩.২ ‘গ্রিন হাউস এফেক্ট না থাকলে পৃথিবীতে প্রাণসৃষ্টির উপযুক্ত উষ্ণতা সৃষ্টি হত না’ – যুক্তিসহ সমর্থন করো।
উত্তর: বায়ুমন্ডলে উপস্থিত C02, CH4, NO2, CFC, জলীয়বাষ্প ইত্যাদি গ্রীন হাউস গ্যাস পৃথিবীপৃষ্ঠ থেকে অবলােহিত রশ্মি রূপে বিকিরিত তাপকে মহাশূন্যে বিলীন হতে দেয় না। এর ফলে ভূপৃষ্ঠ ও তার সংলগ্ন বায়ুমণ্ডল এমন এক উষ্ণতা সীমার মধ্যে (15°C) উত্তপ্ত থাকে, মানুষসহ সমগ্র জীবজগতের বেঁচে থাকার পক্ষে অনুকূল। বায়ুমন্ডলে গ্রিন হাউস গ্যাস গুলি না থাকলে গ্রীন হাউস প্রভাব ঘটতাে না। এর ফলে পৃথিবীপৃষ্ঠ ও সংলগ্ন বায়ুমণ্ডলের উষ্ণতা খুবই কম হয়।এই উষ্ণতায় পৃথিবীপৃষ্ঠের জীবকুলের বেঁচে থাকা অসম্ভব হত। এইভাবে জীবকুলের অস্তিত্ব গ্রীন হাউস প্রভাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
৩.৩ ওজোনস্তরের ক্ষতি হলে জীবজগতের যেসব ক্ষতি হবে তার দুটি উল্লেখ করো।
উত্তর: ওজোন স্তরের ক্ষতি হলে জীবজগতের যে সমস্ত প্রভাব গুলি হবে তা হল-
(i) UV রশ্মি মানুষের কোষে অবস্থিত DNA দ্বারা শােষিত হয়। এতে ত্বক পুড়ে যায়। ত্বকে ক্যান্সার হতে পারে।
(ii) UV এর প্রভাবে সালােকসংশ্লেষ ব্যাহত হতে পারে।
৪. নীচের প্রশ্ন দুটির উত্তর দাও :
৪.১ কাচের গ্রিনহাউসের মধ্যের বাতাস বাইরের বাতাসের তুলনায় অপেক্ষাকৃত গরম থাকে যে যে কারণে সেগুলো ব্যাখ্যা করো।
উত্তরঃ কাচের গ্রীন হাউজ এর মধ্যে বাতাস বাইরের বাতাসে তুলনায় অপেক্ষাকৃত গরম থাকে কারণ গুলি হল- কাচের ভেতরে থাকা বায়ু বাইরের বায়ুর সংস্পর্শে আসতে পারে না, যার জন্য বায়ু ওই সীমিত স্থানের মধ্যে আবদ্ধ থাকে। সূর্যের আলাে থেকে আগত তাপ কাচের ভেতরে থাকা বায়ুতে কিছু পরিমাণ শােষিত হয় এবং কাচের ঘরের SCIENCE ভেতরে ভূপৃষ্ঠ দ্বারা বিকিরিত তাপকে, বায়ুতে উপস্থিত গ্যাস গুলি পুনরায় শােষণ করে। ওই ঘরের মধ্যেই তাপ কে আবদ্ধ রাখে। কিন্তু বাইরের বায়ু অনেকটা বেশি অঞ্চল জুড়ে স্থানান্তরিত হওয়ার সুযােগ থাকে,যার জন্য কাচের ঘরের বায়ুর তুলনায় শীতল হয়।
৪.২ ওজোনস্তরের পক্ষে ক্ষতিকারক এমন একটি গ্যাসের নাম লেখো। ওজোনস্তরে ‘ছিদ্র’ হওয়ার প্রকৃত অর্থ কী কী তা ব্যাখ্যা করো।
উত্তরঃ ওজোন স্তরের পক্ষে ক্ষতিকারক একটি গ্যাস হল CFC, ওজোন স্তরে হওয়ার প্রকৃত অর্থ হলাে ওজোন স্তরের বিনষ্টকরণ। ওজোন স্তরের বিনষ্টকরণ ধ্বংসের কারণ নিম্নে দেওয়া হলঃ শীততাপ নিয়ন্ত্রণ এর মেশিন, রেফ্রিজারেটর ইত্যাদিতে ব্যবহৃত ক্লোরােফ্লোরাে কার্বন (CFC) বাম্পায়িত হয়ে স্ট্রাটোস্ফিয়ার এর প্রবেশ করে সক্রিয় ক্লোরিন পরমাণু উৎপন্ন করে।এই সক্রিয় ক্লোরিন পরমাণুর ক্রিয়ায় ওজোন স্তরের ভাঙ্গন ঘটে অর্থাৎ বিনষ্ট হয়।
বিক্রিয়া: CFCl3 ——→ FCl2 + Cl
03 + C; ——-→ ClO +02
☛ সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here
You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।
Class 10 Model Activity Task Physical Science Part-9 January, 2022
Official Website: Click Here
Class 10 Model Activity Task Physical Science Part-1 January, 2022
Class 10 Physical Science Model Activity Task Part-9 January, 2022
Madhyamik Physical Science suggestion 2022. Madhyamik Model Activity Task Physical Science
Class 10 Model Activity Task Physical Science Part-9 Class 10 Model Activity Task Physical Science Part-9