Class 10 History MCQ Adaption Package

Categories: Uncategorized

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

Class 10 History MCQ Adaption Package

Class 10 বহুবিকল্পভিত্তিক প্রশ্ন: পরিচিতি ও অনুশীলন: ইতিহাস

Class 10 History MCQ Adaption Package

১.সরকারি মহাফেজখানায় সংরক্ষিত থাকে –
উত্তর: ঘ) উপরের সবকটি ঠিক

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now

২. উমেশচন্দ্র দত্ত সম্পাদিত বামাবোধিনী একটি সাময়িক পত্র। কারণ এটি –
উত্তর: খ) মাসিক পত্রিকা

৩.নারীশিক্ষা ও অধিকারের সঙ্গে নীচে দেওয়া কোন বিকল্পটি যুক্ত নয় –
উত্তর: গ) ফিমেল জুভেনাইল সোসাইটি

৪. ঔপনিবেশিক শিক্ষার মূল উদ্দেশ্য ছিল –
উত্তর: ঘ) প্রশাসনিক সুবিধার্থে কেরানি তৈরি করা

৫. ১৮৫৭- র বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলা হলে নীচে দেওয়া বিকল্পগুলির মধ্যে কোনটিকে তুমি যুক্তি হিসাবে বেছে নেবে?
উত্তর: ক) বিট্রিশ বাহিনীর সিপাহিরা প্রথম এই বিদ্রোহ শুরু করেছিল

৬.ছাপখানার বিকাশের সাথে নীচে দেওয়া বিকল্পগুলির মধ্যে কোনটি /কোনগুলি সম্পর্কিত?
উত্তর: ক) ¡,¡¡,¡¡¡ ঠিক

৭.বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল –
উত্তর: খ) খাজনা হ্রাসের দাবিতে

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

৮.বিংশ শতকে ব্রিটিশ বিরোধী কোন কোন আন্দোলনে কৃষকদের সক্সীয় অংশগ্রহণ লক্ষ্য করা গিয়েছিল –
উত্তর:
খ) ¡,¡¡,¡¡¡ ঠিক

৯.উনিশ শতককে সভাসমিতির যুগ বলে অভিহিত করা হয়। কারণ এ সময় –
উত্তর:ক) বিভিন্ন রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে

১০.গগনেন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গচিত্রে হাতিয়ার হিসাবে ব্যবহার করেছিলেন –
উত্তর:ক) ¡,¡¡ ঠিক

১১.দেশীয় রাজ্যগুলির মধ্যে আয়তনে সবচেয়ে বড়ো ছিল-
উত্তর: গ) হায়দ্রাবাদ

১২.রাজ্য পুনর্গঠন কমিশন (১৯৫৩ খ্রীঃ) গঠন করা হয়েছিল –
উত্তর:খ) অঙ্গরাজ্যগুলির সীমানা নির্ধারণের জন্য

১৩.ব্রিটিশ সরকার কমিউনিস্ট নেতাদের গ্ৰেপ্তার করলে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়। উদ্দেশ্য ছিল-
উত্তর: ক) ¡,¡¡ ঠিক

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

১৪.সাঁওতালরা কেন ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল?
উত্তর: ঘ) উপরের সবকটি ঠিক

১৫.শচীন্দ্রপ্রসাদ বসু অ্যান্টি- সার্কুলার সোসাইটি গড়ে তোলেন-
উত্তর: ক) বিতারিত ছাত্রদের শিক্ষাদানের উদ্দেশ্য

১৬.জুনাগড় রাজ্যটি ভারতের অন্তর্ভুক্ত হয়-
উত্তর: খ) ১৯৪৮ খ্রিস্টাব্দে

১৭.ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিল –
উত্তর: গ) ভারত সভা

১৮. ১৮৭২ খ্রিস্টাব্দে ইংরেজ সরকার প্রবর্তিত তিন আইন- এর অন্তর্ভুক্ত ছিল না-
উত্তর:ঘ) সতীদাহ

☛ সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here

You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

Official Website: Click Here

অতিরিক্ত MCQ প্রশ্ন উত্তর

১. ১৮৭২ খ্রিস্টাব্দে ইংরেজ সরকার প্রবর্তিত তিন আইনের অন্তর্ভুক্ত ছিল না-
ক) অন্ত্যজ বিবাহ
খ) বাল্যবিবাহ নিষিদ্ধ
গ) বিধবা বিবাহ
ঘ) সতীদাহ
উত্তর: ঘ) সতীদাহ

২. সতীদাহ প্রথা প্রথম নিষিদ্ধ করেন-
ক) লর্ড কর্নওয়ালিস
খ) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
গ) লর্ড ডালহৌসি
ঘ) লর্ড কার্জন
উত্তর: খ) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক

৩. বিধবা বিবাহ আইন চালু হয় কত সালে?
ক) ১৮৪৫
খ) ১৮৫৬
গ) ১৮৬৫
ঘ) ১৮৭২
উত্তর: খ) ১৮৫৬

৪. বিধবা বিবাহ আইন প্রবর্তনের জন্য কার অবদান সবচেয়ে বেশি?
ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ) রামমোহন রায়
গ) দেবেন্দ্রনাথ ঠাকুর
ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
উত্তর: ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

৫. কোনটি রামমোহন রায়ের অন্যতম সংস্কার আন্দোলন ছিল?
ক) বিধবা বিবাহ
খ) সতীদাহ প্রথা বন্ধ
গ) বাল্যবিবাহ নিষিদ্ধ
ঘ) আন্তর্জাতিক বাণিজ্য
উত্তর: খ) সতীদাহ প্রথা বন্ধ

৬. ১৮২৮ সালে রামমোহন রায় প্রতিষ্ঠা করেছিলেন-
ক) আর্য সমাজ
খ) ব্রাহ্ম সমাজ
গ) তত্ত্ববোধিনী সভা
ঘ) ধর্মসভা
উত্তর: খ) ব্রাহ্ম সমাজ

৭. “বাল্যবিবাহ নিষিদ্ধ আইন” প্রবর্তিত হয় কত সালে?
ক) ১৮৮১
খ) ১৮৯১
গ) ১৯২৯
ঘ) ১৯৩৭
উত্তর: গ) ১৯২৯

৮. “শারদা আইন” নামে পরিচিত কোনটি?
ক) বিধবা বিবাহ আইন
খ) বাল্যবিবাহ নিষিদ্ধ আইন
গ) সতীদাহ প্রথা নিষিদ্ধ আইন
ঘ) অন্ত্যজ বিবাহ আইন
উত্তর: খ) বাল্যবিবাহ নিষিদ্ধ আইন

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

৯. নিচের কোন আইনটি লর্ড ডালহৌসি প্রবর্তন করেন?
ক) ডক্ট্রিন অফ ল্যাপস
খ) সতীদাহ প্রথা
গ) বিধবা বিবাহ
ঘ) চাষিদের দাসত্ব বিলোপ
উত্তর: ক) ডক্ট্রিন অফ ল্যাপস

১০. কবে “সতীদাহ প্রথা” নিষিদ্ধ হয়?
ক) ১৮১৮
খ) ১৮২৯
গ) ১৮৩৩
ঘ) ১৮৫৬
উত্তর: খ) ১৮২৯

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

Leave a Reply