Class 10 History MCQ Adaption Package
Class 10 বহুবিকল্পভিত্তিক প্রশ্ন: পরিচিতি ও অনুশীলন: ইতিহাস
Class 10 History MCQ Adaption Package
১.সরকারি মহাফেজখানায় সংরক্ষিত থাকে –
উত্তর: ঘ) উপরের সবকটি ঠিক
২. উমেশচন্দ্র দত্ত সম্পাদিত বামাবোধিনী একটি সাময়িক পত্র। কারণ এটি –
উত্তর: খ) মাসিক পত্রিকা
৩.নারীশিক্ষা ও অধিকারের সঙ্গে নীচে দেওয়া কোন বিকল্পটি যুক্ত নয় –
উত্তর: গ) ফিমেল জুভেনাইল সোসাইটি
৪. ঔপনিবেশিক শিক্ষার মূল উদ্দেশ্য ছিল –
উত্তর: ঘ) প্রশাসনিক সুবিধার্থে কেরানি তৈরি করা
৫. ১৮৫৭- র বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলা হলে নীচে দেওয়া বিকল্পগুলির মধ্যে কোনটিকে তুমি যুক্তি হিসাবে বেছে নেবে?
উত্তর: ক) বিট্রিশ বাহিনীর সিপাহিরা প্রথম এই বিদ্রোহ শুরু করেছিল
৬.ছাপখানার বিকাশের সাথে নীচে দেওয়া বিকল্পগুলির মধ্যে কোনটি /কোনগুলি সম্পর্কিত?
উত্তর: ক) ¡,¡¡,¡¡¡ ঠিক
৭.বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল –
উত্তর: খ) খাজনা হ্রাসের দাবিতে
৮.বিংশ শতকে ব্রিটিশ বিরোধী কোন কোন আন্দোলনে কৃষকদের সক্সীয় অংশগ্রহণ লক্ষ্য করা গিয়েছিল –
উত্তর:
খ) ¡,¡¡,¡¡¡ ঠিক
৯.উনিশ শতককে সভাসমিতির যুগ বলে অভিহিত করা হয়। কারণ এ সময় –
উত্তর:ক) বিভিন্ন রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে
১০.গগনেন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গচিত্রে হাতিয়ার হিসাবে ব্যবহার করেছিলেন –
উত্তর:ক) ¡,¡¡ ঠিক
১১.দেশীয় রাজ্যগুলির মধ্যে আয়তনে সবচেয়ে বড়ো ছিল-
উত্তর: গ) হায়দ্রাবাদ
১২.রাজ্য পুনর্গঠন কমিশন (১৯৫৩ খ্রীঃ) গঠন করা হয়েছিল –
উত্তর:খ) অঙ্গরাজ্যগুলির সীমানা নির্ধারণের জন্য
১৩.ব্রিটিশ সরকার কমিউনিস্ট নেতাদের গ্ৰেপ্তার করলে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়। উদ্দেশ্য ছিল-
উত্তর: ক) ¡,¡¡ ঠিক
১৪.সাঁওতালরা কেন ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল?
উত্তর: ঘ) উপরের সবকটি ঠিক
১৫.শচীন্দ্রপ্রসাদ বসু অ্যান্টি- সার্কুলার সোসাইটি গড়ে তোলেন-
উত্তর: ক) বিতারিত ছাত্রদের শিক্ষাদানের উদ্দেশ্য
১৬.জুনাগড় রাজ্যটি ভারতের অন্তর্ভুক্ত হয়-
উত্তর: খ) ১৯৪৮ খ্রিস্টাব্দে
১৭.ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিল –
উত্তর: গ) ভারত সভা
১৮. ১৮৭২ খ্রিস্টাব্দে ইংরেজ সরকার প্রবর্তিত তিন আইন- এর অন্তর্ভুক্ত ছিল না-
উত্তর:ঘ) সতীদাহ
☛ সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here
You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।
Official Website: Click Here
অতিরিক্ত MCQ প্রশ্ন উত্তর
১. ১৮৭২ খ্রিস্টাব্দে ইংরেজ সরকার প্রবর্তিত তিন আইনের অন্তর্ভুক্ত ছিল না-
ক) অন্ত্যজ বিবাহ
খ) বাল্যবিবাহ নিষিদ্ধ
গ) বিধবা বিবাহ
ঘ) সতীদাহ
উত্তর: ঘ) সতীদাহ
২. সতীদাহ প্রথা প্রথম নিষিদ্ধ করেন-
ক) লর্ড কর্নওয়ালিস
খ) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
গ) লর্ড ডালহৌসি
ঘ) লর্ড কার্জন
উত্তর: খ) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
৩. বিধবা বিবাহ আইন চালু হয় কত সালে?
ক) ১৮৪৫
খ) ১৮৫৬
গ) ১৮৬৫
ঘ) ১৮৭২
উত্তর: খ) ১৮৫৬
৪. বিধবা বিবাহ আইন প্রবর্তনের জন্য কার অবদান সবচেয়ে বেশি?
ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ) রামমোহন রায়
গ) দেবেন্দ্রনাথ ঠাকুর
ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
উত্তর: ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৫. কোনটি রামমোহন রায়ের অন্যতম সংস্কার আন্দোলন ছিল?
ক) বিধবা বিবাহ
খ) সতীদাহ প্রথা বন্ধ
গ) বাল্যবিবাহ নিষিদ্ধ
ঘ) আন্তর্জাতিক বাণিজ্য
উত্তর: খ) সতীদাহ প্রথা বন্ধ
৬. ১৮২৮ সালে রামমোহন রায় প্রতিষ্ঠা করেছিলেন-
ক) আর্য সমাজ
খ) ব্রাহ্ম সমাজ
গ) তত্ত্ববোধিনী সভা
ঘ) ধর্মসভা
উত্তর: খ) ব্রাহ্ম সমাজ
৭. “বাল্যবিবাহ নিষিদ্ধ আইন” প্রবর্তিত হয় কত সালে?
ক) ১৮৮১
খ) ১৮৯১
গ) ১৯২৯
ঘ) ১৯৩৭
উত্তর: গ) ১৯২৯
৮. “শারদা আইন” নামে পরিচিত কোনটি?
ক) বিধবা বিবাহ আইন
খ) বাল্যবিবাহ নিষিদ্ধ আইন
গ) সতীদাহ প্রথা নিষিদ্ধ আইন
ঘ) অন্ত্যজ বিবাহ আইন
উত্তর: খ) বাল্যবিবাহ নিষিদ্ধ আইন
৯. নিচের কোন আইনটি লর্ড ডালহৌসি প্রবর্তন করেন?
ক) ডক্ট্রিন অফ ল্যাপস
খ) সতীদাহ প্রথা
গ) বিধবা বিবাহ
ঘ) চাষিদের দাসত্ব বিলোপ
উত্তর: ক) ডক্ট্রিন অফ ল্যাপস
১০. কবে “সতীদাহ প্রথা” নিষিদ্ধ হয়?
ক) ১৮১৮
খ) ১৮২৯
গ) ১৮৩৩
ঘ) ১৮৫৬
উত্তর: খ) ১৮২৯