Class-10 Geography Second-Unit-Test Suggestion
প্রিয় ছাত্রছাত্রীরা,
তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ আগস্ট, ২০২২ থেকে ৮ সেপ্টেম্বর, ২০২২ এর মধ্যে। তোমাদের সুবিধার্থে আমরা আমাদের ওয়েবসাইটে সকল বিষয়ের প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কয়েকটি মডেল প্রশ্নপত্র শেয়ার করলাম। তোমরা পাঠ্য বইটি ভালো মতো পড়ে নীচের প্রশ্নগুলির উত্তর খাতায় লিখে রাখবে। কোনো প্রশ্নের উত্তর করতে অসুবিধা হলে কমেন্ট করে জানাও।
2nd Unit Test
দশম শ্রেণী
বিষয়: ভূগোল
পূর্ণমান: 40 সময়: 90 মিনিট
প্রশ্নমান: ৫
১. পৃথিবীর স্থায়ী বায়ুচাপ বলয়গুলির সচিত্র বর্ণনা দাও।
২. পরিচলন বৃষ্টি ও শৈলোৎক্ষেপ বৃষ্টির চিত্রসহ বিবরণ দাও।
৩. ভারতে চা উৎপাদনের অনুকূল পরিবেশগুলি আলোচনা করো।
৪. বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের পাঁচটি কারণ আলোচনা করো।
৫. ভারতের বিভিন্ন অঞ্চলের জনবণ্টনের তারতম্যের পাঁচটি কারণ আলোচনা করো।
৬. ভারতের নগরায়ণের সমস্যাগুলি সম্পর্কে আলোচনা করো।
৭. পশ্চিম ভারতে পেট্রোরাসায়নিক শিল্প অধিক উন্নত হওয়ার কারণ কী?
৮.পূর্ব ও মধ্য ভারতে লৌহ-ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ কী?
প্রশ্নমান: ৩
১. পার্থক্য লেখো:
(i) ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাত
(ii) সমুদ্রস্রোত ও সমুদ্রতরঙ্গে
(iii) স্থলবায়ু ও সমুদ্রবায়ু
(iv) ভরাকোটাল ও মরাকোটাল
(v) মুখ্য ও গৌণ জোয়ার
২. পূর্ণিমার জোয়ারের তুলনায় অমাবস্যার জোয়ার বেশি শক্তিশালী কেন?
৩. কোনো একটি স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান ২৪ ঘন্টা ৫২ মিনিট হয় কেন?
৪. বিশ্ব উষ্ণায়নের তিনটি প্রভাব ব্যাখ্যা করো।
৫. সমুদ্রস্রোতের উৎপত্তিতে নিয়তবায়ুর প্রভাব বর্ণনা করো।
৬. আয়নবায়ু কীভাবে, কোন কোন চাপ বলয়ের সঙ্গে সম্পর্কযুক্ত?
৭. সমুদ্রস্রোত কয়প্রকার ও কী কী? বানডাকা কাকে বলে?
৮. মগ্নচড়াগুলিতে মৎস্য আহরণ কেন্দ্র গড়ে উঠেছে কেন?
প্রশ্নমান: ২
১. গর্জনশীল চল্লিশা বলতে কী বোঝো?
২. ফেরেলের সূত্র কী?
৩. কাকে ‘আধুনিক শিল্পদানব’ বলা হয় এবং কেন?
৪. সোনালি চতুর্ভুজ’ বলতে কী বোঝো?
৫. কাকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় এবং কেন?
৬. ভারতীয় কৃষির দুটি বৈশিষ্ট্য লেখো।
৭. আউটসোর্সিং কী?
৮. অনুসারী শিল্প কাকে বলে?
৯. নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাতের আধিক্য কেন দেখা যায়?
১০. তাপ বিষুবরেখা কাকে বলে?
১১. হিমপ্রাচীর কাকে বলে?
১২. আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে?
১৩. নিরক্ষীয় জলবায়ুর দুটি বৈশিষ্ট্য লেখো।
১৪. উচ্চস্থান শীতল হওয়ার কারণ কী?
১৫. অ্যালবেডো কাকে বলে?
১৬. মৌসুমি বায়ু কিভাবে ভারতীয় কৃষিকে নিয়ন্ত্রণ করে?
১৭. সবুজ বিপ্লব কাকে বলে?
১৮. ভরাকোটালকে সর্বোচ্চ জোয়ার বলে কেন?
১৯. ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ কী?
২০. শিকড়-আলগা শিল্প কাকে বলে?
২১. আইসোথার্মাল অঞ্চল কাকে বলে?
২২. হ্যাডলির কক্ষ কী?
২৩. শস্যাবর্তন পদ্ধতি বলতে কী বোঝো?
👉 সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here
👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here
Class-10 Geography Second-Unit-Test Suggestion
Class 10 Second Unit Test Geography Question Paper Class 10 Second Unit Test Geography Suggestion Class 10 Second Unit Test Geography Question Paper Class-10 Geography Second-Unit-Test Suggestion
WBBSE Class 10 Model Question Paper Unit Test Question Paper Geography Class X Geography Second Unit Test Question Paper pdf Download Madhyamik Geography Suggestion Class-10 Geography Second-Unit-Test Suggestion
Official Website: Click Here
দশম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র
Class-10 Geography Second-Unit-Test Suggestion