বারদৌলি সত্যাগ্রহ কবে হয়েছিল, কোথায় হয়েছিল, কে নেতৃত্ব দেন? তাৎপর্য আলোচনা।
বারদৌলি সত্যাগ্রহের তাৎপর্য আলোচনা কর। উত্তর: গুজরাটের সুরাট জেলার বারদৌলি তালুকের কৃষকরা 1928 খ্রিস্টাব্দ নাগাদ এক শক্তিশালী সত্যাগ্রহ আন্দোলন শুরু করে যা বারদৌলি সত্যাগ্রহ নামে পরিচিত। সরদার বল্লভ ভাই প্যাটেল এদের সংগঠিত করে সত্যাগ্রহ আদর্শে উদ্বুদ্ধ করেন। বারদৌলি সত্যাগ্রহের তাৎপর্য:- ১. সর্বভারতীয় রূপলাভ:বারদৌলি সত্যাগ্রহ একটি আঞ্চলিক ঘটনা হলেও ইয়ং ইন্ডিয়া, নবজীবন ও অন্যান্য পত্রিকার মাধ্যমে … Read more