মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ প্রশ্ন ও উত্তর

Categories: Uncategorized

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ প্রশ্ন ও উত্তর

দশম শ্রেণী
বিষয়: ইতিহাস
পঞ্চম অধ্যায়: বিকল্প চিন্তা ও উদ্যোগ
MCQ প্রশ্ন ও উত্তর

সঠিক উত্তর নির্বাচন কর (MCQ)

১. বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন-
(a) জগদীশ চন্দ্র বসু (b) সত্যেন্দ্রনাথ বসু (c) চন্দ্রমুখী বসু (d) আনন্দমোহন বসু

উত্তর: (a) জগদীশ চন্দ্র বসু।

২. পৃথিবীর প্রাচীনতম গ্রন্থটি যেখানে মুদ্রিত হয়-
(a) মেক্সিকো (b) আরব (c) জার্মানি (d) চিন

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now

উত্তর: (d) চিন

৩. মুদ্রণযন্ত্রে সর্বপ্রথম বাংলা বই ছাপা হয়-
(a) রোমান হরফে (b) বাংলা হরফে (c) সংস্কৃত হরফে (d) হিন্দি হরফে

উত্তর: (a) রোমান হরফে

৪. ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন (ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরি
(a) সুকুমার রায় (b) উপেন্দ্রকিশোর রায়চৌধুরি (c) পঞ্চানন কর্মকার (d) চার্লস উইলকিনস

উত্তর: (b) উপেন্দ্রকিশোর রায়চৌধুরি।

৫. পৃথিবীর প্রাচীনতম মুদ্রিত গ্রন্থটির নাম কী ?
(a) হীরক সূত্র (b) হীরক দ্যুতি (c) হীরক জ্যোতি (d) হীরক দীপ্তি

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

উত্তর: (a) হীরক সূত্র

৬. কলকাতায় প্রথম মুদ্রণযন্ত্র প্রতিষ্ঠা করেন-
(a) মার্শম্যান (b) উইলিয়াম কেরি (c) জেমস আগাস্টাস হিকি (d) গঙ্গাকিশোর ভট্টাচার্য

উত্তর: (c) জেমস আগাস্টাস হিকি

৭. বাংলা ভাষার প্রথম বই ছাপা হয়-
(a) ১৫৫৬ খ্রিস্টাব্দে (b) ১৭৭৮ খ্রিস্টাব্দে (c) ১৭৮৫ খ্রিস্টাব্দে (d) ১৮০০ খ্রিস্টাব্দে

উত্তর: (b) ১৭৭৮ খ্রিস্টাব্দে।

৮. বাংলা ভাষার প্রথম ছাপা বই হল-
(a) বর্ণ পরিচয় (b) এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ (c) মঙ্গল সমাচার মতিয়ের (d) অন্নদামঙ্গল

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

উত্তর: (b) এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ

৯. ভারতে প্রথম ছাপাখানার প্রতিষ্ঠার কৃতিত্ব হল—
(a) ফরাসিদের (b) ইংরেজদের (c) পোর্তুগিজদের (d) ভারতীয়দের

উত্তর: (c) পোর্তুগিজদের

১০. বাংলায় উন্নত লাইনো টাইপ তৈরি করেন-
(a) চার্লস উইলকিনস (b) পঞ্চানন কর্মকার (c) মনোহর কর্মকার (d) সুরেশচন্দ্র মজুমদার

উত্তর: (d) সুরেশচন্দ্র মজুমদার

১১. ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন-
(a) উপেন্দ্রকিশোর রায়চৌধুরি (b) সুকুমার রায় (c) পঞ্চানন কর্মকার (d) চার্লস উইলকিনস

উত্তর: (a) উপেন্দ্রকিশোর রায়চৌধুরি।

১২. প্রথম সচিত্র ভারতচন্দ্রের ‘ অন্নদামঙ্গল ‘ গ্রন্থটি প্রকাশ করেন—
(a) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (b) রামচাঁদ রায় (c) মদনমোহন তর্কালংকার (d) গঙ্গাকিশোর ভট্টাচার্য

উত্তর: (d) গঙ্গাকিশোর ভট্টাচার্য

১৩. বর্ণ পরিচয় প্রকাশিত হয়েছিল-
(a) ১৮৪৫ খ্রিস্টাব্দে (b) ১৮৫০ খ্রিস্টাব্দে (c) ১৮৫৫ খ্রিস্টাব্দে (d) ১৮৬০ খ্রিস্টাব্দে [মাধ্যমিক ১৯]

উত্তর: (c) ১৮৫৫ খ্রিস্টাব্দে।

১৪. ‘দিগদর্শন ও সমাচার দর্পন’ পত্রিকার সম্পাদক ছিলেন-
(a) উইলিয়াম কেরি (b) মার্শম্যান (c) দেবেন্দ্রনাথ ঠাকুর (d) রামমোহন রায়

উত্তর: (b) মার্শম্যান

১৫. ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন-
(a) সিভি রমন (b) জগদীশ চন্দ্র বসু (c) প্রফুল্লচন্দ্র রায় (d) সত্যেন্দ্রনাথ বসু

উত্তর: (a) সিভি রমন।

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

১৬. বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন-
(a) অরবিন্দ ঘোষ (b) সতীশচন্দ্র বসু (c) যোগেশ চন্দ্র ঘোষ (d) প্রমথ নাথ বসু

উত্তর: (d) প্রমথ নাথ বসু।

১৭. ‘ভারতের বেকন’ বলা হত –
(a) অক্ষয়কুমার দত্ত (b) সতীশচন্দ্র মুখার্জি (c) প্রফুল্লচন্দ্র রায় (d) ইউ এন রায় -কে।

উত্তর: (a) অক্ষয়কুমার দত্ত

১৮. ‘বাংলার গুটেনবার্গ’ অথবা ‘বাংলার মুদ্রণ শিল্পের জনক’ বলা হয়–
(a) ওয়ারেন হেস্টিংস (b) চার্লস উইলকিনস (c) গ্রাহাম শ (d) গিলক্রিস্ট-কে।

উত্তর: (b) চার্লস উইলকিনস

১৯. শ্রীরামপুর ছাপাখানা প্রতিষ্ঠিত হয়–
(a) ১৭৭৮ খ্রিস্টাব্দে (b) ১৮৭৭ খ্রিস্টাব্দে (c) ১৮১৮ খ্রিস্টাব্দে (d) ১৮০০ খ্রিস্টাব্দে।

উত্তর: (d) ১৮০০ খ্রিস্টাব্দে

২০. শিবপুর বোটানিক্যাল গার্ডেন স্থাপিত হয়–
(a) ১৮০০ খ্রিস্টাব্দে (b) ১৭৫৭ খ্রিস্টাব্দে (c) ১৭৮৭ খ্রিস্টাব্দে (d) ১৭৪০ খ্রিস্টাব্দে।

উত্তর: (c) ১৭৮৭ খ্রিস্টাব্দে

২১. ‘অব্যক্ত’ গ্রন্থটির লেখক-
(a) জগদীশচন্দ্র বসু (b) প্রফুল্লচন্দ্র রায় (c) লীলা মজুমদার (d) সত্যেন্দ্রনাথ বসু।

উত্তর: (a) জগদীশচন্দ্র বসু

২২. প্রথম বাংলা সংবাদপত্র প্রকাশ করেন–
(a) শ্রীরামপুর মিশনারিরা (b) পোর্তুগিজ জেসুইট (c) পাদরিরা (d) গোয়ার মিশনারিরা

উত্তর: (a) শ্রীরামপুর মিশনারিরা

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now

২৩. শিবপুর বোটানিক্যাল গার্ডেনের প্রতিষ্ঠাতা হলেন–
(a) কর্নেল রবার্ট কিড (b) ড. উইলিয়াম রকসবাগ (c) জেমস রেনেল (d) জন ম্যাক।

উত্তর: (a) কর্নেল রবার্ট কিড

👉 সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here
👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here

Madhyamik Test Exam 2023 History Question Answer

মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ প্রশ্ন ও উত্তর

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

Leave a Reply