ABTA-Test-Paper Physical-Science Page-115 Answer
মাধ্যমিক ২০২৩ ভৌতবিজ্ঞান MCQ প্রশ্ন উত্তর
ABTA Test Paper
Physical Science (Page 115)
MCQ Solution
বিভাগ– ‘ক‘ বহু বিকল্পভিত্তিক প্রশ্ন:
১.১ বায়ুমন্ডলের কোন স্তরে কৃত্রিম উপগ্রহ ও মহাকাশ স্টেশন স্থাপন করা হয়?
উত্তর: এক্সোস্ফিয়ার।
১.২ 8 গ্রাম অক্সিজেন গ্যাসের অবস্থার সমীকরণ হল-
উত্তর: PV = RT/4
১.৩ STP তে 1 লিটার H2 গ্যাসের ভর কত?
উত্তর: 0.089 g
১.৪ কঠিন পদার্থের ক্ষেত্রে α, β ও γ -এর মধ্যে সম্পর্ক-
উত্তর: 6α = 3β = 2γ
১.৫ আলোক কেন্দ্রগামী কোনো রশ্মির চ্যুতি হয়-
উত্তর: 0°
১.৬ আলোর প্রতিসরণের ক্ষেত্রে যেটি অপরিবর্তিত থাকে সেটি হল-
উত্তর: কম্পাঙ্ক।
১.৭ 1 C = —————- esu আধান।
উত্তর: 3 × 109
১.৮ বৈদ্যুতিক যন্ত্রের গায়ে অঙ্কিত তারা চিহ্ন নির্দেশ করে-
উত্তর: এনার্জি রেটিং।
👉 মাধ্যমিক ২০২৩ গণিত সাজেশন: Click Here
১.৯ তড়িৎক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না-
উত্তর: γ রশ্মি।
১.১০ 4, 12, 20, 38 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলগুলিকে বলে-
উত্তর: ক্ষারীয় মৃত্তিকা ধাতু।
১.১১ কোন যৌগটির মধ্যে তড়িৎযোজী ও সমযোজী উভয় প্রকার বন্ধন বর্তমান?
উত্তর: CaCl2
১.১২ অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের ওজনের অনুপাত কত?
উত্তর: 2 : 1
১.১৩ নেসলার বিকারকের সঙ্গে বিক্রিয়া করে বাদামী বর্ণের অধঃক্ষেপ উৎপন্ন করে-
উত্তর: NH3
১.১৪ থার্মিট মিশ্রণটি হল-
উত্তর: Fe2O3 + Al
১.১৫ কোনটি অসম্পৃক্ত যৌগ-
উত্তর: C2H4
👉 ABTA Test Paper এর সমস্ত উত্তর দেখতে: Click Here
👉 মাধ্যমিক ২০২৩ গণিত সাজেশন: Click Here
Subscribe Our YouTube Channel: Click Here
ABTA-Test-Paper Physical-Science Page-115 Answer
মাধ্যমিক ভৌতবিজ্ঞান এ বি টি এ টেস্ট পেপার থেকে প্রশ্ন উত্তর
Madhyamik Physical Science ABTA Test Paper Solution
ABTA Test Paper Physical Science page 115 MCQ Answer
Madhyamik 2023
মাধ্যমিক ভৌতবিজ্ঞান টেস্ট পেপার থেকে প্রশ্ন উত্তর