Madhyamik 2023 ABTA-Test-Paper Page-137 Physical Science
মাধ্যমিক ২০২৩ ভৌত বিজ্ঞান MCQ প্রশ্ন উত্তর
Madhyamik 2023
Physical Science
ABTA Test Paper
Page- 137
১.১ বায়ুমণ্ডলের উষ্ণতম স্তরটি হল-
উত্তর: এক্সোস্ফিয়ার।
১.২ বয়েলের সূত্রের গাণিতিক রূপটি হল-
উত্তর: PV = ধ্রুবক।
১.৩ অ্যামোনিয়ার বাষ্পঘনত্ব হল-
উত্তর: 8.5
১.৪ কোনো কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক হল-
উত্তর: °C-1
১.৫ একটি পাতলা উত্তল লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে। বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি কোনটি-
উত্তর: অসদ ও সমশীর্ষ।
১.৬ কোন ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না-
উত্তর: লম্ব আপতন
১.৭ কোনো পরিবাহীর রোধ R, দৈর্ঘ্য l এবং প্রস্থচ্ছেদ A হলে-
উত্তর: R ∝ l/A
১.৮ ফিউজ তারের উপাদানগুলি হল-
উত্তর: টিন ও সিসা।
১.৯ সর্বাধিক ভেদন ক্ষমতাযুক্ত তেজস্ক্রিয় রশ্মিটি হল-
উত্তর: γ
১.১০ পর্যায় বরাবর বামদিক থেকে ডানদিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা-
উত্তর: বৃদ্ধি পায়।
১.১১ দৈনন্দিন জীবনে ব্যবহৃত তড়িৎযোজী যৌগ হল-
উত্তর: খাদ্যলবণ।
১.১২ তড়িৎ বিশ্লেষণে তড়িৎশক্তি রূপান্তরিত হয়-
উত্তর: রাসায়নিক শক্তিতে।
১.১৩ নীচের কোন গ্যাসটি কিপ যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা যায়-
উত্তর: H2S
১.১৪ ডুরালুমিন সংকর ধাতুর প্রধান উপাদান-
উত্তর: Al
১.১৫ কোনটির বন্ধন দৈর্ঘ্য সর্বাধিক-
উত্তর: C—C
👉 ABTA Test Paper এর সমস্ত উত্তর দেখতে: Click Here
👉 মাধ্যমিক ২০২৩ গণিত সাজেশন: Click Here
Subscribe Our YouTube Channel: Click Here
ABTA-Test-Paper Page-137 Physical Science
মাধ্যমিক ভৌতবিজ্ঞান এ বি টি এ টেস্ট পেপার থেকে প্রশ্ন উত্তর
Madhyamik Physical Science ABTA Test Paper Solution
ABTA Test Paper Physical Science page 137 MCQ Answer
Madhyamik 2023
মাধ্যমিক ভৌতবিজ্ঞান টেস্ট পেপার থেকে প্রশ্ন উত্তর