4R পদ্ধতি কি?

Categories: Uncategorized

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

4R পদ্ধতি কি?

আমাদের চারপাশে পড়ে থাকা নানা ধরণের বর্জ্যকে সুপরিকল্পিতভাবে আবার ব্যবহার করার জন্য Reduce, Refuse, Reuse ও Recycle পদ্ধতির সাহায্য নেওয়া যেতে পারে। এই চারটি পদ্ধতিকেই একসঙ্গে বলা হয় 4R পদ্ধতি।

Reduce (কমিয়ে আনা):
যেসব বর্জ্য পরিবেশে মিশে না গিয়ে জঞ্জাল বাড়ায়, সেগুলির ব্যবহার কমাতে হবে।
যেমন- প্লাস্টিক, পলিথিনের ব্যাগ।

Reuse (আবার কাজে লাগানো):
কিছু বর্জ্য আছে যেগুলি ফেলে না দিয়ে আবার কাজে লাগানো যেতে পারে।
যেমন- তরকারির খোসা।

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now

Recycle (পুনর্ব্যবহার):
ফেলে দেওয়া জিনিস থেকে নতুন কাজের জিনিস বানানো যেতে পারে।
যেমন- পুরানো লোহা গলিয়ে নতুন জিনিস তৈরী।

Refuse (প্রত্যাখ্যান করা):
সুস্থ পরিবেশের জন্য আমাদের কিছু জিনিস এড়িয়ে চলতে হবে।
যেমন- প্লাস্টিক ব্যাগ।

👉 সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here
👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here

ষষ্ঠ শ্রেণী | পরিবেশ ও বিজ্ঞান | গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | 4R পদ্ধতি কি?

Class 6 Poribesh O Biggan Question Answer

১. বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন (MCQs)

(১) 4R পদ্ধতির মধ্যে কোনটি বর্জ্য কমানোর উদ্দেশ্যে ব্যবহৃত হয়?
(a) Reduce
(b) Refuse
(c) Recycle
(d) Reuse
উত্তর: (a) Reduce

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

(২) 4R পদ্ধতির মধ্যে কোনটি পুনরায় ব্যবহারযোগ্য বস্তু গুলি পুনঃব্যবহার করার জন্য ব্যবহৃত হয়?
(a) Refuse
(b) Recycle
(c) Reuse
(d) Reduce
উত্তর: (c) Reuse

(৩) 4R পদ্ধতির মধ্যে কোনটি জিনিসপত্র ব্যবহার না করার ধারণাকে বোঝায়?
(a) Recycle
(b) Reuse
(c) Refuse
(d) Reduce
উত্তর: (c) Refuse

(৪) 4R পদ্ধতির মধ্যে কোনটি বর্জ্যকে নতুনভাবে ব্যবহারযোগ্য বা উপকারী বস্তুতে রূপান্তরিত করার পদ্ধতি?
(a) Recycle
(b) Refuse
(c) Reduce
(d) Reuse
উত্তর: (a) Recycle

(৫) 4R পদ্ধতিতে বর্জ্য ব্যবস্থাপনা খুব গুরুত্বপূর্ণ কেন?
(a) পরিবেশের ওপর চাপ কমানোর জন্য
(b) নতুন জিনিস তৈরি করার জন্য
(c) কেবল মুনাফা অর্জনের জন্য
(d) জনসংখ্যা কমানোর জন্য
উত্তর: (a) পরিবেশের ওপর চাপ কমানোর জন্য

(৬) “Reduce” এর মাধ্যমে কী উদ্দেশ্য সাধিত হয়?
(a) জিনিসপত্রের পরিমাণ বাড়ানো
(b) বর্জ্যের পরিমাণ কমানো
(c) পুনর্ব্যবহারযোগ্য বস্তু তৈরি করা
(d) পরিবেশ দূষণ বাড়ানো
উত্তর: (b) বর্জ্যের পরিমাণ কমানো

(৭) “Refuse” পদ্ধতিটি মূলত কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়?
(a) পুনঃব্যবহারের জন্য বস্তু সংগ্রহ করা
(b) পুনঃপ্রক্রিয়াজাতকরণের জন্য বর্জ্য সংগ্রহ করা
(c) অপ্রয়োজনীয় জিনিস না নেওয়া
(d) বর্জ্য ফেলা
উত্তর: (c) অপ্রয়োজনীয় জিনিস না নেওয়া

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

(৮) “Recycle” পদ্ধতি কীভাবে পরিবেশের উপকারে আসে?
(a) নতুন বর্জ্য উৎপাদন কমায়
(b) পূর্বের বর্জ্য পুনঃব্যবহার করা হয়
(c) জ্বালানি ব্যবহারে সহায়ক হয়
(d) বেশি প্লাস্টিক তৈরি হয়
উত্তর: (b) পূর্বের বর্জ্য পুনঃব্যবহার করা হয়

(৯) 4R পদ্ধতির সাহায্যে কোনটি নিশ্চিত করা হয়?
(a) নতুন জিনিসের উৎপাদন বাড়ানো
(b) পরিবেশের ভারসাম্য রক্ষা
(c) অধিক বর্জ্য সৃষ্টি
(d) পণ্য বিক্রি বাড়ানো
উত্তর: (b) পরিবেশের ভারসাম্য রক্ষা

(১০) “Reuse” পদ্ধতি কিভাবে পরিবেশ রক্ষা করে?
(a) জিনিসপত্র পুনরায় ব্যবহার করে
(b) নতুন পণ্য তৈরি করে
(c) বর্জ্য কেবল পোড়ায়
(d) পণ্য ফেলে দেয়
উত্তর: (a) জিনিসপত্র পুনরায় ব্যবহার করে

(১১) 4R পদ্ধতির মাধ্যমে কিভাবে পরিবেশের দূষণ কমানো যায়?
(a) পুনর্ব্যবহারযোগ্য বস্তু ব্যবহার করে
(b) বর্জ্য সঠিকভাবে ফেলে দিয়ে
(c) জমি খালি রেখে
(d) সকল অপচয় বন্ধ করে
উত্তর: (a) পুনর্ব্যবহারযোগ্য বস্তু ব্যবহার করে

(১২) 4R পদ্ধতিতে বর্জ্য ব্যবস্থাপনার জন্য কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ?
(a) শুধু Recycle
(b) শুধুমাত্র Reduce
(c) সকল চারটি পদ্ধতি একসাথে
(d) শুধু Reuse
উত্তর: (c) সকল চারটি পদ্ধতি একসাথে

(১৩) 4R পদ্ধতির মধ্যে “Recycle” এর ব্যবহার মূলত কিসে সাহায্য করে?
(a) বর্জ্যকে নতুন পণ্যতে রূপান্তরিত করা
(b) নতুন জমি তৈরি করা
(c) জ্বালানি সাশ্রয় করা
(d) জল সরবরাহ বাড়ানো
উত্তর: (a) বর্জ্যকে নতুন পণ্যতে রূপান্তরিত করা

(১৪) 4R পদ্ধতিতে “Reduce” এর মাধ্যমে কীভাবে জিনিসের পরিমাণ কমানো হয়?
(a) পুনঃব্যবহার করে
(b) কেবল কম পরিমাণে উৎপাদন করে
(c) সব পণ্য কিনে ফেলা হয়
(d) পণ্যের গুণগত মান বাড়ানো হয়
উত্তর: (b) কেবল কম পরিমাণে উৎপাদন করে

(১৫) 4R পদ্ধতির মাধ্যমে কী ধরনের পরিবর্তন আশা করা যায়?
(a) পরিবেশের দূষণ বৃদ্ধি
(b) বর্জ্যের পরিমাণের বৃদ্ধি
(c) পরিবেশের সুরক্ষা এবং সম্পদের সাশ্রয়
(d) মানুষের জীবনযাত্রার উন্নতি
উত্তর: (c) পরিবেশের সুরক্ষা এবং সম্পদের সাশ্রয়

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

Leave a Reply