ইউরোপে ক্রীড়া ইতিহাসচর্চার শুরু হয় –
(a) ১৯৪০-এর দশকে
(b) ১৯২০-এর দশকে
(c) ১৯৩০-এর দশকে
(d) ১৯৭০-এর দশকে
উত্তরঃ (d) ১৯৭০-এর দশকে
II. ‘বিশ্ব পরিবেশ দিবস’ প্রথম পালিত হয়েছিল –
(a) ১২ জানুয়ারি, ১৯৮৯
(b) ৫ জুন, ১৯৭৪
(c) ১ মে, ১৯২৩
(d) ৫ সেপ্টেম্বর, ১৯১৫
উত্তরঃ (b) ৫ জুন, ১৯৭৪
III. বাংলায় প্রথম প্রকাশিত সংবাদপত্র হল –
(a) বঙ্গদর্শন
(b) সংবাদ প্রভাকর
(c) বেঙ্গল গেজেট
(d) সম্বাদ কৌমুদী
উত্তরঃ (c) বেঙ্গল গেজেট
IV. ‘নবান্ন’ নাটকটি রচনা করেন –
(a) দ্বিজেন্দ্রলাল রায়
(b) মধুসুদন দত্ত
(c) রবীন্দ্রনাথ ঠাকুর
(d) বিজন ভট্টাচার্য
উত্তরঃ (d) বিজন ভট্টাচার্য
V. ‘ক্যালকাটা ক্রিকেট ক্লাব’ প্রতিষ্ঠিত হয় –
(a) ১৭৯২ খ্রিস্টাব্দে
(b) ১৭৯০ খ্রিস্টাব্দে
(c) ১৮২০ খ্রিস্টাব্দে
(d) ১৮২৬ খ্রিস্টাব্দে
উত্তরঃ ১৭৯২ খ্রিস্টাব্দে
VI. ‘বঙ্গদর্শন’ প্রথম প্রকাশিত হয় –
(a) ১৮১৮ খ্রিস্টাব্দে
(b) ১৮৫৮ খ্রিস্টাব্দে
(c) ১৮৭২ খ্রিস্টাব্দে
(d) ১৮৭৫ খ্রিস্টাব্দে
উত্তরঃ ১৮৭২ খ্রিস্টাব্দে
VII. নতুন সামাজিক ইতিহাসচর্চা শুরু হয় –
(a) ১৯৩০-৪০-এর দশকে
(b) ১৯৪০-৫০-এর দশকে
(c) ১৯৫০-৬০-এর দশকে
(d) ১৯৬০-৭০-এর দশকে
উত্তরঃ ১৯৬০-৭০-এর দশকে
VIII. ভারতে চিপকো আন্দোলন ছিল –
(a) শ্রমিক আন্দোলন
(b) পরিবেশ আন্দোলন
(c) কৃষক আন্দোলন
(d) ভাষা আন্দোলন
উত্তরঃ পরিবেশ আন্দোলন
IX. ‘Ecological Imperialism’ লিখেছেন-
(a) স্ট্যানলি জ্যাকসন
(b) এলিজাবেথ হাটিকম্ব
(c) রামচন্দ্র গুহ
(d) আলফ্রেড ক্রসবি
উত্তরঃ আলফ্রেড ক্রসবি
X. ইন্দিরা গান্ধিকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলির হিন্দি অনুবাদ করেছেন-
(a) মুনসি প্রেমচাঁদ
(b) কৃয়ন চন্দর
(c) খুশবন্ত সিং
(d) সাদাত হাসান মান্টো
উত্তরঃ মুনসি প্রেমচাঁদ
প্রথম নির্বাক চলচ্চিত্র হল:
(a) রাজা হরিশচন্দ্র
(b) জামাইষষ্ঠী
(c) দেনাপাওনা
(d) চণ্ডীদাস
উত্তরঃ রাজা হরিশচন্দ্র
‘বন্দেমাতরম’ সংগীতটি প্রথম প্রকাশিত হয় –
(a) সোমপ্রকাশ পত্রিকায়
(b) হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায়
(c) দিগদর্শন পত্রিকায়
(d) বঙ্গদর্শন পত্রিকায়
উত্তরঃ বঙ্গদর্শন পত্রিকায়
কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে –
(a) খেলাধুলার ইতিহাসের
(b) পরিবেশের ইতিহাসের সঙ্গে
(c) ফোটোগ্রাফির ইতিহাসের
(d) বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসের
উত্তরঃ বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসের
রাষ্ট্রপতি ভবনের মূল স্থপতি ছিলেন –
(a) থমাস মেটকাফ
(b) এডউইন লুটিয়েন
(c) জর্জ বার্নার্ডশ
(d) ডার্ক কোলফ
উত্তরঃ এডউইন লুটিয়েন
ভারতের উপনিবেশিক অরণ্য আইন প্রধানত –
a) শহরের ইতিহাস চর্চার বিষয় b) নারী ইতিহাস চর্চার বিষয় c) পরিবেশ ইতিহাস চর্চার বিষয় d) খাদ্যাভাসের ইতিহাস চর্চার বিষয়
উত্তর: পরিবেশের ইতিহাস চর্চার বিষয়।
‘বঙ্গদর্শন’ প্রথম প্রকাশিত হয় –
a) ১৮১৮ খ্রিস্টাব্দে b) ১৮৫৮ খ্রিস্টাব্দে c) ১৮৭২ খ্রিস্টাব্দ d) ৮৭৫ খ্রিস্টাব্দে
উত্তর : ১৮৭২ খ্রিস্টাব্দে
কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্ভুক্ত হবে-
a) ফটোগ্রাফির ইতিহাসে b) খেলাধুলার ইতিহাসে c) বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসে d) পরিবেশের ইতিহাসে
উত্তর: বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসে
উপনিবেশিক প্রশাসনের মনোভাব জানার জন্য প্রধান ঐতিহাসিক উপাদান –
a) সাময়িক পত্র b) সরকারি নথি c) সংবাদপত্র d) স্মৃতিকথা
উত্তর: সরকারি নথি।
বাংলার প্রথম রাজনৈতিক সংবাদপত্র –
a) দিকদর্শন b) সমাচার দর্পণ c) সম্বাদ কৌমুদি d) সোমপ্রকাশ
উত্তর : সোমপ্রকাশ
সাপ্তাহিক ‘সোমপ্রকাশ’ সাময়িক পত্র প্রথম প্রকাশিত হয়-
a) ১৮১৮ খ্রিস্টাব্দে b) ১৮৬৩ খ্রিস্টাব্দে c) ১৮৫৮ খ্রিস্টাব্দ d) ১৮৭৫ খ্রিস্টাব্দে
উত্তর : ১৮৫৮ খ্রিস্টাব্দে
‘জীবনের ঝরাপাতা’ যে পত্রিকায় নিয়মিত প্রকাশিত হতো-
a) সোমপ্রকাশ b) প্রবাসী c) দেশ d) বঙ্গদর্শন
উত্তর : দেশ
বাংলার নমঃশূদ্র আন্দোলনের ইতিহাস –
a) পরিবেশের ইতিহাস চর্চার বিষয় b) শহরের ইতিহাস চর্চার বিষয় c) সামাজিক ইতিহাস চর্চার বিষয় d) সামরিক ইতিহাস চর্চার বিষয়
উত্তর : সামাজিক ইতিহাস চর্চার বিষয়।
‘জীবনস্মৃতি’ যে পত্রিকায় নিয়মিত প্রকাশিত হত –
a) সোমপ্রকাশ b) প্রবাসী c) দেশ d) বঙ্গদর্শন
উত্তর : প্রবাসী
কলহনের রাজতরঙ্গিনীর ইতিহাস অন্তর্গত হবে –
(a) খেলাধুলার ইতিহাসের
(b) পরিবেশের ইতিহাসের সঙ্গে
(c) সামরিক ইতিহাসের
(d) স্থানীয় ইতিহাসের
উত্তরঃ (d) স্থানীয় ইতিহাসের
‘কথাকলি নৃত্য’ কোন্ অঞ্চলের নৃত্য ? –
(a) মালাবার
(b) কর্ণাটক
(c) মণিপুর
(d) কেরল
উত্তরঃ (d) কেরল
‘The Story of My Experiment with Truth’ গ্রন্থের লেখক হলেন-
(a) সুভাষচন্দ্র বসু
(b) জওহরলাল নেহরু
(c) ড. রাজেন্দ্র প্রসাদ
(d) মহাত্মা গান্ধি
উত্তরঃ (d) মহাত্মা গান্ধি
ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন –
(a) ওলন্দাজরা
(b) ইংরেজরা
(c) ফরাসিরা
(d) পোর্তুগিজরা
উত্তরঃ (b) ইংরেজরা
ভারতে নিম্নবর্গের ইতিহাসচর্চার জনক/প্রবক্তা হলেন –
(a) অমলেশ ত্রিপাঠী
(b) রামচন্দ্র গুহ
(c) রণজিৎ গুহ
(d) সুমিত সরকার
উত্তরঃ (c) রণজিৎ গুহ
ইতিহাসবিদ্যাকে অন্যান্য ‘বিদ্যাচর্চার জননী’ বলে অভিহিত করেছেন –
(a) মার্ক ব্লখ
(b) জুরগেন কোকা
(c) জি এম ট্রেভেলিয়ান
(d) লুসিয়েন ফেভর
উত্তরঃ (c) জি এম ট্রেভেলিয়ান