WB Panchayat Recruitment GK Rural Development Question Answer

Categories: Uncategorized

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

WB Panchayat Recruitment GK Rural Development Question Answer // গ্রাম পঞ্চায়েত নিয়োগ পরীক্ষার সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর

গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে বিভিন্ন পদে নিয়োগের জন্য যে পরীক্ষা নেওয়া হয় তাতে সাধারণ জ্ঞান থেকে ১০ থেকে ২০ নম্বর প্রশ্ন থাকে। আমরা আমাদের ব্লগে জেনারেল নলেজ অর্থাৎ সাধারণ জ্ঞান থেকে অনেক প্রশ্ন-উত্তর শেয়ার করছি। আশাকরি পরীক্ষার্থীরা উপকৃত হবেন।

GK Question Answer: Part- 1

১. ভারতে পঞ্চায়েত ব্যবস্থার কয়টি স্তর আছে-
(a) ২ (b) 3 (c) 4 (d) 7

উত্তর: (b) 3

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now

২. পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর কোনটি –
(a) গ্রাম পঞ্চায়েত (b) পঞ্চায়েত সমিতি (c) জেলা পরিষদ (d) নগর পঞ্চায়েত

উত্তর: (a) গ্রাম পঞ্চায়েত

৩. ভারতবর্ষে প্রথম পঞ্চায়েতিরাজ কোথায় প্রবর্তন হয়েছিল –
(a) রাজস্থানে (b) পশ্চিমবঙ্গে (c) ত্রিপুরায় (d) বিহারে

উত্তর: (a) রাজস্থানে

৪. সংবিধানের কত নম্বর ধারায় পঞ্চায়েত ব্যবস্থার উল্লেখ আছে –
(a) 243 – 243(O) (b) 243(A) – 243(O) (c) 243P- 243(ZG) (d) উপরের কোনোটিই নয়

উত্তর: (a) 243 – 243(O)

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

৫. গ্রাম পঞ্চায়েতের সদস্যদের পদচ্যুত করতে পারেন –
(a) বিডিও (b) এসডিও (c) সভাপতি (d) সভাধিপতি

উত্তর: (b) এসডিও

👉 গ্রাম পঞ্চায়েত নিয়োগের বিভিন্ন পদ, যোগ্যতা ও সিলেবাস: Click Here

৬. গ্রাম পঞ্চায়েতের মিটিং কত দিন অন্তর অনুষ্ঠিত হয় –
(a) 3 মাস (b) 2 মাস (c) 1 মাস (d) 6 মাস

উত্তর: (c) 1 মাস

৭. কত সালে অশোক মেহেতা কমিটি গঠিত হয়েছিল –
(a) 1977 (b) 1978 (c) 1957 (d) 1993

উত্তর: (a) 1977

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

৮. বলবন্ত রায় মেহেতা কমিটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল –
(a) 1950 (b) 1958 (c) 1957 (d) 1978

উত্তর: (c) 1957

৯. ৭৩ তম সংবিধান সংশোধনী অনুযায়ী পঞ্চায়েতে মহিলাদের জন্য সংরক্ষিত আসনের শতকরা হার কত –
(a) 22.30 (b) 33.35 (c) 33.03 (d) 35.33

উত্তর: (b) 33.33

১০. সংবিধানের কোন অংশে রাষ্ট্রকে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রবর্তন করতে বলা হয়েছে –
(a) প্রস্তাবনা (b) রাষ্ট্রের নির্দেশমূলক নীতি (c) মৌলিক অধিকার (d) উপরোক্ত কোনোটিই নয়

উত্তর: (b) রাষ্ট্রের নির্দেশমূলক নীতি

👉 বিগত বছরের গ্রাম পঞ্চায়েতে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র:: Click Here

১১. নিম্নলিখিত কোন কমিটিতে দলহীন পঞ্চায়েত নির্বাচনের কথা উল্লেখিত হয়েছিল –
(a) অশোক মেহতা কমিটি (b) এল এম সিংভি কমিটি (c) জি ভি কে রাও কমিটি (d) বলবন্ত রায় মেহেতা কমিটি

উত্তর: (d) বলবন্ত রায় মেহেতা কমিটি

১২. কত তম সংবিধান সংশোধন দ্বারা পঞ্চায়েত ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি লাভ করেছে –
(a) 52 (b) 56 (c) 73 (d) 74

উত্তর: (c) 73

১৩. পঞ্চায়েত সমিতি গঠিত হয় –
(a) শহর স্তরে (b) ব্লক স্তরে (c) গ্রাম স্তরে (d) জেলাস্তরে

উত্তর: (b) ব্লক স্তরে

১৪. পঞ্চায়েতি রাজ এর ত্রিস্তর ব্যবস্থার শীর্ষে রয়েছে –
(a) গ্রামসভা (b) গ্রাম পঞ্চায়েত (c) জেলা পরিষদ (d) পঞ্চায়েত সমিতি

উত্তর: (c) জেলা পরিষদ

১৫. ত্রিস্তর পঞ্চায়েত রাজ ব্যবস্থার মধ্যবর্তী স্তর কোনটি –
(a) গ্রাম পঞ্চায়েত (b) পঞ্চায়েত সমিতি (c) জেলা পরিষদ (d) ইউনিয়নবোর্ড

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

উত্তর: (b) পঞ্চায়েত সমিতি

১৬. জেলা পরিষদের প্রশাসনিক প্রধানকে –
(a) সভাধিপতি (b) সভাপতি (c) প্রধান (d) জেলাশাসক

উত্তর: (d) জেলাশাসক

১৭. পশ্চিমবঙ্গের ন্যায় পঞ্চায়েত কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় –
(a) 1996 (b) 1997 (c) 1995 (d) এখনো প্রতিষ্টিত হয়নি

উত্তর: (d) এখনো প্রতিষ্ঠিত হয়নি

১৮. গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা কে আহ্বান করেন –
(a) প্রধান (b) বিডিও (c) এইডিও (d) সচিব

উত্তর: (b) বিডিও

১৯. গ্রাম পঞ্চায়েতের কার্যকালের মেয়াদ কত –
(a) 3 বছর (b) 4 বছর (c) 5 বছর (d) 6 বছর

উত্তর: (c) 5 বছর

২০. পঞ্চায়েত সমিতির প্রধান কে –
(a) সভাপতি (b) সভাধিপতি (c) প্রধান (d) বি ডি ও

উত্তর: (a) সভাপতি

👉 প্রাথমিক শিক্ষক ইন্টারভিউ প্রশ্ন উত্তর: Click Here

২১. পঞ্চায়েতি রাজ দিবস কবে পালিত হয় –
(a) 26 নভেম্বর (b) 24 এপ্রিল (c) 2 অক্টোবর (d) 3 জুন

উত্তর: (b) 24 এপ্রিল

২২. পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রধান উদ্দেশ্য কি –
(a) উন্নয়নের জনগণের অংশগ্রহণ (b) রাজনৈতিক দায় বদ্ধতা (c) গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ (d) আর্থিক যোজনা বা গতিময়তা

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now

উত্তর: (c) গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ

২৩. কোন কমিটির মাধ্যমে ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সুপারিশ করা হয়েছিল –
(a) অশোক মেহতা (b) বলবন্ত রায় (c) হনুমন্ত রায় (d) জি ভি কে রাও

উত্তর: (b) বলবন্ত রায়

২৪. পঞ্চায়েতি রাজ বিষয়টি সংবিধানের কোন তালিকার অধীনে পরে –
(a) কেন্দ্র তালিকা (b) রাজ্য তালিকা (c) যুগ্ম তালিকা (d) উপরের কোনোটিই নয়

উত্তর: (b) রাজ্য তালিকা

২৫. গ্রাম পঞ্চায়েতের সদস্য হওয়ার জন্য প্রার্থীর অন্যতম কত বছর বয়স হতে হবে –
(a) 18 (b) 16 (c) 21 (d) 25

উত্তর: (c) 21

২৬. কত জন নির্বাচিত সদস্যর উপস্থিতিতে পঞ্চায়েত সমিতির সভা বৈধ বলে গণ্য করা হয় –
(a) এক তৃতীয়াংশ (b) এক পঞ্চাংশ (c) এক চতুর্থাংশ (d) দুই পঞ্চমাংশ

উত্তর: (c) এক চতুর্থাংশ

👉 গ্রাম পঞ্চায়েত নিয়োগের বিভিন্ন পদ, যোগ্যতা ও সিলেবাস: Click Here
Subscribe Our YouTube Channel: Click Here

WB Panchayat Recruitment GK Rural Development Question Answer

পশ্চিমবঙ্গ পঞ্চায়েতের বিগত বছরের যে ধরনের প্রশ্ন এসেছে সেই প্রশ্ন নিয়ে পুরো আলোচনা করা হয়েছে। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগে যে ধরনের প্রশ্ন হয় তা আলোচনা করা হয়েছে। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত 2014 সালের সিলেবাস এক্সাম প্যাটার্ন। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নিয়োগে বয়স বেতন। নেগেটিভ আছে।

West Bengal Government is going to hold Panchayat Recruitment to fill 6652 post in various Gram Panchayat, Panchayat Samiti and Zila Parishad. Here is 26 GK Questions and Answers for WB Panchayat Recruitment 2024.

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now