Tense in Bengali বাংলায় TENSE
TENSE (ক্রিয়ার কাল বা সময়)
Tense জানতে গেলে আগে জানতে হবে verb বা ক্রিয়াপদ কী। verb কে ইংরেজি sentence এর ‘হৃদয়’ (heart) বলা হয়। verb বা ক্রিয়া হলো sentence বা বাক্যের সেই অংশ যা আমাদের বলে দেয় বাক্যের subject (কর্তা) কি করে। এককথায় করা, খাওয়া,যাওয়া,ঘুমানো,খেলা করা,নাচা এই সমস্ত কোনো কাজ বর্ণনাকারী শব্দগুলোই verb বা ক্রিয়া। উদাহরণের মাধ্যমে দেখা যাক –
They go to school daily. (তারা নিয়মিত বিদ্যালয়ে যায়)
Children play in the afternoon. (বাচ্চারা বিকেলে খেলা করে)
Mother cooks very well. (মা ভালো রান্না করে)
উপরের sentence বা বাক্যগুলোতে go (যাওয়া), play (খেলা করা), cook (রান্না করা) এই word বা শব্দগুলো কোনো না কোনো কাজ নির্দেশ করছে। এই word গুলোই verb.
তাহলে তোমরা verb সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছো; এবার আলোচনা করা যাক Tense নিয়ে। প্রথমেই প্রশ্ন আসে Tense কী? নিচের বাক্যগুলি তোমরা ভালোভাবে লক্ষ্য করো:
১. তারা বিদ্যালয়ে যায়।
২. তারা বিদ্যালয়ে গিয়েছিল।
৩. তারা বিদ্যালয়ে যাবে।
উপরের বাক্যগুলোতে কোন শব্দগুলো ক্রিয়া (verb) বলোতো?
প্রথম বাক্যের ক্রিয়া ‘যায়’, দ্বিতীয় বাক্যের ক্রিয়া ‘গিয়েছিল’ আর তৃতীয় বাক্যের ক্রিয়া ‘যাবে’।
এইবার ক্রিয়াগুলো ভালো করে লক্ষ্য করে দেখলে বুঝতে পারবে প্রতিটি ক্রিয়া কোনো বিশেষ সময়কে নির্দেশ করছে। ক্রিয়ার এই সময় বা কালকেই Tense বলে।
Tense কত প্রকার ও কী কী?
উত্তরঃ Tense তিন প্রকার।
1. Present Tense (বর্তমান কাল)
2. Past Tense (অতীত কাল)
3. Future Tense (ভবিষ্যৎ কাল)
প্রতিটি Tense কে আবার চার ভাগে ভাগ করা যায়।
i) Indefinite
ii) Continuous
iii) Perfect ও
iv) Perfect Continuous.
এবার আমরা প্রতিটি Tense নিয়ে আলোচনা করবো।
1. Present Tense:
নিচের উদাহরণগুলি ভালো করে খেয়াল করো:
তারা বিদ্যালয়ে যায় — They go to school.
সুরেশ মাছ ধরছে — Suresh is catching fish.
মেয়েটি বাড়ির কাজ করেছে – The girl has done her homework.
উপরের বাক্যের ক্রিয়াগুলি (যায়, ধরছে, করেছে) বর্তমানে ঘটা কাজের বর্ণনা দিচ্ছে। এগুলিই Present Tense.
সুতরাং আমরা বলতে পারি,
কোনো কাজ বর্তমানে করা হয় বা কোনো ঘটনা বর্তমানে ঘটে বোঝাতে Present Tense হয়।
********(প্রত্যেকটি Tense সম্পর্কে জানতে নিচে দেওয়া Tense গুলির নামের উপর click করো)*******
1. Present Indefinite Tense | Click Here |
2. Present Continuous Tense | Click Here |
3. Present Perfect Tense | Click Here |
4. Present Perfect Continuous Tense | Click Here |
5. Past Indefinite Tense | Click Here |
6. Past Continuous Tense | Click Here |
7. Past Perfect Tense | Click Here |
8. Past Perfect Continuous Tense | |
9. Future Indefinite Tense | |
10. Future Continuous Tense | |
11. Future Perfect Tense | |
12. Future Perfect Continuous Tense |
Tense in Bengali বাংলায় TENSE
Subscribe Our YouTube Channel: Click Here
👉 সমস্ত Tense দেখার জন্য: Click Here
Keywords: Tense in Bengali | English to Bengali Translation | Present Perfect Tense in Bengali | Bangla Tense | Tense in Bangla
Sir please give the remaining parts in tense.