Songlap Rochona Post-Madhyamik Course

মাধ্যমিকের পর কী বিষয় নিয়ে পড়বে, এ বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো।

অমর: কি বন্ধু ,কেমন আছিস? মাধ্যমিক পরীক্ষা তো শেষ হলো। উচ্চ মাধ্যমিকে কি নিয়ে পড়বি বলে মনস্থির করেছিস?

সুরেশ: আমার একান্ত ইচ্ছা কলা বিভাগে ভর্তি হবার। কিন্তু বাবা-মা রাজি হচ্ছে না। তারা বলছেন, বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে।

অমর: তুই কি তোর মনের ইচ্ছা বাড়িতে বাবা মাকে বুঝিয়ে বলিস নি?

সুরেশ: সে কথা আমি বলেছি। কিন্তু বাবা মা মনে করেন কলা বিভাগে পড়লে উজ্জ্বল ভবিষ্যৎ হবে না। বরং আমি যদি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করি তাহলে চাকরি পেতে সুবিধা হবে। কি করব ঠিক বুঝতে পারছি না।

অমর: তুই যদি তোর পছন্দের বিষয় নিয়ে পড়াশোনা না করিস তাহলে ভালো রেজাল্ট করতে পারবি না। ভালো রেজাল্ট না হলে তোর সামনে সব পথ বন্ধ হয়ে যাবে। তাছাড়া বর্তমানে কলা বিভাগে পড়লে চাকরি পাওয়া যাবে না, একথা সত্য নয়।

সুরেশ: আসলে, বাবা-মা বুঝতে চান না, মানুষ তার ইচ্ছা শক্তির জোরে সবকিছু করতে পারে। তাই অনেক চেষ্টা করেও তাদের বোঝাতে পারছি না।

অমর: আমার মনে হয় বাবা মায়ের সঙ্গে তোর আরো খোলাখুলি কথা বলা উচিত। তুই কেন কলা বিভাগে পড়তে যাস এবংকলা বিভাগে কোন কোন চাকরির সুযোগ আছে, এসব নিয়ে বাবা মায়ের সঙ্গে গভীর ভাবে আলোচনা কর।

সুরেশ: তুই ঠিকই বলেছিস। আলোচনা দেখি, যদি তাদের মন বদলাতে পারি। আর, তুই কী নিয়ে পড়বি?

অমর: আমি তো কলা বিভাগ নিয়েই পড়বো। বাড়িতেও বলেছি। মা, বাবা দুজনেই রাজি হয়েছে।

সুরেশ: বাঃ! তাহলে প্রস্তুতি শুরু করে দে।

👉 সমস্ত রচনা দেখতে: Click Here
মাধ্যমিক বাংলা সাজেশন: Click Here
Subscribe Our YouTube Channel: Click Here

মাধ্যমিকের পর কী বিষয় নিয়ে পড়বে, এ বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো।

মাধ্যমিকের সংলাপ রচনা | সংলাপ রচনা লেখার নিয়ম Songlap Rochona Post-Madhyamik Course

বাংলা সংলাপ রচনা বই | সংলাপ লেখার নিয়ম | মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ সংলাপ রচনা

মাধ্যমিকের পর কী বিষয় নিয়ে পড়বে, এ বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো।

Songlap Rochona Post-Madhyamik Course


মাধ্যমিকের পর কী বিষয় নিয়ে পড়বে, এ বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো।
মাধ্যমিক পরীক্ষার জন্য সংলাপ রচনা

Leave a Comment

CLOSE