পৃথিবী শব্দের সমার্থক শব্দ গুলি হল বসুধা, বসুন্ধরা, বসুমতি, বসুমাতা, ভূ, ভূমি, ভূতল, ভূলোক, ভূমন্ডল, ভুবন ধরা ধরণী ধরিত্রী ধরাতল ধরাধাম জগত বিশ্ব, দুনিয়া, ইহলোক, মর্ত, মর্ত্যলোক, ক্ষিতি, পৃথ্বী, মহী, অবনী, মেদিনী।
👉 আরও পড়ুন:
চাঁদ এর সমার্থক শব্দ
👉 বয়স ক্যালকুলেটর: Click Here
পৃথিবীর সমার্থক শব্দগুলি মনে রাখার কৌশল:
অখিল বসুমতি নদীর তীরে বসুধারা ক্ষিতি জমি কিনে মহা (মহী) উৎসাহে অবনী মেদিনীকে নিয়ে বসুন্ধরায় শপিং করতে যায়। কিন্তু সাবেক প্রেমিকা উর্বী এবং পৃথ্বী দুজনই তাকে দেখে ফেলে। আসলে এ ভুবনে জগৎ সংসার রচনা করা বোকামি। কেননা একসময় সবাইকে এ ভূ, ভূলোক, ভূমন্ডল এবং ব্রহ্মাণ্ডের মায়া ছেড়ে মর্ত্যলোকে যেতে হবে এবং আখিরাতে ধরণীর পাপ পুণ্যের হিসেব ধরা হবে।
আরও পড়ুন:
মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন?
বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় কেন?
লেবু জল খাওয়ার উপকারিতা
নিম পাতার উপকারিতা