PRESENT INDEFINITE TENSE IN BENGALI

PRESENT INDEFINITE TENSE IN BENGALI

(i) PRESENT INDEFINITE / SIMPLE PRESENT TENSE

নিচের বাক্যগুলি লক্ষ্য করো:     

আমি পঞ্চম শ্রেণীতে পড়ি – I read in class V.

 রাহুল প্রতিদিন পুকুরে স্নান করে– Rahul bathes in the pond every day.

  সূর্য পূর্বদিকে ওঠে – The sun rises in the east.

প্রথম বাক্যটি ‘সাধারণ ঘটনা‘, দ্বিতীয় বাক্যটি ‘অভ্যাস‘ এবং তৃতীয় বাক্যটি চিরসত্য ঘটনা‘ নির্দেশ করছে। এইসব বাক্যগুলি Present Indefinite Tense.

 কাকে বলে: সাধারণ বর্তমানকালে কোনো কাজ করা হয় বা কোনো ঘটনা ঘটে বা কোনো অভ্যাস বা চিরসত্য ঘটনা বোঝাতে Present indefinite tense হয়।

চেনার নিয়ম: এই ধরণের Tense এ বাংলায় মূল ক্রিয়া যেমন, যায়, খায়, করে, নাচে, পড়া করে ইত্যাদি থাকে।

গঠনের নিয়ম:    Present Indefinite Tense গঠন করার সময়, প্রথমে বাক্যের কর্তা অর্থাৎ Subject বসিয়ে মূল বা প্রধান ক্রিয়া অর্থাৎ Main Verb এবং তারপর বাক্যের বাকি অংশ বসাতে হয়।

সুতরাং আমরা জানলাম:  Subject + মূল Verb + Others (বাক্যের বাকি অংশ)

Note: Subject যদি 3rd person singular number (He, She, It, Rahul, Mita ইত্যাদি) হয় তাহলে verb এর শেষে -s বা -es যুক্ত হয়।

উদাহরণ:

(a)  রিনা গান করে – Rina sings.

(‘Rina’ 3rd person singular number  তাই ‘sing’ verb এর সাথে s যুক্ত হয়ে ‘sings’ হয়েছে)

(b) আমি বিকেলে খেলা করি – I play in the afternoon.

(c) ঘাস হয় সবুজ – Grass is green.

(d) তিনি একজন ডাক্তার – He/She is a doctor.

(e) পৃথিবী সূর্যের চারিদিকে ঘরে – The Earth moves round the sun.

(‘The Earth’ 3rd person singular number  তাই ‘move’ verb এর সাথে -s যুক্ত হয়ে moves হয়েছে)

(f) মেয়েটি খুব ভালো নাচে – The girl dances very well.

(The girl তাই ‘dance’ verb এর সাথে s যুক্ত হয়ে ‘dances’ হয়েছে)

(g) সে বিদ্যালয়ে যায় – He/She goes to school.

(‘He/She’ 3rd person singular number তাই ‘go’ verb এর সাথে -es যুক্ত হয়ে ‘goes’ হয়েছে)            

Subscribe Our YouTube Channel: Click Here

** ** এই প্রসঙ্গে আরও বলে রাখি, না-বাচক (Negative) বাক্যের গঠন হবে:

Subject + do/does + not  + মূল Verb

Note: Subject যদি 3rd person singular number (He, She, It, Rahul, Mita ইত্যাদি) হয় তাহলে Subject এরপর does বসবে। আর বাকিক্ষেত্রে do বসবে।

না-বাচক (Negative) বাক্যের উদাহরণ:

(h) আমি মাংস খাই না – I do not eat meat.

(i) রাজু ধূমপান করে না – Raju does not smoke.

(j) তুমি ওখানে যেওনা – You do not go there.

(k) সে ক্রিকেট খেলে না – He does not play cricket.

##### এইবার তোমরা Present Indefinite Tense কতটা বুঝতে পারলে তা যাচাই করতে নিচে দেওয়া quiz এ অংশগ্রহণ করতে পারো:

[qsm quiz=8]

👉 সমস্ত Tense দেখার জন্য: Click Here

Keywords: Tense in Bengali | English to Bengali Translation | Present Indefinite Tense in Bengali | Bangla Tense | Tense in Bangla

3 thoughts on “PRESENT INDEFINITE TENSE IN BENGALI”

Leave a Comment