PRESENT INDEFINITE TENSE IN BENGALI

Categories: Uncategorized

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

PRESENT INDEFINITE TENSE IN BENGALI

(i) PRESENT INDEFINITE / SIMPLE PRESENT TENSE

নিচের বাক্যগুলি লক্ষ্য করো:     

আমি পঞ্চম শ্রেণীতে পড়ি – I read in class V.

 রাহুল প্রতিদিন পুকুরে স্নান করে– Rahul bathes in the pond every day.

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now

  সূর্য পূর্বদিকে ওঠে – The sun rises in the east.

প্রথম বাক্যটি ‘সাধারণ ঘটনা‘, দ্বিতীয় বাক্যটি ‘অভ্যাস‘ এবং তৃতীয় বাক্যটি চিরসত্য ঘটনা‘ নির্দেশ করছে। এইসব বাক্যগুলি Present Indefinite Tense.

 কাকে বলে: সাধারণ বর্তমানকালে কোনো কাজ করা হয় বা কোনো ঘটনা ঘটে বা কোনো অভ্যাস বা চিরসত্য ঘটনা বোঝাতে Present indefinite tense হয়।

চেনার নিয়ম: এই ধরণের Tense এ বাংলায় মূল ক্রিয়া যেমন, যায়, খায়, করে, নাচে, পড়া করে ইত্যাদি থাকে।

গঠনের নিয়ম:    Present Indefinite Tense গঠন করার সময়, প্রথমে বাক্যের কর্তা অর্থাৎ Subject বসিয়ে মূল বা প্রধান ক্রিয়া অর্থাৎ Main Verb এবং তারপর বাক্যের বাকি অংশ বসাতে হয়।

সুতরাং আমরা জানলাম:  Subject + মূল Verb + Others (বাক্যের বাকি অংশ)

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

Note: Subject যদি 3rd person singular number (He, She, It, Rahul, Mita ইত্যাদি) হয় তাহলে verb এর শেষে -s বা -es যুক্ত হয়।

উদাহরণ:

(a)  রিনা গান করে – Rina sings.

(‘Rina’ 3rd person singular number  তাই ‘sing’ verb এর সাথে s যুক্ত হয়ে ‘sings’ হয়েছে)

(b) আমি বিকেলে খেলা করি – I play in the afternoon.

(c) ঘাস হয় সবুজ – Grass is green.

(d) তিনি একজন ডাক্তার – He/She is a doctor.

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

(e) পৃথিবী সূর্যের চারিদিকে ঘরে – The Earth moves round the sun.

(‘The Earth’ 3rd person singular number  তাই ‘move’ verb এর সাথে -s যুক্ত হয়ে moves হয়েছে)

(f) মেয়েটি খুব ভালো নাচে – The girl dances very well.

(The girl তাই ‘dance’ verb এর সাথে s যুক্ত হয়ে ‘dances’ হয়েছে)

(g) সে বিদ্যালয়ে যায় – He/She goes to school.

(‘He/She’ 3rd person singular number তাই ‘go’ verb এর সাথে -es যুক্ত হয়ে ‘goes’ হয়েছে)            

Subscribe Our YouTube Channel: Click Here

** ** এই প্রসঙ্গে আরও বলে রাখি, না-বাচক (Negative) বাক্যের গঠন হবে:

Subject + do/does + not  + মূল Verb

Note: Subject যদি 3rd person singular number (He, She, It, Rahul, Mita ইত্যাদি) হয় তাহলে Subject এরপর does বসবে। আর বাকিক্ষেত্রে do বসবে।

না-বাচক (Negative) বাক্যের উদাহরণ:

(h) আমি মাংস খাই না – I do not eat meat.

(i) রাজু ধূমপান করে না – Raju does not smoke.

(j) তুমি ওখানে যেওনা – You do not go there.

(k) সে ক্রিকেট খেলে না – He does not play cricket.

##### এইবার তোমরা Present Indefinite Tense কতটা বুঝতে পারলে তা যাচাই করতে নিচে দেওয়া quiz এ অংশগ্রহণ করতে পারো:

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

[qsm quiz=8]

👉 সমস্ত Tense দেখার জন্য: Click Here

Keywords: Tense in Bengali | English to Bengali Translation | Present Indefinite Tense in Bengali | Bangla Tense | Tense in Bangla

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

Leave a Reply