NMMS Scholarship West Bengal

NMMS Scholarship West Bengal

NMMSE 2022: Click Here

ন্যাশনাল মিন্স-কাম-মেরিট স্কলারশিপ স্কিম হল একটি কেন্দ্রীয় সরকার-স্পন্সর স্কিম। অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর অষ্টম শ্রেণীতে (Class- 8) পাঠরত মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে এবং মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পর্যায়ে পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহ প্রদান করতে এই স্কিম টি চালু করা হয়েছে।

বৃত্তির পরিমাণ:
সফল পরীক্ষার্থীদের বার্ষিক 12000/- টাকা প্রদান করা হয়। (4 বছরের জন্য মোট 48000/- টাকা)

যোগ্যতা:

(i) সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রী হতে হবে।

(ii) পিতামাতার আয় হতে হবে বার্ষিক 1,50,000 /- টাকার নীচে। এর প্রমান স্বরূপ B.D.O Income Certificate আপলোড করতে হবে।

(iii) প্রত্যেক আবেদনকারীর নামে একটি Bank Account (Single বা Joint) থাকতে হবে। একবার ব্যাঙ্কের বিবরণ জমা দেওয়া হলে তা চূড়ান্ত এবং Bank Account নম্বর পরিবর্তন সংক্রান্ত কোনও অনুরোধ গ্রহণ করা হবে না।

সিলেবাস:

একই দিনে দুটি সেশনে দুটি পেপারের পরীক্ষা নেওয়া হবে।

১ম পেপার: Mental Ability Test (MAT) পূর্ণমান: 90 সময়: 90 মিনিট।

২য় পেপার: Scholastic Aptitude Test (SAT) পূর্ণমান: 90 সময়: 90 মিনিট।

SAT পেপারের নীচের বিষয়গুলি থেকে প্রশ্ন থাকবে-
১. গণিত ২. পরিবেশ বিজ্ঞান (ভৌত বিজ্ঞান ও জীবন বিজ্ঞান) ৩. ইতিহাস ৪. ভূগোল।

MAT পেপারে মানসিক দক্ষতা পরীক্ষা করা হবে।

শিক্ষার্থীদের ন্যূনতম 40% (SC/ST ছাত্রদের জন্য 32%) নম্বর নিয়ে MAT ও SAT পেপারে উত্তীর্ণ হতে হবে।

আমাদের ওয়েবসাইট এ এই পরীক্ষার প্রস্তুতির জন্য নিয়মিত প্রশ্ন শেয়ার করা হবে।

NMMS Scholarship West Bengal

আবেদন কীভাবে করবে:

Step 1:
প্রথমে www.scholarships.wbsed.gov.in এই ওয়েবসাইটে গিয়ে ‘New User Register Here’ লিঙ্কে ক্লিক করতে হবে এবং একটি মোবাইল নম্বর সহ ব্যক্তিগত বিবরণ পূরণ করতে হবে। একটি রেজিস্ট্রেশন নম্বর তৈরি হবে যা ভবিষ্যতে login করার জন্য Password সহ লিখে রাখতে হবে।

Step 2:
রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে login করতে হবে।
এরপর উপযুক্ত তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে হবে এবং নিজস্ব পাসপোর্ট সাইজের ছবি স্ক্যান করে আপলোড করতে হবে। ছবির সাইজ 50 KB এর মধ্যে হতে হবে।
একবার ফর্মটি সঠিকভাবে পূরণ হলে, Lock করতে হবে। আবেদনপত্রসহ একটি সার্টিফিকেট ফরম্যাট চলে আসবে। এগুলি ডাউনলোড করে সার্টিফিকেটটিতে প্রধান শিক্ষকের সিলসহ সই নিতে হবে।

Step 3:
এরপর আবার login করে প্রধান শিক্ষকের সই করা সার্টিফিকেটটি এবং নীচের document গুলি আপলোড করতে হবে।
(i) পিতামাতার আয়ের শংসাপত্র (BDO income Certificate)
(ii) ব্যাঙ্ক পাসবুকের প্রথম পৃষ্ঠা।
(iii) জাতি শংসাপত্র (Caste Certificate), যদি প্রযোজ্য হয়।
(iv) প্রতিবন্ধী শংসাপত্র, যদি প্রযোজ্য হয়।
প্রতিটি document pdf ফরম্যাটে 200 KB এর মধ্যে হতে হবে।

সময়মত পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে এবং অ্যাডমিট কার্ড দেওয়া হবে।

২০২২ সালে অষ্টম শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রীরা কবে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে তা আমাদের ওয়েবসাইট এ জানিয়ে দেওয়া হবে।

Official website: Click Here

Class 8 English Notes: Click Here

nmms scholarship nmms scholarship West Bengal wb scholarship school scholarship nmms exam nmms exam syllabus. West Bengal Scholarship

NMMS Scholarship Previous Year Question Papers in Bengali NMMS Scholarship Previous Year Question Papers of West Bengal.

2 thoughts on “NMMS Scholarship West Bengal”

Leave a Comment