Madhyamik Suggestion Physical Science

Categories: Uncategorized

Madhyamik Suggestion Physical Science

১. মোটর গাড়ির হাডলাইটে ব্যবহৃত হয়-
অবতল দর্পন।
২. গাড়ির ভিউ ফাইন্ডারে ব্যবহৃত হয়-
উত্তল দর্পন।
৩. সাদা আলোর বিশুদ্ধ বর্ণালির প্রান্তিক বর্ণ দুটি-
লাল ও বেগুনি।
৪. বিবর্ধক কাচ হিসেবে ব্যবহৃত হয়-
উত্তল লেন্স।
৫. মায়োপিয়া বা হ্রস্বদৃষ্টি ত্রুটি দূর করতে ব্যবহার করা হয়-
অবতল লেন্স।
৬. সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছকে অপসারী আলোকরশ্মি গুচ্ছে পরিণত করে-
অবতল লেন্স।
৭. দীর্ঘ দৃষ্টি প্রতিকার করতে ব্যবহৃত হয়-
উত্তল লেন্স।
৮. প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো পাঠালে যে বর্ণের আলোর বিচ্যুতি নুন্যতম হবে তা হলো-
লাল বর্ণের।
৯. একটি গোলীয় দর্পনের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে বলা হয়-
ওই দর্পনের মেরু।
১০. এক্স রশ্মি ব্যবহার করা হয়-
চিকিৎসা বিজ্ঞানে রোগ নির্ণয় , ক্যানসার, টিউমারের চিকিৎসায়।
১১. উত্তল লেন্সের সামনে কোথায় বস্তু রাখলে বস্তুর সমান আকারের সদবিম্ব গঠিত হয়?
ফোকাসে।
১২. প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক, সেটি হলো-
বেগুনি।

Leave a Reply