অভিব্যক্তি ও অভিযোজন MCQ প্রশ্ন-উত্তর | মাধ্যমিক জীবন বিজ্ঞান
মাধ্যমিক জীবন বিজ্ঞান
অধ্যায়: অভিব্যক্তি ও অভিযোজন
গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর
MCQs
১. কোয়াসারভেট তত্ত্বের প্রবক্তা ছিলেন:
a. হ্যালডেন b. ওপারিন c. ফক্স d. হ্যাসলে
উত্তর: b. ওপারিন
২. ‘রাসায়নিক বিবর্তনবাদের’ স্রষ্টা হলেন:
a. ওপারিন b. হ্যাসলে c. হ্যালডেন d. হ্যালডেন এবং ওপারিন
উত্তর: d. হ্যালডেন এবং ওপারিন
৩. ডারউইনবাদের মূল প্রতিপাদ্য বিষয়টি হল:
a. অঙ্গের ব্যবহার ও অব্যবহার b. অস্তিত্বের জন্য সংগ্রাম c. প্রাকৃতিক নির্বাচন d. উত্তরাধিকার
উত্তর: c. প্রাকৃতিক নির্বাচন
৪. অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ মতবাদটির প্রবর্তক হলেন:
a. ডারউইন b. ভাইসম্যান c. ল্যামার্ক d. ডানিকেন
উত্তর: c. ল্যামার্ক
৫. ‘যোগ্যতমের উদৰ্তন’ কথাটির সমর্থক কে?:
a. ডারউইন b. ল্যামার্ক c. ডি-ভ্রিস d. স্পেনসার
উত্তর: a. ডারউইন
৬. আধুনিক ঘোড়া হল:
a. ইওহিপ্পাস b. ইকুয়াস c. মেসোহিপ্পাস d. প্লায়োহিপ্পাস
উত্তর: b. ইকুয়াস
৭. একটি অলিন্দ ও একটি নিলয় নিয়ে গঠিত হৃৎপৃন্ডযুক্ত প্রাণীটি হল:
a. মাছ b. ব্যাং c. সাপ d. কুমির
উত্তর: a. মাছ
৮. আর্কিওপটেরিক্স-এর জীবাশ্ম যে দুটি শ্রেণির প্রাণীর মধ্যে সংযোগ রক্ষা করে তা হল:
a. সরীসৃপ ও স্তন্যপায়ী b. পক্ষী ও স্তন্যপায়ী c. উভচর ও সরীসৃপ d. সরীসৃপ ও পক্ষী
উত্তর: d. সরীসৃপ ও পক্ষী
৯. নিউম্যাটোফোর দেখা যায়:
a. আম গাছে b. ফণীমনসাতে c. পাইন গাছে d. সুন্দরী গাছে
উত্তর: d. সুন্দরী গাছে
১০. মৌমাছির বাৰ্তা প্রদানের নৃত্যের মহড়া দেখতে:
a. ‘3’ আকৃতির b. ‘6’ আকৃতির c. ‘৪’ আকৃতির d. ‘4’ আকৃতির।
উত্তর: c. ‘৪’ আকৃতির
১১. মাছের দেহের দুপাশে অবস্থিত ‘v’ আকৃতির পেশিকে বলে:
a. কোরাকো ব্রাকিয়ালিস b. পেক্টোরালিস c. বাইসেপস d. মায়োটোম পেশি
উত্তর: d. মায়োটোম পেশি
১২. জীবনের উৎপত্তিতে সব থেকে গুরুত্বপূর্ন জৈব যৌগ হল-
a. নিউক্লিওটাইড b. নিউক্লিওসাইড c. প্রোটিন d. অ্যামিনো অ্যাসিড
উত্তর: b. নিউক্লিওসাইড
১৩. আদিমতম পৃথিবীতে যে উপাদানটি ছিল না, সেটি হল-
a. মিথেন b. হাইড্রোজেন c. অ্যামোনিয়া d. মুক্ত অক্সিজেন
উত্তর: d. মুক্ত অক্সিজেন
১৪. পৃথিবীতে সর্বপ্রথম জীবনের বা প্রানের আবির্ভাব ঘটে-
a. সমুদ্রে b. স্থলে c. অন্তরীক্ষে d. ভূগর্ভে
উত্তর: a. সমুদ্রে
১৫. উৎপত্তি ও অন্তর্গঠনগত সাদৃশ্যযুক্ত অঙ্গগুলিকে বলা হয়-
a. সমসংস্থ অঙ্গ b. সমবৃত্তীয় অঙ্গ c. লুপ্তপ্রায় অঙ্গ d. সংযোগরক্ষাকারী অঙ্গ
উত্তর: a. সমসংস্থ অঙ্গ
১৬. মানুষের ক্ষেত্রে লুপ্তপ্রায় অঙ্গটি হল-
a. হিউমেরাস b. সিকাম c. ভার্মিফর্ম অ্যাপেনডিক্স d. শ্বাসনালী
উত্তর: c. ভার্মিফর্ম অ্যাপেনডিক্স
১৭. ঘোড়ার প্রাচীনতম জীবাশ্মের নাম হল-
a. প্লিওহিপ্পাস b. মেসোহিপ্পাস c. মেরিচিপ্পাস d. ইউহিপ্পাস
উত্তর: d. ইউহিপ্পাস
১৮. মিসিং লিংকের একটি উদাহরণ হল-
a. ইকুয়াস b. আরকিওপটেরিক্স c. ইউহিপ্পাস d. উটপাখি
উত্তর: b. আরকিওপটেরিক্স
১৯. ‘ফিলোজফিক জুলজিক’ নামক গ্রন্থের লেখক হলেন-
a. ডড্নন b. ওয়াইসম্যান c. ল্যামার্ক d. দ্য ভ্রিস
উত্তর: c. ল্যামার্ক
২০. ‘অন দি অরিজিন অফ স্পিসিস বাই মিনস্ অফ ন্যাচারাল সিলেকশন’ গ্রন্থের লেখক হলেন-
a. ল্যামার্ক b. দ্য ভ্রিস c. ডারউইন d. স্পেনসার
উত্তর: c. ডারউইন
২১. ‘অস্তিত্বের জন্য সংগ্রাম’ কথাটি প্রথম ব্যবহার করেছিলেন-
a. ডারউইন b. ল্যামার্ক c. মেন্ডেল d. ওয়াইসম্যান
উত্তর: a. ডারউইন
২২. উদ্ভিদের একটি নিষ্ক্রিয় অঙ্গ হল-
a. বীজপত্র b. ফুল c. মুকুল d. শল্কপত্র
উত্তর: d. শল্কপত্র
২৩. _____________ ঘোড়াকে ঊষাকালের ঘোড়া বলা হয়।
a. ইউহিপ্পাস-কে b. মেরিচিপ্পাস-কে c. মেসোহিপ্পাস–কে d. প্লিওহিপ্পাস-কে
উত্তর: a. ইউহিপ্পাস
২৪. রোমন্থক ঘোড়া বলা হয়-
a. ইউহিপ্পাস-কে b. প্লিওহিপ্পাস-কে c. মেসোহিপ্পাস-কে d. মেরিচিপ্পাস-কে
উত্তর: d. মেরিচিপ্পাস-কে
২৫. ঘোড়ার আদিপুরুষ ইউহিপ্পাস বিরাজ, করত-
a. ইউসিন যুগে b. মিওসিন যুগে c. প্লিওসিন যুগে d. অলিগোসিন যুগে
উত্তর: a. ইউসিন যুগে
২৬. শ্বাসমূল দেখা যায়-
a. সুন্দরী গাছে b. ক্যাকটাসে c. মটর গাছে d. খেজুর গাছে
উত্তর: a. সুন্দরী গাছে
২৭. মাছকে জলের মধ্যে গভীরতা পরিবর্তন করতে সাহায্য করে-
a. পটকা b. পাখনা c. আঁশ d. লেজ
উত্তর: a. পটকা
২৮. নীচের যে প্রাণীটির লোহিত কণিকায় নিউক্লিয়াস থাকে না, সেটি হল-
a. উট b. পাখি c. ব্যাং d. কোনোটিই নয়
উত্তর: a. উট
২৯. মায়োটম পেশি থাকে-
a. মানুষে b. সাপে c. মাছে d. পায়রায়
উত্তর: c. মাছে
৩০. জল সংরক্ষণের জন্য ক্যাকটাসের পাতা রূপান্তরিত হয়-
a. কাঁটায় b. আকর্ষে c. শল্কে d. ফুলে
উত্তর: a. কাঁটায়
৩১. পায়রার ডানায় রেমিজেস পালকের সংখ্যা-
a. 7 b. 13 c. 23 d. 43
উত্তর: c. 23
৩২. শ্রমিক স্কাউট মৌমাছিরা বৃত্তাকার নাচের মাধ্যমে অন্যদের কী বোঝায় –
a. জলের সন্ধান পাওয়া গেছে
b. খাবারের সন্ধান পাওয়া গেছে
c. মধুর সন্ধান পাওয়া গেছে
d. মোমের সন্ধান পাওয়া গেছে
উত্তর: b. খাবারের সন্ধান পাওয়া গেছে
৩৩. খাদ্যের উৎস দূরে হলে মৌমাছির যে নৃত্য দেখা যায়, সেটি হল-
a. কৌণিক b. চৌকোনাকার c. ওয়াগ্ল d. রোটশন
উত্তর: c. ওয়াগ্ল
৩৪. মাছের পটকা সংলগ্ন গ্যাস শোষক গ্রন্থটি হল-
a. মিটি বিরাবিলি b. লাল গ্রন্থি c. রিটি মিরাবিলি d. সবুজ গ্রন্থি
উত্তর: c. রিটি মিরাবিলি
৩৫. জলের অভাব মেটাতে সুন্দরী ও ক্যাকটাসজাতীয় উদ্ভিদের একটি সাধারণ ব্যবস্থাপনা হল-
a. পাতার সংখ্যা হ্রাস b. পাতার কাঁটায় পরিণত হওয়া c. শ্বাসমূল d. কিউটিকল
উত্তর: d. কিউটিকল
৩৬. নিম্নলিখিত যে প্রাণীর লোহিত রক্ত কণিকা স্বাভাবিক আকারের 240% বৃদ্ধি পেতে পারে, সেটি হল-
a. মানুষ b. ইঁদুর c. উট d. শিম্পাঞ্জি
উত্তর: d. শিম্পাঞ্জি
👉 মাধ্যমিক জীবন বিজ্ঞান সমস্ত অধ্যায়: Click here
👉 Subscribe Our YouTube Channel: Click Here
অভিব্যক্তি ও অভিযোজন MCQ প্রশ্ন-উত্তর | মাধ্যমিক জীবন বিজ্ঞান