Madhyamik Dialogue Writing Mobile-er-Sufol-Kufol

Madhyamik Dialogue Writing Mobile-er-Sufol-Kufol

মোবাইল ফোনের ভালোমন্দ নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।

অর্জুন: কেমন আছো মিলন?

মিলন: ভালো, আর তুমি?

অর্জুন: আমিও ভালোই আছি। শুনলাম তুমি নতুন মোবাইল কিনেছো?

মিলন: হ্যাঁ, কিছুদিন আগে কিনলাম। বর্তমানে একটা মোবাইল তো খুব দরকার। এটা ছাড়া একটি দিনও চলতে পারি না।

অর্জুন: ঠিকই বলেছো। মোবাইল যেন আমাদের নিত্য সঙ্গী। এটা বিশ্বব্যাপী যোগাযোগকে দ্রুততর করেছে। কথা বলা ছাড়াও, আমরা মোবাইলের সাহায্যে ইলেকট্রিক বিল দিতে পারি, ইন্টারনেট ব্যবহার করতে পারি এবং এখন তো অনলাইন শপিংও করতে পারছি।

মিলন: হ্যাঁ। এটা ব্যবহার করে আমরা ই-মেইল পাঠাতে এবং ভিডিও কল করতে পারছি। মোবাইল আমাদের জীবনকে সহজ এবং আরামদায়ক করে তুলেছে।

অর্জুন: কিন্তু ভালো দিকের পাশাপাশি মোবাইলের কিছু খারাপ দিকও রয়েছে। বর্তমান যুবসমাজ এটার অপব্যবহার করে তাদের মূল্যবান সময় নষ্ট করছে। ছাত্রছাত্রীরা অনলাইন গেমে আসক্ত হয়ে পড়ছে। ফলে পড়াশোনায় তাদের মনোযোগ কমে যাচ্ছে।

মিলন: আসলে যে কোনো কিছুর বাড়াবাড়ি খারাপ। মোবাইলের খারাপ দিকগুলি এড়াতে আমাদের সতর্কতার সাথে এটা ব্যবহার করা উচিত।

অর্জুন: হ্যাঁ, মোবাইল তাদের কাছেই আশীর্বাদস্বরূপ যারা এটার সঠিক ব্যবহার জানে।

মিলন: হ্যাঁ, ঠিক বলেছো।

অর্জুন: ঠিক আছে। পরে আবার কথা হবে।

মিলন: ঠিক আছে।

👉 সব সংলাপ রচনা দেখতে: Click Here
সমস্ত প্রতিবেদন রচনা দেখতে: Click Here
👉 সমস্ত রচনা দেখতে: Click Here
মাধ্যমিক বাংলা সাজেশন: Click Here
Subscribe Our YouTube Channel: Click Here

মাধ্যমিকের সংলাপ রচনা | সংলাপ রচনা লেখার নিয়ম Bangla Songlap Rochona Mobile er ValoMondo

বাংলা সংলাপ রচনা বই | সংলাপ লেখার নিয়ম | মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ সংলাপ রচনা

মোবাইল ফোনের ভালোমন্দ নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।

Madhyamik Dialogue Writing Mobile-er-Sufol-Kufol

Leave a Comment