Madhyamik Bangla Bohurupi Marks-3
বহুরূপী প্রশ্ন উত্তর
প্রশ্নমান: ৩
১. “বাঃ, এ তো বেশ মজার ব্যাপার” -কোন ঘটনা কে বেশ মজার ব্যাপার বলা হয়েছে?
উত্তর: সাহিত্যিক সুবোধ ঘোষ রচিত ‘বহুরূপী’ গল্প থেকে আলোচ্য অংশটি সকলিত। উদ্ধৃতাংশের বক্তা হলেন বহুরূপী হরিদা। গল্পকথক ও তার দুই সঙ্গী ভবতোষ ও অনাদি জগদীশ বাবুর বাড়িতে আগত উঁচু দরের এক সন্ন্যাসীর কথা হরিদাকে বলেছিলেন। সে প্রসঙ্গে আলোচনায় উঠে আসে সন্ন্যাসীর পায়ের ধুলোর কথা, যা খুব দুর্লভ জিনিস এবং তা সহজে পায় না। জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলে সন্ন্যাসী তার পা এগিয়ে দেন আর তখনই জগদীশবাবু সন্ন্যাসীর পায়ের ধুলো নিয়ে নেন। এই ঘটনাকেই মজার ব্যাপার বলা হয়েছে কারণ সন্ন্যাসীর পায়ের ধুলো নেওয়ার জন্য জগদীশবাবুকে ছলনার আশ্রয় নিতে হয়েছিল। |
২. “কিন্তু দোকানদার হেসে ফেলে — হরির কান্ড” -হরি কে? সে কী কান্ড করেছিল?
উত্তর: সাহিত্যিক সুবোধ ঘোষ রচিত ‘বহুরূপী’ গল্পের অন্যতম চরিত্র হল হরি অর্থাৎ হরিদা। শহরের বুকে সন্ধ্যার আলো সবেমাত্র জ্বলছে। শহরের দোকানগুলোতে লোকজনের ব্যস্ততাও জমে উঠেছে। সেই সময় শোনা যায় ঘুঙুরের মিষ্টি আওয়াজ তুলে একজন রূপসী বাইজি নাচতে নাচতে রাস্তা দিয়ে চলে যাচ্ছে এবং মুচকি হেসে চোখটি টিপে দোকানের সামনে হাতে ধরা ফুলসাজিটা এগিয়ে দিচ্ছে। তাতে দোকানদাররা হেসে ফেলে একটা করে সিকি তুলে দিচ্ছে। সেদিন হরিদার বাইজি সাজে মোট আট টাকা দশ আনা রোজগার হয়েছিল। সেদিন বাইজির সাজে হরিদাকে দোকানদাররা চিনতে পারলেও শহরে আগত নতুন মানুষেরা কিন্তু বহুরূপী বাইজিকে চিনতে পারেনি তাইতো তারা বড়ো বড়ো চোখ করে অবাক হয়ে তাকিয়েছিল। |
৩. “একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল” -কোথায়, কখন কী ঘটেছিল আলোচনা করো।
উত্তর: বিশিষ্ট সাহিত্যিক সুবোধ ঘোষ রচিত ‘বহুরূপী’ গল্প থেকে উদ্ধৃতাংশটি সংকলিত। একদিন দুপুরবেলা চকের বাস স্ট্যান্ডের কাছে প্রশ্নে উদ্ধৃত আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। আতঙ্কের কারণ রাস্তার একটি উন্মাদ পাগল। যার মুখ থেকে লালা ঝরছে, চোখ দুটো কটকটে লাল এবং কোমরে তার ছেঁড়া কম্বল জড়ানো, গলায় টিনের কৌটার মালা সে একটা থান ইট তুলে নিয়ে বাসের ওপরে বসা যাত্রীদের দিকে বারবার তেড়ে যাচ্ছিল। যার কারণে ভয়ে আতঙ্কিত যাত্রীরা কেউ চিৎকার করছে আবার কেউ দুটো-একটা পুসা ফেলেও দিচ্ছে। আসলে পাগলটি ছিল আমাদের প্রিয় বহুরূপী হরিদা, যাকে চিনতে পেরেছিল বাসের ড্রাইভার কাশীনাথও। |