Learn সমাস Part- 1

Categories: Uncategorized

Learn সমাস Part- 1

সমাস শব্দের অর্থ কী?

সমাস শব্দের অর্থ হলো ‘সংক্ষেপ’।

সমাস শব্দের ব্যুৎপত্তি লেখো।

সম – অস + অ।

সমাস শেখার প্রয়োজনীয়তা:

ব্যাকরণ যেমন ভাষার বিভিন্ন কৌশলকে বিশ্লেষণ করে থাকে, তেমনি ব্যাকরণের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হল, ভাষাকে সুন্দর ও সুশৃঙ্খল করে তোলা। সেই লক্ষ্যে বাক্যের অন্তর্গত বিভিন্ন পদের মধ্যে সংযোগ স্থাপন করে বাক্যকে সুন্দর করে তুলতে, আমরা ব্যাকরণের একটি অন্যতম প্রক্রিয়া, সমাস সমন্ধে পড়ব, জানব ও নির্ণয় শিখব।

সমাস কাকে বলে?

পরস্পর অর্থ সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদের এক পদে মিলনকেই সমাস বলে। বাংলা ভাষায় যে সকল প্রক্রিয়ায় নতুন পদ বা শব্দ তৈরি হয় সমাস তার একটি। সমাসের রীতি সংস্কৃত থেকে বাংলায় এসেছে। যেমন: দোয়াত ও কলম = দোয়াতকলম, পীত অম্বর যার = পীতাম্বর।

সমাস শব্দের বিভিন্ন বিশ্লেষণ গুলি কী কী?

সমাস শব্দের বিভিন্ন বিশ্লেষণ গুলি হল-
ক) প্রত্যয় : সম্-অস+অ(ঘঞ)
খ) সন্ধি : সম+আস
গ) সমাস : সম্(এক) আস(হওয়া)= এক হওয়া।

সন্ধি ও সমাসের মধ্যে পার্থক্য:
সন্ধিসমাস
1.বর্ণের সঙ্গে বর্ণের বা ধ্বনির সঙ্গে ধ্বনির মিলনে সন্ধি হয়। যেমন-গ্রন্থ + আগার = গ্রন্থাগার1.দুই বা ততোধিক শব্দের অর্থগত মিলনে হয় সমাস। যেমন- আমি, তুমি ও সে = আমরা
2.সন্ধিতে একটি পদের অর্থ অক্ষুণ্ণ থাকে।2.সমাসে দ্বন্দ্ব সমাস ছাড়া তা নাও থাকতে পারে।
3.পূর্বপদের বিভক্তি লোপ পায় না।3.অলুক সমাস বাদে অন্যান্য ক্ষেত্রে বিভক্তি লোপ পায়।
4.পদক্রম অক্ষুণ্ণ থাকে।4.কখনও কখনওপদগুলি পরস্পর স্থান পরিবর্তন করে।
5.বহিরাগত অন্য শব্দের ব্যবহার হয় না।5.সমাসের প্রয়োজনে অন্য শব্দ আসতে পারে। যেমন অন্য গ্রাম = গ্রামাত্তর
6.অর্থ অক্ষুণ্ণ থাকে।6.অর্থের পরিবর্তন ঘটতে পারে।যেমন-বীণা পাণিতে যাহার = বীণাপানি।যার মানে সরস্বতীকে বোঝায়।

Leave a Reply