Indian Classical-and-Folk Dance in Bengali

Indian Classical and Folk Dance in Bengali
Categories: Uncategorized

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

Indian Classical-and-Folk Dance in Bengali

এখানে ভারতের শাস্ত্রীয় ও লোক নৃত্য সমূহের গুরুত্বপূর্ণ তালিকা তুলে ধরা হলো। এগুলি আপনাদের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নিতে সাহায্য করবে। তালিকাটি দেখার পর নীচের দিকে দেওয়া MCQ টেস্টে অংশগ্রহণ করে আপনারা কতটুকু জানলেন তা যাচাই করে নিন।

ভারতের শাস্ত্রীয় নৃত্য (Indian Classical Dance):

নৃত্যরাজ্য 
ভারতনাট্যম (Bharatanatyam)তামিলনাড়ু
ভাংড়া (Bhangra)পাঞ্জাব
গাড়োয়ালি (Garhwali)উত্তরাঞ্চল
হাটারি (Hattari), ইয়াকশাগণ (yakshagana)কর্ণাটক
কথাকলি (Kathakali), মোহিনীয়াট্যম (Mohiniyattam)কেরালা
খানটুম (khantumm)মিজোরাম
লাহো (laho)মেঘালয়
মান্ডো (Mando)গোয়া
নটি (Nati)হিমাচল প্রদেশ
ওড়িশি (Odissi), ছৌ (Chhau)উড়িষ্যা
বিহু (Bihu)অসম
ছৌ (Chhau)পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড
গর্বা (Garba)গুজরাট
কত্থক (Kathak)উত্তর প্রদেশ, উত্তর ভারত
ঘুমর (Ghoomar)রাজস্থান
কুচিপুরি (Kuchipudi)অন্ধ্রপ্রদেশ
কার্মা (Karma)মধ্যপ্রদেশ
মনিপুরী (Manipuri)মুনিপুর
যট-যতীন (Jat-Jatin), ছৌ (Chhau)বিহার
রাউফ (Rouf)জম্মু ও কাশ্মীর

ভারতের লোক নৃত্য (Indian Folk Dances):

রাজ্য / কেন্দ্রশাসিতনৃত্য
মহারাষ্ট্রকথাকীর্তন, লেজিন, তামাশা, গাফা, দাহিকলা, মৌনী, দশাবতার, লোভানি, দনদনিয়া
কর্ণাটকহাটারি, সুগি, কুনিথা,ইয়াকশাগণ
কেরালাকাইকোটিকালি, কালিয়াট্যম, তাপাতিকালি
তামিলনাড়ুকলাট্টম, পিনাল, কুমি, কভারী, কারাগাম
অন্ধ্রপ্রদেশঘন্ট মার্দালা, বিধী নাটকম, বুড়াকথা, ধিমসা
উড়িষ্যাঘুমারা সঞ্চার, ছৌ
পশ্চিমবঙ্গকাঁথি, ছৌ, বাউল, কীর্তন, যাত্রা, লামা
অসমবিহু, খেল গোপাল, রাসলীলা, ক্যানো
পাঞ্জাবগিদ্দা, ভাংড়া
জম্মু ও কাশ্মীররাউফ, হিকত
হিমাচল প্রদেশঝোড়া, ঝাড়ি, ড্যাংলি, মহাসু, জাড্ডা, ছাড়ি
হরিয়ানাঝুমর, রাসলীলা, ফাগ নৃত্য, দাফ, ধামাল, লুর, খড়িয়া, গগর
গুজরাটগর্বা, ডান্ডিয়া রাম, টিপ্পানি, গোলফ
রাজস্থানগিনাদ, চক্রী, গাঙ্গোর, ঝুলান লীলা, ঝুমা, সুইসিনি, গাইর 
বিহারজেটা জটিন, জদুর, ছৌ, কথাপুতলি, বাখো, ঝিঝিয়া, কর্মা, নাটনা
উত্তরপ্রদেশনটঙ্কি, থোরা, চাপেলি, রাসলীলা, কাজরী

এখন নীচের MCQ টেস্টে অংশগ্রহণ করে কতটা শিখলেন জেনে নিন।

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now

১. ‘মোহিনীয়াট্টম (মোহিনীঅট্টম)’ নামক ঐতিহ্যবাহী নৃত্যশৈলীটির উৎসস্থল ভারতের কোন রাজ্য?
অসম
পশ্চিমবঙ্গ
কেরল
অন্ধ্র প্রদেশ


২. নীচের কোনটি মেঘালয়ের নৃত্যের রূপ?
লাহো
চেরাউ
ডালখাই
রাঙমা


৩. ধ্রুপদী নৃত্যের রূপ ‘কুচিপুড়ি’ কোন ভারতীয় রাজ্যের অন্তর্ভুক্ত?
তামিলনাড়ু
উত্তর প্রদেশ
অন্ধ্রপ্রদেশ
কেরালা


৪. এর মধ্যে কোনটি পাঞ্জাবের লোকনৃত্য?
গিদ্ধা নৃত্য
আকিরি নৃত্য
মন্যো আশো
লুর নৃত্য


৫. নীচের কোনটি অন্ধ্রপ্রদেশের শাস্ত্রীয় নৃত্যশৈলী?
কথাকলি
ভরতনাট্যম
ওড়িশি
কুচিপুড়ি


৬. ঘুমর কোন রাজ্যের লোকনৃত্য?
গুজরাত
ছত্তিশগড়
রাজস্থান
উত্তরপ্রদেশ

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

৭. কুনিথা কোন রাজ্যের একটি প্রথাগত নৃত্যশৈলী?
বিহার
গুজরাট
কর্ণাটক
মধ্যপ্রদেশ


৮. ধিমসা কোন রাজ্যের সরকারী লোকনৃত্য?
কর্ণাটক
মহারাষ্ট্র
অন্ধ্রপ্রদেশ
রাজস্থান


৯. ‘ময়ূরভঞ্জ ছৌ’ কোন রাজ্যের লোকনৃত্য?
ওড়িশা
রাজস্থান
মহারাষ্ট্র
কর্ণাটক


১০. নিম্নলিখিত কোন নৃত্য রাজস্থানের সাথে জড়িত?
বোধি
গাইর
রউফ
ঝোড়া


রুক্মিণী দেবী অরুন্দেল

রুক্মিণী দেবী অরুন্দেল ছিলেন একজন কিংবদন্তি ভারতীয় নৃত্যশিল্পী এবং সংস্কৃতিমনস্ক ব্যক্তি, যিনি ভরতনাট্যম নৃত্যের পুনরুজ্জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি ১৯৫৬ সালে ‘পদ্মভূষণ’ সম্মান এবং ১৯৬৭ সালে ‘সংগীত নাটক আকাদেমি ফেলোশিপ’ লাভ করেন। ইন্ডিয়া টুডে তাঁকে তাদের ‘১০০ জন ব্যক্তি তালিকায়’ অন্তর্ভুক্ত করেছিল। রুক্মিণী দেবী ভরতনাট্যম নৃত্যের আঙ্গিককে মন্দিরের প্রাঙ্গণ থেকে মঞ্চে নিয়ে আসার জন্য খ্যাতি অর্জন করেন। তাঁর প্রচেষ্টায় এই নৃত্যশৈলী আন্তর্জাতিক মঞ্চেও সম্মানিত হয়।

পণ্ডিত বিরজু মহারাজ:

পণ্ডিত বিরজু মহারাজ, আসল নাম ব্রিজমোহন মিশ্র, ছিলেন ভারতীয় কথক নৃত্যের কিংবদন্তি শিল্পী। তিনি ১৯৩৮ সালের ৪ ফেব্রুয়ারি এক কথক নৃত্যশিল্পী পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর চাচা শম্ভু মহারাজ ও লাচ্চু মহারাজ এবং বাবা ও গুরু আচন মহারাজ কথক নৃত্যশৈলীর প্রসিদ্ধ শিল্পী ছিলেন। বিরজু মহারাজ কথক নৃত্যের ধ্রুপদী শৈলীকে আন্তর্জাতিক মঞ্চে খ্যাতি এনে দিয়েছিলেন।

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

তিনি শুধুমাত্র নৃত্যশিল্পীই নন, বরং একজন বিখ্যাত কোরিওগ্রাফার হিসেবেও খ্যাতি অর্জন করেন। দেবদাস চলচ্চিত্রের ‘কাহে ছেদ মোহে’ এবং বাজিরাও মাস্তানির ‘মোহে রং দো লাল’ গানের কোরিওগ্রাফি তাঁর উল্লেখযোগ্য কাজের উদাহরণ। তাঁর অবদানে কথক নৃত্যশৈলী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অসামান্য মর্যাদা লাভ করে।

উদয় শঙ্কর:

উদয় শঙ্কর ছিলেন ভারতীয় নৃত্যের ফিউশন ধারার পথিকৃৎ এবং আধুনিক নৃত্যশৈলীর অন্যতম সেরা উদাহরণ। তিনি ভারতীয় ধ্রুপদী নৃত্যের ঐতিহ্যকে পাশ্চাত্য শৈলীর সঙ্গে মিলিয়ে এক নতুন ধারার সৃষ্টি করেছিলেন। ১৯৬২ সালে ভারতীয় নৃত্যে তাঁর অসামান্য অবদানের জন্য তাঁকে ‘সংগীত নাটক আকাদেমি ফেলোশিপ’ প্রদান করা হয়। ১৯৭১ সালে তাঁকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান ‘পদ্মবিভূষণ’ প্রদান করা হয়।

উদয় শঙ্করের সৃজনশীলতা এবং নৃত্যে ফিউশন ধারার প্রবর্তনের ফলে ভারতীয় নৃত্য আন্তর্জাতিক মঞ্চে নতুন রূপ ও পরিচিতি লাভ করে। তাঁর এই অবদানের জন্য তাঁকে ‘ভারতীয় আধুনিক নৃত্যের জনক’ বলা হয়।

কেলুচরণ মহাপাত্র:

কেলুচরণ মহাপাত্র ছিলেন ওড়িশি নৃত্যের একজন কিংবদন্তি শিল্পী এবং গুরু। তিনি ওড়িশি নৃত্যশৈলীর পুনরুজ্জীবন ও প্রচারে অসামান্য ভূমিকা পালন করেছিলেন। তিনি শুধু নৃত্যশিল্পীই নন, বরং মৃদঙ্গম, পাখাবাজ এবং তবলা বাজাতে পারদর্শী ছিলেন। এছাড়া তিনি ঐতিহ্যবাহী ‘পট্টচিত্র’ চিত্রকলায়ও দক্ষ ছিলেন।

কেলুচরণ মহাপাত্র তাঁর জীবনে অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। ১৯৬৬ সালে তিনি ‘সংগীত নাটক আকাদেমি পুরস্কার’, ১৯৭৪ সালে ‘পদ্মশ্রী’, ১৯৮৮ সালে ‘পদ্মভূষণ’, ১৯৯১ সালে ‘সংগীত নাটক আকাদেমি ফেলোশিপ’ এবং ২০০০ সালে ‘পদ্মবিভূষণ’ সম্মানে ভূষিত হন। তাঁর এই অবদানের জন্য তাঁকে ওড়িশি নৃত্যের অন্যতম শ্রেষ্ঠ প্রবর্তক এবং গুরু হিসেবে স্মরণ করা হয়।

গুরু বিপিন সিং:

গুরু বিপিন সিং ছিলেন মণিপুরী নৃত্যের একজন বিশিষ্ট গুরু এবং প্রবর্তক। মণিপুরী নৃত্যশৈলীর প্রচার ও প্রসারে তাঁর অবদান অপরিসীম। তিনি মহিলাদের জন্য ইম্ফলে ‘গোবিন্দজি নার্তনালয়’ নামে একটি নৃত্য বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং পরে, ১৯৭২ সালে কলকাতায় ‘মণিপুরী নরতনালয়’ প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে তিনি মণিপুরী নৃত্যের ঐতিহ্যকে রক্ষা ও প্রচার করার পাশাপাশি অনেক নতুন প্রতিভার উন্মেষ ঘটান।

গুরু বিপিন সিংয়ের কাজ মণিপুরী নৃত্যশৈলীর সৌন্দর্য ও আধ্যাত্মিকতাকে আন্তর্জাতিক মঞ্চে উপস্থাপন করতে সহায়তা করেছে। তাঁকে মণিপুরী নৃত্যের পুনর্জাগরণের একজন অগ্রগণ্য ব্যক্তিত্ব হিসেবে স্মরণ করা হয়।

পদ্মা সুব্রহ্মণ্যম:

পদ্মা সুব্রহ্মণ্যম একজন বিশিষ্ট ভরতনাট্যম নৃত্যশিল্পী, গবেষক এবং শিক্ষিকা। ভরতনাট্যম নৃত্যশৈলীর পুনরুজ্জীবন এবং প্রচারে তাঁর অবদান অনস্বীকার্য। তিনি ভারতীয় ধ্রুপদী নৃত্যের এই ফর্মটিকে সমৃদ্ধ করতে সারা জীবন কাজ করেছেন।

তিনি ১৯৮১ সালে ‘পদ্মশ্রী’ এবং ২০০৩ সালে ‘পদ্মভূষণ’ সম্মানে ভূষিত হন। তাঁর নৃত্য ক্যারিয়ারে তিনি ভরতনাট্যমের জন্য ১০০টিরও বেশি পুরস্কার অর্জন করেছেন। পদ্মা সুব্রহ্মণ্যমকে ভরতনাট্যমের ঐতিহ্য এবং ইতিহাস নিয়ে গভীর গবেষণা এবং অভিনব পরিবেশনার জন্য বিশেষভাবে সম্মানিত করা হয়। তাঁর কাজ ভরতনাট্যমকে আন্তর্জাতিক স্তরে পরিচিতি এনে দিয়েছে।

Indian Classical-and-Folk Dance in Bengali

You may also like: গুরুত্বপূর্ণ দিবস তালিকা (Important National and International Days)

Indian Classical-and-Folk Dance in Bengali

ভারতের শাস্ত্রীয় ও লোক নৃত্য সমূহের গুরুত্বপূর্ণ তালিকা ( Indian Classical-and-Folk Dance in Bengali Pdf )

Static GK in Bengali Static GK in Bengali pdf Download

Indian Classical-and-Folk Dance in Bengali

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

Leave a Reply