Indian Classical and Folk Dance in Bengali

Indian Classical-and-Folk Dance in Bengali

Indian Classical-and-Folk Dance in Bengali

এখানে ভারতের শাস্ত্রীয় ও লোক নৃত্য সমূহের গুরুত্বপূর্ণ তালিকা তুলে ধরা হলো। এগুলি আপনাদের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নিতে সাহায্য করবে। তালিকাটি দেখার পর নীচের দিকে দেওয়া MCQ টেস্টে অংশগ্রহণ করে আপনারা কতটুকু জানলেন তা যাচাই করে নিন।

ভারতের শাস্ত্রীয় নৃত্য (Indian Classical Dance):

নৃত্যরাজ্য 
ভারতনাট্যম (Bharatanatyam)তামিলনাড়ু
ভাংড়া (Bhangra)পাঞ্জাব
গাড়োয়ালি (Garhwali)উত্তরাঞ্চল
হাটারি (Hattari), ইয়াকশাগণ (yakshagana)কর্ণাটক
কথাকলি (Kathakali), মোহিনীয়াট্যম (Mohiniyattam)কেরালা
খানটুম (khantumm)মিজোরাম
লাহো (laho)মেঘালয়
মান্ডো (Mando)গোয়া
নটি (Nati)হিমাচল প্রদেশ
ওড়িশি (Odissi), ছৌ (Chhau)উড়িষ্যা
বিহু (Bihu)অসম
ছৌ (Chhau)পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড
গর্বা (Garba)গুজরাট
কত্থক (Kathak)উত্তর প্রদেশ, উত্তর ভারত
ঘুমর (Ghoomar)রাজস্থান
কুচিপুরি (Kuchipudi)অন্ধ্রপ্রদেশ
কার্মা (Karma)মধ্যপ্রদেশ
মনিপুরী (Manipuri)মুনিপুর
যট-যতীন (Jat-Jatin), ছৌ (Chhau)বিহার
রাউফ (Rouf)জম্মু ও কাশ্মীর

ভারতের লোক নৃত্য (Indian Folk Dances):

রাজ্য / কেন্দ্রশাসিতনৃত্য
মহারাষ্ট্রকথাকীর্তন, লেজিন, তামাশা, গাফা, দাহিকলা, মৌনী, দশাবতার, লোভানি, দনদনিয়া
কর্ণাটকহাটারি, সুগি, কুনিথা,ইয়াকশাগণ
কেরালাকাইকোটিকালি, কালিয়াট্যম, তাপাতিকালি
তামিলনাড়ুকলাট্টম, পিনাল, কুমি, কভারী, কারাগাম
অন্ধ্রপ্রদেশঘন্ট মার্দালা, বিধী নাটকম, বুড়াকথা, ধিমসা
উড়িষ্যাঘুমারা সঞ্চার, ছৌ
পশ্চিমবঙ্গকাঁথি, ছৌ, বাউল, কীর্তন, যাত্রা, লামা
অসমবিহু, খেল গোপাল, রাসলীলা, ক্যানো
পাঞ্জাবগিদ্দা, ভাংড়া
জম্মু ও কাশ্মীররাউফ, হিকত
হিমাচল প্রদেশঝোড়া, ঝাড়ি, ড্যাংলি, মহাসু, জাড্ডা, ছাড়ি
হরিয়ানাঝুমর, রাসলীলা, ফাগ নৃত্য, দাফ, ধামাল, লুর, খড়িয়া, গগর
গুজরাটগর্বা, ডান্ডিয়া রাম, টিপ্পানি, গোলফ
রাজস্থানগিনাদ, চক্রী, গাঙ্গোর, ঝুলান লীলা, ঝুমা, সুইসিনি, গাইর 
বিহারজেটা জটিন, জদুর, ছৌ, কথাপুতলি, বাখো, ঝিঝিয়া, কর্মা, নাটনা
উত্তরপ্রদেশনটঙ্কি, থোরা, চাপেলি, রাসলীলা, কাজরী

এখন নীচের MCQ টেস্টে অংশগ্রহণ করে কতটা শিখলেন জেনে নিন।

১. ‘মোহিনীয়াট্টম (মোহিনীঅট্টম)’ নামক ঐতিহ্যবাহী নৃত্যশৈলীটির উৎসস্থল ভারতের কোন রাজ্য?
অসম
পশ্চিমবঙ্গ
কেরল
অন্ধ্র প্রদেশ


২. নীচের কোনটি মেঘালয়ের নৃত্যের রূপ?
লাহো
চেরাউ
ডালখাই
রাঙমা


৩. ধ্রুপদী নৃত্যের রূপ ‘কুচিপুড়ি’ কোন ভারতীয় রাজ্যের অন্তর্ভুক্ত?
তামিলনাড়ু
উত্তর প্রদেশ
অন্ধ্রপ্রদেশ
কেরালা


৪. এর মধ্যে কোনটি পাঞ্জাবের লোকনৃত্য?
গিদ্ধা নৃত্য
আকিরি নৃত্য
মন্যো আশো
লুর নৃত্য


৫. নীচের কোনটি অন্ধ্রপ্রদেশের শাস্ত্রীয় নৃত্যশৈলী?
কথাকলি
ভরতনাট্যম
ওড়িশি
কুচিপুড়ি


৬. ঘুমর কোন রাজ্যের লোকনৃত্য?
গুজরাত
ছত্তিশগড়
রাজস্থান
উত্তরপ্রদেশ


৭. কুনিথা কোন রাজ্যের একটি প্রথাগত নৃত্যশৈলী?
বিহার
গুজরাট
কর্ণাটক
মধ্যপ্রদেশ


৮. ধিমসা কোন রাজ্যের সরকারী লোকনৃত্য?
কর্ণাটক
মহারাষ্ট্র
অন্ধ্রপ্রদেশ
রাজস্থান


৯. ‘ময়ূরভঞ্জ ছৌ’ কোন রাজ্যের লোকনৃত্য?
ওড়িশা
রাজস্থান
মহারাষ্ট্র
কর্ণাটক


১০. নিম্নলিখিত কোন নৃত্য রাজস্থানের সাথে জড়িত?
বোধি
গাইর
রউফ
ঝোড়া


Indian Classical-and-Folk Dance in Bengali

You may also like: গুরুত্বপূর্ণ দিবস তালিকা (Important National and International Days)

Indian Classical-and-Folk Dance in Bengali

ভারতের শাস্ত্রীয় ও লোক নৃত্য সমূহের গুরুত্বপূর্ণ তালিকা ( Indian Classical-and-Folk Dance in Bengali Pdf )

Static GK in Bengali Static GK in Bengali pdf Download

Indian Classical-and-Folk Dance in Bengali

Leave a Comment