HS Philosophy First-Chapter Logic-MCQ

HS Philosophy First-Chapter Logic-MCQ

দ্বাদশ শ্রেণীর দর্শন বিষয়ের প্রথম অধ্যায় “যুক্তি” থেকে MCQ ও SAQ প্রশ্ন আসে। আজকে আমরা এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ MCQ শেয়ার করলাম। এগুলি উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উচ্চ মাধ্যমিক (H.S)
বিষয়: দর্শন (Philosophy)
প্রথম অধ্যায়: যুক্তি (Logic)
MCQ (৫৪ টি)

১. Logic হল একটি ____________ শব্দ।
(ক) গ্রিক
(খ) ফরাসি
(গ) ইংরেজি
(ঘ) জার্মানি


২. Logic শব্দটি কোন শব্দ থেকে উদ্ভুত হয়েছে-
(ক) Logos
(খ) Logist
(গ) Legal
(ঘ) Logike


৩. ‘Logos’ শব্দটি হলো-
(ক) গ্রিক শব্দ
(খ) ইংরেজি শব্দ
(গ) ফরাসি শব্দ
(ঘ) ল্যাটিন শব্দ


৪. ‘Logos’ শব্দটির অর্থ হলো-
(ক) বচন
(খ) চিন্তা
(গ) সংবেদন
(ঘ) অনুমান


৫. যুক্তি হলো-
(ক) শারীরিক প্রক্রিয়া
(খ) মানসিক প্রক্রিয়া
(গ) বাহ্যিক প্রক্রিয়া
(ঘ) রাসায়নিক প্রক্রিয়া


৬. ভাষায় প্রকাশিত অনুমানকে বলা হয়-
(ক) পদ
(খ) শব্দ
(গ) বচন
(ঘ) যুক্তি


৭. “An Introduction to Logic” গ্রন্থের রচয়িতা কে?
(ক) হিউম
(খ) বুল
(গ) কোপি
(ঘ) কান্ট


৮. যুক্তি হল ভাষায় প্রকাশিত-
(ক) সন্দেহ
(খ) অনুমান
(গ) কল্পনা
(ঘ) অবধারণ


৯. যুক্তিবিদ্যার জনক হলেন-
(ক) অ্যারিস্টটল
(খ) প্লেটো
(গ) পিথাগোরাস
(ঘ) থেলস


১০. যুক্তি সম্পর্কিত নানা সমস্যার আলোচনা করা হয় যে বিজ্ঞানে তাকে বলে-
(ক) নীতিবিদ্যা
(খ) অধিবিদ্যা
(গ) জ্ঞানবিদ্যা
(ঘ) তর্কবিদ্যা


১১. “যুক্তিবিদ্যা হল সকল বিজ্ঞানের প্রবেশদ্বার।” -একথা বলেছেন-
(ক) কান্ট
(খ) সক্রেটিস
(গ) অন্নমভট্ট
(ঘ) দেকার্ত


১২. যুক্তিবিদ্যা বা তর্কবিদ্যার মূল উৎস হল-
(ক) শব্দ
(খ) চিন্তা
(গ) বচন
(ঘ) বাক্য


১৩. যুক্তির ধর্ম কোনটি?
(ক) আকার
(খ) গঠন
(গ) বৈধতা
(ঘ) সত্যতা


১৪. অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে বলে-
(ক) অনুভূতি
(খ) যুক্তি
(গ) কল্পনা
(ঘ) সংবেদন


১৫. হেতুবাক্য ও সিদ্ধান্তের সমন্বয়ে গঠিত বাক্যসমষ্টিকে কী বলা হয়?
(ক) যুক্তি
(খ) অনুমান
(গ) বচন
(ঘ) কোনোটিই নয়


HS English Notes: Click Here

১৬. যুক্তির প্রতীকায়িত ভঙ্গি বা কাঠামোকে বলা হয়-
(ক) হেতু
(খ) অবয়ব
(গ) উপাদান
(ঘ) আকার


১৭. যুক্তিবাক্যের অপর নাম-
(ক) সিদ্ধান্তবাক্য
(খ) হেতু বাক্য
(গ) ন্যায় বাক্য
(ঘ) প্রমাণ বাক্য


১৮. আদর্শ যুক্তির দুটি অংশ হলো-
(ক) বাক্য ও বচন
(খ) অনুমান ও ন্যায়
(গ) সিদ্ধান্ত ও হেতুবাক্য
(ঘ) বৈধতা ও সত্যতা


১৯. যে বচনগুলি থেকে সিদ্ধান্ত নিঃসৃত হয়, তাকে বলে-
(ক) বিকল্প
(খ) হেতুবাক্য
(গ) হেতুপদ
(ঘ) সবকটিই


২০. হেতুবাক্যের সাহায্যে যাকে প্রমান করা হয় তাকে বলে-
(ক) সিদ্ধান্ত
(খ) যুক্তিবাক্য
(গ) পূর্বগ
(ঘ) অঙ্গবাক্য


২১. যুক্তি বলতে বোঝায়-
(ক) কেবল আশ্রয়বাক্য
(খ) কেবল সিদ্ধান্তবাক্য
(গ) আশ্রয়বাক্য ও সিদ্ধান্ত
(ঘ) কোনোটিই নয়


২২. বৈধতা যুক্তির-
(ক) আকারগত দিক
(খ) বস্তুগত দিক
(গ) বাস্তব বিষয়
(ঘ) কোনোটিই নয়


২৩. প্রাত্যহিক জীবনে প্রয়োগ বেশি-
(ক) বৈধতার
(খ) সত্যতার
(গ) উভয় সমান-সমান
(ঘ) কোনোটিই নয়


২৪. যে যুক্তিতে আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্য নিঃসৃত হয় তাকে বলে-
(ক) অবরোহ যুক্তি
(খ) বৈজ্ঞানিক আরোহ
(গ) অবৈজ্ঞানিক আরোহ
(ঘ) উপমাযুক্তি


২৫. কোন যুক্তিতে সিদ্ধান্ত হেতুবাক্যে নিহিত থাকে?
(ক) অবরোহ
(খ) আরোহ
(গ) উপমা
(ঘ) কোনোটিই নয়


২৬. সিদ্ধান্তের ব্যাপকতা যুক্তিবাক্যকে অতিক্রম না করলে যুক্তিটিকে বলে-
(ক) আরোহ যুক্তি
(খ) লৌকিক যুক্তি
(গ) বৈজ্ঞানিক যুক্তি
(ঘ) অবরোহ যুক্তি


২৭. আকারগত বৈধতা বলতে বোঝায়-
(ক) যুক্তির অবয়বে বৈধতা
(খ) উপাদান বৈধতা
(গ) বাস্তব জগতের সঙ্গে সাদৃশ্য
(ঘ) আকারহীনতা


২৮. বৈধতার প্রশ্নটি জড়িত হল-
(ক) বাক্যের সঙ্গে
(খ) বচনের সঙ্গে
(গ) সিদ্ধান্তের সঙ্গে
(ঘ) যুক্তির আকারের সঙ্গে


২৯. অবরোহ যুক্তিতে আশ্রয়বাক্য সত্য হলে, সিদ্ধান্ত অবশ্যই-
(ক) সত্য
(খ) মিথ্যা
(গ) সম্ভাব্য
(ঘ) সবকটিই ঠিক


৩০. যে অবরোহ যুক্তির সিদ্ধান্তে একাধিক বচনের সমর্থন থাকে তা হলো-
(ক) মাধ্যম যুক্তি
(খ) অমাধ্যম যুক্তি
(গ) প্রত্যক্ষ যুক্তি
(ঘ) পরোক্ষ যুক্তি


HS English Notes: Click Here

৩১. অবরোহ যুক্তির সিদ্ধান্তটি সর্বদাই-
(ক) অনিশ্চিত হয়
(খ) সম্ভাব্য হয়
(গ) নিশ্চিত হয়
(ঘ) সংশয়পূর্ণ হয়


৩২. অমাধ্যম যুক্তির আশ্রয়বাক্যের সংখ্যা হল-
(ক) চারটি
(খ) তিনটি
(গ) দুটি
(ঘ) একটি


৩৩. হেতুবাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয় না ___ যুক্তিতে।
(ক) অবরোহ
(খ) আরোহ
(গ) উপমা
(ঘ) মাধ্যম


৩৪. যে যুক্তির সিদ্ধান্ত আশ্রয়বাক্যের চেয়ে অধিক ব্যাপক, তা হল-
(ক) মাধ্যম যুক্তি
(খ) অমাধ্যম যুক্তি
(গ) অবরোহ যুক্তি
(ঘ) আরোহ যুক্তি


৩৫. কোনো যুক্তিতে যে বাক্যকে প্রমাণ করা হয় তাকে বলে-
(ক) হেতুবাক্য
(খ) সিদ্ধান্তবাক্য
(গ) পক্ষবাক্য
(ঘ) সহযোগী বাক্য


৩৬. যুক্তিতে যে বচনের সত্যতা দাবি করা হয় তাকে বলে-
(ক) অবয়ব
(খ) অবধারণ
(গ) যুক্তিবাক্য
(ঘ) সিদ্ধান্ত


৩৭. যে যুক্তির হেতুবাক্য ও সিদ্ধান্তের মধ্যে আপতিক সম্বন্ধ রয়েছে তা হল-
(ক) অবরোহ যুক্তি
(খ) আরোহ যুক্তি
(গ) উপমাযুক্তি
(ঘ) কোনোটিই নয়


৩৮. যে যুক্তির সিদ্ধান্ত হেতুবাক্যকে অতিক্রম করে তা হল-
(ক) অবরোহ
(খ) সাপেক্ষ
(গ) নিরপেক্ষ
(ঘ) আরোহ


৩৯. আরোহ যুক্তির লক্ষ্য-
(ক) বস্তুগত সত্যতা
(খ) আকারগত সত্যতা
(গ) কোনো সত্যতাই নয়
(ঘ) সম্ভাব্যতা


৪০. আরোহ যুক্তির সিদ্ধান্ত সবসময়ই-
(ক) সুনিশ্চিত
(খ) সম্ভাব্য
(গ) বৈধ
(ঘ) অবৈধ


৪১. যে অনুমানের সিদ্ধান্তে অভিনবত্ব থাকে তা হল-
(ক) উপমাযুক্তি
(খ) অবরোহ যুক্তি
(গ) আরোহ যুক্তি
(ঘ) লৌকিক যুক্তি


৪২. যৌগিক যুক্তি হল এমন যার অন্তত একটি বচন হল-
(ক) সাপেক্ষ বচন
(খ) নিরপেক্ষ বচন
(গ) প্রাকল্পিক বচন
(ঘ) বৈকল্পিক বচন


৪৩. যে যুক্তির অন্তর্গত একটি বচন সাপেক্ষ বচন হয়, তাকে বলে-
(ক) নিরপেক্ষ যুক্তি
(খ) যৌগিক যুক্তি
(গ) বিশেষ যুক্তি
(ঘ) বিকল্প যুক্তি


৪৪. যুক্তির নিজস্ব ধর্ম হল-
(ক) সম্ভাব্যতা
(খ) সত্যতা
(গ) বৈধতা
(ঘ) মিথ্যাত্ব


৪৫. বৈধতার প্রশ্নটি সম্বন্ধিত হল-
(ক) আরোহ যুক্তির সঙ্গে
(খ) উপমাযুক্তির সঙ্গে
(গ) বৈজ্ঞানিক যুক্তির সঙ্গে
(ঘ) অবরোহ যুক্তির সঙ্গে


HS English Notes: Click Here

৪৬. বৈধতার প্রশ্নটি জড়িত হল-
(ক) বাক্যের সঙ্গে
(খ) বচনের সঙ্গে
(গ) যুক্তি আকারের সঙ্গে
(ঘ) সিদ্ধান্তের সঙ্গে


৪৭. যদি কোনো অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তবে যুক্তিটি-
(ক) অবশ্যই বৈধ হবে
(খ) অবশ্যই অবৈধ হবে
(গ) বৈধ বা অবৈধ হবে
(ঘ) এদের কোনোটিই নয়


৪৮. বৈধ অবরোহ যুক্তির হেতু বাক্য সত্য হলে সিদ্ধান্তটি হবে-
(ক) সত্য
(খ) মিথ্যা


৪৯. কোনো যুক্তির যুক্তিবাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা হলে যুক্তিটিকে বলে-
(ক) বৈধ
(খ) অবৈধ
(গ) সম্ভাব্য
(ঘ) নিশ্চিত


৫০. অবৈধ অবরোহ যুক্তির হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্ত-
(ক) সত্য
(খ) মিথ্যা
(গ) অনিশ্চিত
(ঘ) বিরোধী


৫১. অবরোহ যুক্তি অবৈধ হবে যদি-
(ক) আশ্রয়বাক্য সত্য ও সিদ্ধান্ত সত্য হয়
(খ) আশ্রয়বাক্য সত্য ও সিদ্ধান্ত মিথ্যা হয়
(গ) আশ্রয়বাক্য মিথ্যা ও সিদ্ধান্ত সত্য হয়
(ঘ) আশ্রয়বাক্য মিথ্যা ও সিদ্ধান্ত মিথ্যা হয়


HS English Notes: Click Here

৫২. বৈধ অবরোহ যুক্তির সকল আশ্রয়বাক্য সত্য হলে সিদ্ধান্তটি হবে-
(ক) সত্য
(খ) মিথ্যা
(গ) অনিশ্চিত
(ঘ) স্ববিরোধী


৫৩. ‘বৈধ অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হতে পারে আবার মিথ্যাও হতে পারে।’ বিবৃতিটি
(ক) সত্য
(খ) মিথ্যা
(গ) অনিশ্চিত
(ঘ) স্ববিরোধী


৫৪. তর্কবিদ্যাকে ‘সর্বশাস্ত্রের প্রদীপ’ বলেছেন-
(ক) অ্যারিস্টটল
(খ) লক
(গ) প্লেটো
(ঘ) অন্নমভট্ট


সমস্ত অধ্যায়ের প্রশ্ন দেখার জন্য: Click Here

HS English Notes: Click Here

Keywords: HS Philosophy Suggestion | HS Philosophy First Chapter Important MCQ | Class 12 Philosophy Notes | Higher Secondary Philosophy Important Question Answer | HS Philosophy Logic First Chapter Question Answer | hs philosophy first chapter | HS Philosophy Syllabus HS Philosophy First-Chapter Logic-MCQ

HS Philosophy First-Chapter Logic-MCQ

দ্বাদশ শ্রেণীর দর্শন প্রশ্ন উত্তর pdf | উচ্চ মাধ্যমিক দর্শন প্রশ্ন উত্তর 2022 | দ্বাদশ শ্রেণীর দর্শন সিলেবাস 2022 | class 12 philosophy question answer | দ্বাদশ শ্রেণীর দর্শন প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর MCQ & SAQ | উচ্চমাধ্যমিক দর্শন – যুক্তি (প্রথম অধ্যায়) অবরোহমূলক তর্কবিদ্যা | অবৈধ যুক্তি কাকে বলে | দ্বাদশ শ্রেণীর দর্শন বই pdf | উচ্চ মাধ্যমিক দর্শন প্রশ্ন উত্তর | দ্বাদশ শ্রেণীর দর্শন প্রথম অধ্যায় | উচ্চ মাধ্যমিক দর্শন সিলেবাস

HS Philosophy First-Chapter Logic-MCQ

Leave a Comment