HS Bengali Ke-Bachay-Ke-Bache Question-Answer

Categories: Uncategorized

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

HS Bengali Ke-Bachay-Ke-Bache Question-Answer কে বাঁচায় কে বাঁচে

উচ্চ মাধ্যমিক
বিষয়: বাংলা
অধ্যায়: কে বাঁচায় কে বাঁচে
Short Question Answer

১. আপিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম কী দেখলো?
উত্তর: অনাহারে মৃত্যু।

২. “ফুটপাতে হাটা তার বেশি প্রয়োজন হয় না।” -কার প্রয়োজন হয় না?
উত্তর: মৃত্যুঞ্জয়ের।

৩. “কয়েক মিনিটে মৃত্যুঞ্জয় সুস্থ শরীরটা অসুস্থ হয় গেল” কারণ-
উত্তর: প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে মানসিক আঘাত পেয়েছিল।

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now

৪. মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের কী হয়?
উত্তর: শরীরে তার প্রতিক্রিয়া হয়।

৫. মৃত্যুঞ্জয় কিসে চেপে অফিসে যায়?
উত্তর: ট্রামে।

৬. মৃত্যুঞ্জয়ের বাড়ির বাজার ও কেনাকাটা কারা করে?
উত্তর: চাকর আর ছোট ভাই।

৭. মৃত্যুঞ্জয়ের পাড়াতে ‘বেশি নেই’
উত্তর: ফুটপাত।

৮. “আজ চোখে পড়ল প্রথম” -প্রথমবারের জন্য মৃত্যুঞ্জয়ের চোখে পড়েছিল-
উত্তর: ফুটপাথে মৃত্যু দৃশ্য।

৯. জলের গ্লাসটা খালি করে নামিয়ে রেখে মৃত্যুঞ্জয় কী করেছিল?
উত্তর: শূন্য দৃষ্টিতে দেওয়ালের দিকে তাকিয়ে ছিল।

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

১০. সমপদস্থ মৃত্যুঞ্জয় নিখিলের তুলনায় কত টাকা মাইনে বেশি পায়?
উত্তর: বাড়তি একটি দায়িত্বের জন্য ৫০ টাকা মাইনে বেশি পায়।

➤ HS English Notes: Click Here

১১. নিখিল রোগা তীক্ষ্ণবুদ্ধি এবং ____________ প্রকৃতির লোক।
উত্তর: আলসে।

১২. নিখিল কতগুলি সন্তানের পিতা?
উত্তর: ২ টি।

১৩. নিখিল অবসর জীবনটা কেমনভাবে কাটাতে চায়?
উত্তর: সংসারে নিখিলের মন নেই সে শুধু বই পড়েই জীবনটা কাটিয়ে দিতে চায়।

১৪. নিখিল মৃত্যুঞ্জয়কে খুব পছন্দ করে, কারণ মৃত্যুঞ্জয়-
উত্তর: মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে।

১৫. সংবাদপত্রে কতগুলি মৃতদেহকে স্বর্গে পাঠানো হয়নি বলে হা-হুতাশ করা মন্তব্য করা হয়েছে?
উত্তর: গোটা ২০

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

১৬. কোন মন্তব্য শুনে “মৃত্যুঞ্জয় ঝাঝিয়ে উঠলো”?
উত্তর: নিখিল বলেছিল একবেলা খেলে মৃত্যুঞ্জয় স্ত্রী দিন ১৫-২০ টিকতে পারবে। স্ত্রীর স্বাস্থ্য সম্পর্কে এই তির্যক মন্তব্য শুনে মৃত্যুঞ্জয় ঝাঝিয়ে উঠেছিল।

১৭. “আমি না খেলে উনিও খাবেন না” উনি কে?
উত্তর: মৃত্যুঞ্জয়ের স্ত্রী অর্থাৎ টুনুর মা।

১৮. “গলায় আটকে গেল” কার গলায় কি আটকালো?
উত্তর: নিখিলের গলায় কথা আটকে গেল।

১৯. কটা তালা লাগানো গুদামের প্রসঙ্গ গল্পে উল্লিখিত হয়েছে?
উত্তর: ৩১ টা।

২০. “এখন সেটা বন্ধ করে দিয়েছে” -কে, কী বন্ধ করেছে?
উত্তর: মৃত্যুঞ্জয় নিরন্ন ফুটপাথবাসী নরনারীদের সঙ্গে আলাপ বন্ধ করে দিয়েছে।

➤ HS English Notes: Click Here

২১. টুনুর মা নিখিল কে কী বলে ডাকত?
উত্তর: ঠাকুরপো।

২২. টুনুর মায়ের কেবলই কাদের কথা মনে পড়ে?
উত্তর: ফুটপাতের লোকগুলোর কথা।

২৩. মৃত্যুঞ্জয় কতদিন টুনুর মাকে সঙ্গে করে ফুটপাতে নিয়ে গিয়েছিলেন?
উত্তর: ২-৩ দিন।

২৪. মৃত্যুঞ্জয়ের অফিসে ছুটির ব্যবস্থা কে করে দিয়েছে?
উত্তর: নিখিল।

২৫. মৃত্যুঞ্জয় কী হাতে নিয়ে কাড়াকাড়ি আর মারামারি করে লঙ্গরখানার খিচুড়ি খেতো?
উত্তর: মগ।

২৬. মৃত্যুঞ্জয়ের ধুলো মলিন সিল্কের জামা এখন-
উত্তর: অদৃশ্য হয়ে গেছে।

২৭. মৃত্যুঞ্জয়ের পরনে ধুতির বদলে এসেছে-
উত্তর: ছেঁড়া নেকড়া।

২৮. “কে বাঁচায় কে বাঁচে” গল্পটি যে গ্রন্থ থেকে নেওয়া হয়েছে-
উত্তর: মহামন্বন্তর।

২৯. “কে বাঁচায় কে বাঁচে” গল্পটি প্রথম যে পত্রিকায় প্রকাশিত হয়েছে-
উত্তর: ভৈরব।

৩০. নিখিল প্রতিমাসে কত জায়গায় মানি অর্ডার মারফত সাহায্যের টাকা পাঠাতো?
উত্তর: ৩ জায়গায়।

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

৩১. মৃত্যুঞ্জয়ের বাড়ির সদস্য সংখ্যা কত?
উত্তর:

৩২. মৃত্যুঞ্জয় কিসে চেপে অফিসে যেত?
উত্তর: ট্রামে করে অফিসে যেতো।

➤ HS English Notes: Click Here
➤ Subscribe our YouTube channel: Click Here

HS Bengali Suggestion | HS Bengali First Chapter Important MCQ | Class 12 Bengali Notes | Higher Secondary Bengali Important Question Answer | Class 12 Bengali First Chapter Question Answer | hs Bengali first chapter | HS Bengali Syllabus HS Bengali Ke-Bachay-Ke-Bache Question-Answer

উচ্চ মাধ্যমিক বাংলা প্রশ্ন উত্তর | উচ্চ মাধ্যমিক বাংলা কে বাঁচায় কে বাঁচে প্রশ্ন উত্তর

HS Bengali Ke-Bachay-Ke-Bache Question-Answer

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

Leave a Reply