GNM Nursing West Bengal
Joint Entrance Test for ANM(R) and GNM- 2021
Model Question Paper-1
The paper contains sixty-five (65) questions. All questions are of Multiple Choice Question (MCQ) type, with four answer options. Candidate must indicate response to the questions in the special Answer-Sheet supplied for the purpose by darkening the appropriate circle completely with Blue/Black ball point pen. There will be negative marking of mark for each wrong answer. Time for the paper is 1 hour 30 minutes.
Life Science
1. ক্লোরোফিলের প্রধান উপাদানগুলি হলো-
(a) C, H, O, N, Mg (b) C, H, O, Mg
(c) C, H, O, N, Fe (d) K, C, H, O, N, Mg
2. সালোকসংশ্লেষে সক্ষম একটি প্রাণী হলো-
(a) অ্যামিবা (b) এন্টামিবা
(c) ক্রাইস্যামিবা (d) প্লানেরিয়া
3. ফুসফুসের আবরণের নাম-
(a) মেনিনজেস (b) প্লুরা
(c) পেরিকার্ডিয়াম (d) ক্যাপসুল
4. পতঙ্গ শ্রেণীর প্রাণীদের শ্বাস অঙ্গের নাম-
(a) ফুলকা (b) ট্রাকিয়া
(c) ফুসফুস (d) শ্বাসনালী
5. কোশের শক্তিঘর বলা হয়-
(a) প্লাস্টিডকে (b) লাইসোজোমকে
(c) সেন্ট্রোজোমকে (d) মাইটোকনড্রিয়াকে
6. স্কার্ভি রোগ প্রতিরোধ করে-
(a) ভিটামিন- A (b) ভিটামিন-K
(c) ভিটামিন- C (d) ভিটামিন-D
7. অগ্ন্যাশয় রসে উপস্থিত প্রোটিন ভঙ্গক উৎসেচক হলো-
(a) আমাইলেজ (b) ট্রিপসিন
(c) লাইপেজ (d) পেপসিন
8. মানবদেহের সবচেয়ে বড়ো লসিকা গ্রন্থি হলো-
(a) টনসিল (b) প্যালাটাইন টনসিল
(c) থাইমাস (d) প্লীহা
9. কোন প্রাণীটির রক্তে লোহিত রক্ত কণিকা থাকে না-
(a) কেঁচো (b) কুনো ব্যাঙ
(c) মানুষ (d) মাছ
10. লিপ্তপদযুক্ত একটি প্রাণী হলো-
(a) হাঁস (b) সাপ
(c) তিমি (d) সীল
11. আরশোলার রেচন অঙ্গের নাম-
(a) ম্যালপিজিয়ান করপাসলস (b) ম্যালপিজিয়ান নালিকা
(c) ম্যালপিজিয়ান বডি (d) বোজানাসের অঙ্গ
12. দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে-
(a) গুরুমস্তিষ্ক (b) অগ্রমস্তিষ্ক
(c) মধ্যমস্তিষ্ক (d) লঘুমস্তিষ্ক
13. অন্ধকারে দেখতে সাহায্য করে-
(a) রড কোশ (b) কোণ কোশ
(c) উভয়েই (d) কোনোটিই নয়
WBJEE ANM/GNM নার্সিং প্রবেশিকা পরীক্ষা ২০২১ এর মডেল প্রশ্নপত্রের PDF পেতে: Click Here
14. ইনসুলিনের অভাবে যে রোগটি হয় তা হলো-
(a) গলগন্ড (b) ডায়াবেটিস ইনসিপিডাস
(c) ডায়াবেটিস মেলিটাস (d) কোনোটিই নয়
15. DNA তে থাকে-
(a) রাইবোজ শর্করা (b) দ্রাক্ষা শর্করা
(c) ডি-অক্সিরাইবোজ শর্করা (d) ইক্ষু শর্করা
16. যৌন জননের একক হলো-
(a) গ্যামেট (b) রেনু
(c) বুলবিল (d) কনিডিয়া
17. মানুষের অটোজোমের সংখ্যা হলো-
(a) ২২ টি (b) ২২ জোড়া
(c) ২৩ টি (d) ২৩ জোড়া
18. ‘অস্তিত্বের জন্য সংগ্রাম’- কার মতবাদ?
(a) ল্যামার্ক (b) ডারউইন
(c) মেন্ডেল (d) ভাইসম্যান
19. ডেঙ্গু জ্বর ছড়ায়-
(a) স্ত্রী কিউলেক্স মশা (b) স্ত্রী এডিস মশা
(c) স্ত্রী অ্যানোফিলিস মশা (d) এডিস মশা
20. মানুষের ক্ষেত্রে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য-
(a) 44A+XX (b) 44A+XY
(c) 22A+XY (d) কোনোটিই নয়
21. ব্যাক্টেরিয়ার কোশ বিভাজন পদ্ধতি হলো-
(a) মাইটোসিস (b) মায়োসিস
(c) অ্যামাইটোসিস (d) কোনোটিই নয়
22. নিম্নলিখিত কোনটি সংকটকালীন হরমোন-
(a) ইনসুলিন (b) থাইরক্সিন
(c) কাইনিন (d) অ্যাড্রিনালিন
23. স্বোয়ান কোশ নিম্নলিখিত কোন অংশের সাথে জড়িত –
(a) অ্যাক্সন (b) ডেনড্রাইট
(c) কোশদেহ (d) প্রান্তবুরুশ
24. কোন উদ্ভিদ থেকে রেসারপিন উপক্ষার পাওয়া যায়-
(a) তামাক (b) চা
(c) সিঙ্কোনা (d) সর্পগন্ধা
25. নীচের কোনটিতে বিশুদ্ধ রক্ত প্রবাহিত হয়-
(a) সিস্টেমিক শিরা (b) পোর্টাল শিরা
(c) পালমোনারি শিরা (d) করোনারি শিরা
Physical Science
26. বস্তুর ভার মাপা হয়-
(a) সাধারণ তুলাযন্ত্রে (b) স্প্রিং তুলাযন্ত্রে
(c) উভয়ের দ্বারা (d) কোনোটিই নয়
27. চাঁদের মহাকর্ষ বল পৃথিবীর মহাকর্ষ বলের-
(a) 6 গুণ (b) 1/6 অংশ
(c) 12 গুণ (d) 1/12 অংশ
28. তরলের উপর চাপ বাড়ালে তরলের স্ফুটনাঙ্ক-
(a) বৃদ্ধি পায় (b) হ্রাস পায়
(c) অপরিবর্তিত থাকে (d) কোনোটিই নয়
29. একটি বস্তু 20 সেমি/সেকেন্ড প্রাথমিক বেগ নিয়ে চলছিল। 10 সেকেন্ড পর এর চূড়ান্ত বেগ হলো 60 সেমি/সেকেন্ড। বস্তুটির ত্বরণ হলো-
(a) 8 সেমি / সেকেন্ড² (b) 12 সেমি / সেকেন্ড²
(c) 0.4 সেমি / সেকেন্ড² (d) 4 সেমি / সেকেন্ড²
30. বলের মাত্রা-
(a) MLT-1 (b) MLT
(c) MLT2 (d) MLT-2
31. 10 গ্রাম ভরের একটি বুলেটের বেগ 200 মিটার/সেকেন্ড হলে, ওর গতিশক্তি হবে-
(a) 100 জুল (b) 150 জুল
(c) 200 জুল (d) 250 জুল
32. নীচের কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার-
(a) মানুষের বাহু (b) নৌকার দাঁড়
(c) কাঁচি (d) ঢেঁকি
33. সমতল দর্পণে কোনো আলোকরশ্মি 45⁰ কোণে আপতিত হলে ওই রশ্মির চ্যুতি কোণ হবে-
(a) 45⁰ (b) 60⁰
(c) 90⁰ (d) 120⁰
34. পরমাণুর নিউট্রন সংখ্যা-
(a) 10 (b) 11
(c) 12 (d) 23
35. 760 মিলিলিটার চাপে 0°C উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 300 cc । ওই চাপে 546°C উষ্ণতায় ঐ গ্যাসের আয়তন হবে –
(a) 900 cc (b) 1800 cc
(c) 450 cc (d) 1200 cc
36. S.T.P তে এক গ্রাম-পরমাণু অক্সিজেনের আয়তন –
(a) 11.2 লিটার (b) 22.4 লিটার
(c) 2.24 লিটার (d) 1.12 লিটার
37. 300K তাপমাত্রার সেলসিয়াস স্কেলে মান –
(a) 0°C (b) 37°C
(c) 300°C (d) 27°C
38. বর্ণালিতে সবচেয়ে ওপরে থাকে-
(a) বেগুনি বর্ণ (b) লাল বর্ণ
(c) কমলা বর্ণ (d) সবুজ বর্ণ
39. 3, 5, 12 ওহমের রোধ তিনটিকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তাদের তুল্য রোধ হবে-
(a) 15 ওহম (b) 18 ওহম
(c) 20 ওহম (d) 4 ওহম
40. তড়িৎ পরিমাণের একক-
(a) ওহম (b) ভোল্ট (c) অ্যাম্পিয়ার (d) কুলম্ব
Arithmetic (পাটিগণিত)
41. ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত 25 : 24 হলে লাভ বা ক্ষতির শতকরা হার-
(a) 4% লাভ (b) 4% ক্ষতি
(c) 4.17% লাভ (d) 4.17% ক্ষতি
42. দুটি সংখ্যার অনুপাত 3 : 4 ; সংখ্যা দুটির গ.সা.গু 4 হলে তাদের ল.সা.গু-
(a) 48 (b) 28
(c) 36 (d) 72
43. একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৌর্ঘ্য 10% বৃদ্ধি করলে, তার ক্ষেত্রফল বৃদ্ধি পাবে-
(a) 10% (b) 21%
(c) 44% (d) 100%
44. এক ব্যক্তি 1200 টাকা ব্যাঙ্কে জমা রাখেন এবং কিছু বছর পরে ব্যাঙ্ক থেকে 1800 টাকা পায়। ব্যাঙ্কের বার্ষিক সরল সুদের হার 10% হলে, তিনি কত বছর ব্যাঙ্কে টাকা জমা রেখেছিলেন?
(a) 3 বছর (b) 4 বছর
(c) 5 বছর (d) 6 বছর
45. একটি সংখ্যার 75% এর সঙ্গে 75 যোগ করলে যোগফল সংখ্যাটির সঙ্গে সমান হয়। সংখ্যাটি কত?
(a) 200 (b) 300
(c) 400 (d) 600
English Grammar
Choose the correct preposition (from Question 46 to Question 47)
46. I am not afraid _______________ ghoshts.
(a) of (b) to (c) by (d) at
47. He is addicted ____________ alcohol.
(a) with (b) to (c) by (d) at
48. Choose the correctly spelt word:
(a) Liftenant (b) Leftinent
(c) Leiutenant(d) Lieutenant
Fill in the blanks with an appropriate word from the list below (from Question 49 to 51):
49. Scarcely had we reached the station, _________ the train left.
(a) than (b) then
(c) when (d) none of these
50. If I ______________ a bird, I would fly to distant land.
(a) am (b) was (c) were (d) none of these
51. Rahul as well as his friends ________________ gone to movies.
(a) has (b) have (c) were (d) are
Replace the underlined word with correct Phrasal Verb (from Question 52 to Question 53)
52. I cannot tolerate such an insult.
(a) bear away (b) bear with
(c) give in (d) turn up
53 . She resembles her mother.
(a) calls for (b) takes after
(c) calls up (d) runs after
54. Change from Active to Passive voice, choosing from the options below:
The rose smells sweet.
(a) Sweet is smelt by the rose. (b) Sweet are smelt by the rose.
(c) The rose is smelt sweet (d) The rose is sweet when it is smelt.
55. Find the nearest meaning of the following word: ‘abhor‘
(a) respect (b) love (c) pledge (d) hate
General Knowledge
56. ভারতের প্রথম মহিলা এভারেস্ট জয়ীর নাম-
(a) আরতী সাহা (b) শিপ্রা মজুমদার
(c) বাচেন্দ্রী পাল (d) কিরন বেদী
57. হিমা দাস কোন খেলার সঙ্গে যুক্ত-
(a) অ্যাথলেটিক (b) ব্যাডমিন্টন
(c) টেবিল টেনিস (d) ভারত্তোলন
58. কত সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন?
(a) 1911 (b) 1913
(c) 1915 (d) 1917
59. ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান কোনটি?
(a) কাজিরাঙা জাতীয় উদ্যান (b) গির জাতীয় উদ্যান
(c) জিম করবেট জাতীয় উদ্যান (d) জলদাপাড়া জাতীয় উদ্যান
60. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম-
(a) সান্দাকফু (b) মাউন্ট এভারেস্ট
(c) কাঞ্চনজঙ্ঘা (d) গডউইন অস্টিন
Logical Reasoning
61. Look at this series: 1, 1, 4, 8, 9, 27, 16, ?
What number should come next?
(a) 30 (b) 64 (c) 16 (d) 125
62. Today is Monday. After 61 days, it will be :
(a) Tuesday (b) Friday
(c) Sunday (d) Saturday
63. What should come in the place of question mark (?)
BE GJ LO QT ?
(a) UZ (b) WZ
(c) VY (d) UY
64. In the following question, select the odd one from the given alternatives.
(a) Moon (b) Venus
(c) Jupiter (d) Mars
65. Select the one which is different from the other three responses.
(a) 1 (b) 28 (c) 8 (d) 64
WBJEE ANM/GNM নার্সিং প্রবেশিকা পরীক্ষা ২০২১ এর মডেল প্রশ্নপত্রের PDF পেতে: Click Here
ANSWER KEYS:
1. (a) 2. (c) 3. (b) 4. (b) 5. (d) 6. (c) 7. (b) 8. (d) 9. (a) 10. (a) 11. (b) 12. (d) 13. (a) 14.(c) 15. (c) 16. (a) 17. (d) 18. (b) 19. (b) 20. (b) 21. (c) 22. (d) 23. (a) 24. (d) 25. (c) 26. (b) 27. (b) 28. (a) 29. (d) 30. (d) 31. (c) 32. (b) 33. (c) 34. (c) 35. (a) 36. (a) 37. (d) 38. (b) 39. (c) 40. (d) 41. (b) 42. (a) 43. (b) 44. (c) 45. (b) 46. (a) 47. (b) 48. (d) 49. (c) 50. (c) 51. (a) 52. (b) 53. (b) 54. (d) 55. (d) 56. (c) 57. (a) 58. (b) 59. (c) 60. (a) 61. (b) 62. (d) 63. (c) 64. (a) 65. (b)