এখানে নবম শ্রেণীর জীবন ও তার বৈচিত্র্য অধ্যায়ের মূল বিষয়গুলি তুলে ধরা হলো। আশা করছি বিভিন্ন পরীক্ষায় সাহায্য করবে।
জীবন ও তার বৈচিত্র্য:
১. জীবনের উৎপত্তি নিয়ে ‘জৈব-রাসায়নিক মতবাদ’ প্রবর্তন করেন-
উত্তর: ওপারিন ও হ্যালডেন।
২. ‘দি অরিজিন অফ লাইফ অন আর্থ’ বইটির রচয়িতা-
উত্তর: আলেকজান্ডার ওপারিন।
৩. পৃথিবীতে প্রথম আবির্ভুত বিভিন্ন প্রকার কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন ও অন্যান্য জটিল জৈবযৌগগুলি উত্তপ্ত সমুদ্রের জলে মিশ্রিত হয়ে তরল সৃষ্টি করেছিল তার নাম-
উত্তর: hot dilute soup
৪. ‘hot dilute soup’ নামকরণটি করেন-
উত্তর: হ্যালডেন।
৫. স্বপ্রজননক্ষম, প্রোটিনবিহীন, RNA প্রকৃতির পলিনিউক্লিওটাইডগুলিকে বলা হয়-
উত্তর: নগ্ন জিন।
৬. কোয়াসারভেট হল-
উত্তর: কোলয়েড গঠন।
৭. প্রোটোসেল বা আদিকোশ-
উত্তর: নিউক্লিওপ্রোটিনযুক্ত।
৮. ‘বায়োলজি’ শব্দটি প্রবর্তন করেন-
উত্তর: জ্যাঁ ব্যাপ্টিস্ট অ্যান্টোনি দ্য ল্যামার্ক।
৯. জীববিদ্যার জনক হলেন-
উত্তর: অ্যারিস্টটল।
১০. ‘হিসটোরিয়া প্লান্টেরাম’ বইটি লিখেছেন-
উত্তর: থিওফ্রেসটাস।
১১. ‘ন্যাচারালিস্ হিস্টোরিয়া’ বইটি লিখেছেন-
উত্তর: প্লাইনি দ্য এলডার।
১২. ‘সিস্টেমা ন্যাচুরি’ বইটি লিখেছেন-
উত্তর: ক্যারোলাস লিনিয়াস।
১৩. সর্বপ্রথম দ্বিপদ নামকরণ প্রচলন করেন-
উত্তর: ক্যারোলাস লিনিয়াস (স্পিসিস প্লান্টেরাম বইয়ে)।
১৪. প্রথম বিজ্ঞানসম্মতভাবে প্রাণী ও উদ্ভিদের শ্রেণিবিন্যাস করেন-
উত্তর: ক্যারোলাস লিনিয়াস।
১৫. পৃথিবীর সবচেয়ে প্রাচীন জীবগোষ্ঠী-
উত্তর:রাজ্য মোনেরা।
১৬. রাজ্য মোনেরা জীবগোষ্ঠীর কোশগুলি-
উত্তর: প্রোক্যারিওটিক প্রকৃতির।
গ্রন্থ ও তার রচয়িতা:–
বইয়ের নাম | রচয়িতা |
দি অরিজিন অফ লাইফ অন আর্থ | আলেকজান্ডার ওপারিন |
ন্যাচারালিস হিস্টোরিয়া | প্লাইনি দ্য এলডার |
হিসটোরিয়া প্লান্টেরাম | থিওফ্রেসটাস |
সিস্টেমা ন্যাচুরি, স্পিসিস প্লান্টেরাম | ক্যারোলাস লিনিয়াস |
কয়েকটি প্রাণীর বিজ্ঞানসম্মত নাম:-
প্রাণী | বিজ্ঞানসম্মত নাম |
মানুষ | হোমো স্যাপিয়েন্স |
বাঘ | প্যানথেরা টাইগ্রিস |
গোখরো সাপ | নাজা নাজা |
গিরগিটি | ক্যালেটিস ভারসিকালার |
কয়েকটি প্রাণীর রেচন অঙ্গের নাম:-
প্রাণী | রেচন অঙ্গের |
কেঁচো, জোঁক | নেফ্রিডিয়া |
ফিতাকৃমি | ফ্লেম কোশ বা শিখা কোশ |
স্থলশামুক, অক্টপাস | মেটানেফ্রিডিয়া |
বিভিন্ন প্রকার উদ্ভিদের উদাহরণ:-
উদ্ভিদ | উদাহরণ |
একবীজপত্রী | ধান, গম, ভুট্টা, জোয়ার, বাজরা, পেঁয়াজ, নারিকেল, সুপারি, তাল |
দ্বিবীজপত্রী | মটর, আম, কাঁঠাল, বেগুন, লঙ্কা, সরষে, পেয়ারা, দারুচিনি |
ব্যক্তবীজী | পাইনাস, সাইকাস, এফিড্রা, নিটাম, গিঙ্গ |
গুপ্তবীজী | ভুট্টা, চা, আম, জাম, ধান |