Class-8 Paribesh-O-Biggan 1st-Unit-Test Question Paper

Class-8 Paribesh-O-Biggan 1st-Unit-Test Question Paper

এখানে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর “1st Unit Test” এর জন্য পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের একটি মডেল প্রশ্নপত্র প্রকাশ করা হলো। আশাকরি এই প্রশ্নপত্রটি থেকে ছাত্রছাত্রীরা উপকৃত হবে।

1st Unit Test
অষ্টম শ্রেণী
বিষয়: পরিবেশ ও বিজ্ঞান
পূর্ণমান: ১৫ সময়: ৩০ মিনিট

👉 বল ও চাপ অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য: Click Here

১. সঠিক উত্তরটি নির্বাচন করো:
(i) মহাকর্ষ বলের মান-
(ক) ভরের গুণফলের সমানুপাতিক
(খ) ভরের অনুপাতের সমানুপাতিক
(গ) ভরের গুণফলের ব্যস্তানুপাতিক
(ঘ) কোনোটিই নয়।


(ii). নীচের যেটি চকচকে ভারী তরল পদার্থ, সেটি হলো-
(ক) নিশাদল
(খ) ক্লোরিন
(গ) পারদ
(ঘ) ব্রোমিন


(iii) কোনো নির্দিষ্ট গলনাঙ্ক বা হিমাঙ্ক থাকে না এমন একটি পদার্থ হলো-
(ক) ঢালাই লোহা
(খ) বরফ
(গ) মোম
(ঘ) মার্কারি


২. সংক্ষিপ্ত উত্তর দাও: (প্রশ্নমান: ১)


(i) একটি পশম ও এবোনাইট দন্ড দিয়ে পরস্পরকে ঘষলে কী জাতীয় তড়িতের সৃষ্টি হয়?


(ii) একটি ভাসমান বস্তু ওজনহীন কেন হয় ব্যাখ্যা করো।


(iii) SI পদ্ধতিতে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবকের মান কত?


(iv) তরল হাইড্রোজেনের একটি ব্যবহার লেখো।


৩. নীচের প্রশ্নগুলির উত্তর দাও: (প্রশ্নমান: ২)
(i) জিংকের গুঁড়োর সঙ্গে লঘু H2SO4 যোগ করলে যে গ্যাসটি উৎপন্ন হবে সেটিকে কীভাবে শনাক্ত করবে? বিক্রিয়ার সমিত সমীকরণ দাও।


(ii) প্লবতা কাকে বলে? এর মান কী কী বিষয়ের ওপর নির্ভর করে?



অতিরিক্তি প্রশ্ন
প্রশ্নের মান: ১

ভৌতবিজ্ঞান

১. SI পদ্ধতিতে G অর্থাৎ মহাকর্ষীয় ধ্রুবকের একক কী?
২. SI তে তড়িৎ আধানের একক কী?
৩. স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে কী মাপা হয়?
৪. প্লবতা সর্বদা কোনদিকে ক্রিয়া করে?
৫. প্লবতা বস্তুর ওজন অপেক্ষা কম হলে বস্তুটি তরলে- (ভাসবে / ডুবে যাবে / নিমজ্জিত অবস্থায় স্থির থাকবে)
৬. কাচকে রেশম দিয়ে ঘষা হলে কোনটিতে কী জাতীয় তড়িৎ উৎপন্ন হবে?
৭. পচা ডিমের মতো গন্ধযুক্ত গ্যাসটির নাম কী?
৮. তরলের ঘনত্ব বাড়লে প্লবতা- (বাড়বে / কমবে / একই থাকবে)
৯. SI পদ্ধতিতে বলের একক কী?
১০. একটি অধাতুর নাম লিখো যা তাপ ও তড়িতের সুপরিবাহী।
১১. 3 kg ভরের বস্তুকে পৃথিবী যে বল দিয়ে টানে তার মান কত?
১২. একটি তরল ধাতুর নাম লিখো।
১৩. একটি তরল অধাতুর নাম লিখো।
১৪. তরলের চাপ কোনদিকে ক্রিয়া করে?
১৫. তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী কার্বনের রূপভেদটি হলো ______________


প্রশ্নের মান: ২/৩

১. আর্কিমিডিসের নীতিটি লেখো।
২. উভধর্মী অক্সাইড বলতে কী বোঝো? একটি উভধর্মী অক্সাইডের নাম লিখো।
৩. কুলম্বের সূত্রটি লিখো।
৪. লোহার বল জলে ডুবে যায় অথচ পারদে ভাসে কেন?

জীবনবিজ্ঞান
প্রশ্নের মান:১

১. ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে আলোর পরিবর্তে ___________ ব্যবহার করা হয়।
২. কোন কোশীয় অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলা হয়?
৩. মাইটোকন্ড্রিয়ার কোন অংশ ভাঁজ হয়ে ক্রিস্টি তৈরি করে?
৪. সবচেয়ে দীর্ঘ প্রাণীকোশ কোনটি?
৫. কোন বিজ্ঞানী প্রথম কোশ আবিষ্কার করেন?
৬. কে প্রথম সজীব কোশ আবিষ্কার করেন?
৭. ক্রোমোপ্লাস্টিডের একটি কাজ লিখো।
৮. মানুষের দেহের দীর্ঘতম কোশের নাম কী?
৯. চোখের রেটিনায় উপস্থিত কোন কোশ মৃদু আলোয় দর্শনে সাহায্য করে?
১০. চোখের রেটিনায় উপস্থিত কোন কোশ উজ্জ্বল আলোয় দর্শনে সাহায্য করে?
১১. কোশের শক্তিঘর কাকে বলে?
১২.

প্রশ্নের মান: ২/৩

১. প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোশের মধ্যে পার্থক্য লিখো।
২. উদ্ভিদকোশ ও প্রাণীকোশের মধ্যে পার্থক্য লিখো।
৩. একটি আদর্শ নিউক্লিয়াসের চিহ্নিত চিত্র অঙ্কন করো।
৪. প্রাইমরডিয়াল ইউট্রিকল কাকে বলে?
৫. লাইসোজোমকে আত্মঘাতী থলি বলে কেন?
৬. আলোক অণুবীক্ষণ যন্ত্র ও ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের মধ্যে পার্থক্য লিখো।
৭. ভাজক কলা ও স্থায়ী কলার মধ্যে পার্থক্য লিখো।

সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here

👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here

Class-8 Paribesh-O-Biggan 1st-Unit-Test Question Paper

You may also like: Class VII Notes

Class 8 First Unit Test Science Question Paper Class 8 First Unit Test Science Suggestion Class 8 First Unit Test Poribesh o Biggan Question Paper

WBBSE Class 8 Model Question Paper Paribesh O Biggan Unit Test Question Paper Science Class VIII Science first Unit Test Question Paper pdf Download

Official Website: Click Here

অষ্টম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র

Leave a Comment