Class-8 3rd-Unit-Test Question Paribesh-Bigyan

Class-8 3rd-Unit-Test Question Paribesh-Bigyan

প্রিয় ছাত্রছাত্রীরা,
তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ নভেম্বর, ২০২২ থেকে ৭ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে। তোমাদের সুবিধার্থে আমরা আমাদের ওয়েবসাইটে সকল বিষয়ের প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কয়েকটি মডেল প্রশ্নপত্র শেয়ার করলাম। তোমরা পাঠ্য বইটি ভালো মতো পড়ে নীচের প্রশ্নগুলির উত্তর খাতায় লিখে রাখবে। কোনো প্রশ্নের উত্তর করতে অসুবিধা হলে কমেন্ট করে জানাও।

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সাজেশন
অষ্টম শ্রেণী
বিষয়: পরিবেশ ও বিজ্ঞান
পূর্ণমান: 70 সময়: 2 ঘন্টা 30 মিনিট

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
পরিবেশ ও বিজ্ঞান সাজেশন

জীবন বিজ্ঞান

১. ভারবর্ষের স্থলভাগের কত শতাংশ বন?
উত্তর: ২১ শতাংশ।

২. সম্মিলিত জাতিপুঞ্জ কোন বছরকে ‘আন্তর্জাতিক বনবর্ষ’ বলে ঘোষণা করেছিলেন?
উত্তর: ২০১১ সালকে

৩. বৃক্ষজাতীয় গাছ যদি ৫০ বছর বেঁচে থাকে তবে সে জীবদ্দশায় কত পরিমাণ অক্সিজেন বাতাসে ছাড়ে?
উত্তর: ২৭০০ কেজি

৪. একটি আদর্শ বনের ওপরের স্তরকে কী বলে?
উত্তর: ছাদ

৫. ————- বর্ষাবনের একটি গাছেই ৫০ টা প্রজাতির পিঁপড়ের সন্ধান পাওয়া যায়।
উত্তর: পেরুর

৬. ——————— বরাবর বর্ষাবন দেখা যায়।
উত্তর: নিরক্ষরেখা (ওপরে ও নীচে 100 -এর মধ্যে)

৭. প্রতি সেকেন্ডে প্রায় ———– একর বর্ষাবন কাটা পড়ে।
উত্তর: দেড় একর

৮. বনে আগুন লাগার কারণগুলি লেখো।

উত্তর: নানা কারণে বনে আগুন লাগে-
(i) অগ্ন্যুৎপাতের সময় বনের গাছের কোনো শুকনো গাছের জ্বলন্ত লাভার সংস্পর্শে আসা।
(ii) বজ্রপাত
(iii) বায়ুপ্রবাহ তীব্র হলে পাশাপাশি দুলতে থাকা বাঁশগাছে ঘষা লাগা।
(iv) গড়িয়ে পড়া পাথরের ধাক্কায় তৈরি হওয়া আগুনের শিখার সংস্পর্শে বনের মেঝেতে পড়ে থাকা শুকনো পাতা এলে।
(v) বনের ভিতর ধূমপান, রান্না করা ইত্যাদি নানাবিধ মানুষের কাজের ফলে।

৯. বনে আগুন লাগলে কী কী ক্ষতি হয়?

উত্তর: বনে আগুন লাগলে মানুষসহ সমস্ত জীবকূলের ব্যাপক ক্ষতি হয়।
(i) আগুন লেগে বন নষ্ট হলে অক্সিজেন এর ঘনত্ব কমে এবং কার্বন-ডাই-অক্সাইডের ঘনত্ব বাড়ে। ফলে পরিবেশের তাপমাত্রা বাড়তে থাকে।
(ii) বনে আগুন লাগার পর মাটি ও গাছের পাতার জল শোষণ ক্ষমতা আর থাকে না। ফলে বন্যার সম্ভাবনা বৃদ্ধি পায়।
(iii) প্রচুর গাছ নষ্ট হওয়ার ফলে মাটির ক্ষয় বেড়ে যায়।
(iv) বনের ছাই বৃষ্টির জলে ধুয়ে নদী, সমুদ্রে পড়লে জলদূষণ ঘটে।
(v) বনে আগুন লাগলে অনেক বন্যপ্রাণী মারা যায় এবং বাকিরা আশ্রয়হীন হয়ে পড়ে।

১০. বন কেটে ফেললে পরিবেশের কী কী ক্ষতি হয়?

উত্তর: বন কেটে ফেললে পরিবেশের অনেক সমস্যা হতে পারে-
(i) গাছের শিকড় মাটিকে আঁকড়ে ধরে রাখে। গাছ কেটে ফেললে মাটি ঝুরঝুরে হয়ে পড়ে এবং বৃষ্টির জলে ধুয়ে নীচের পাথর বেরিয়ে যায়। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বন কাটা হলে মরুভুমি পর্যন্ত সৃষ্টি হতে পারে।
(ii) বন কেটে ফেললে ওই অঞ্চলের মাটির বৃষ্টির জলধারণ ক্ষমতা কমে যায় এবং মাটির নীচের জলের স্তর কমতে থাকে।
(iii) ক্রমাগত বন কাটতে থাকলে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে পরিবেশ গরম হয়ে পড়বে। এর ফলে জলচক্র ব্যাহত হবে এবং খরা ও বন্যার সম্ভাবনা বাড়বে।
(iv) বনাঞ্চল ধ্বংস করলে বিভিন্ন প্রজাতির বিলুপ্তির সম্ভাবনা বাড়ে এবং জীববৈচিত্র্য হ্রাস পায়।

১১. বনভূমি বাঁচানোর কয়েকটি উপায় লেখো।

উত্তর: পরিবেশের ভারসম্য রক্ষার জন্য বন বাঁচাতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে-
(i) বনাঞ্চলে গাছকাটা বন্ধ করা।
(ii) গাছ পোঁতা ও নতুন নতুন বনাঞ্চল তৈরি করা।
(iii) বনে আগুন লাগার সম্ভাবনা কমানো ও বনাঞ্চলে পশুচারণ নিয়ন্ত্রণ করা।
(iv) বনের পরিণত গাছ কাটা এবং সেই জায়গায় ওই একই প্রজাতির নতুন গাছের চারা লাগানো।
(v) বনের গাছে কোনো রোগের আক্রমণ ঘটলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা।

১২. উত্তরবঙ্গের ডুয়ার্স এবং তরাই -এর বনভূমিতে কোন কোন গাছ পাওয়া যায়?
উত্তর: শাল, গামার, ওদাল, খয়ের, আমলকী, শিশু ইত্যাদি।

১৩. ম্যানগ্রোভস অরণ্যের উদ্ভিদের শ্বাসমূল দেখা যায় কেন?

উত্তর: ম্যানগ্রোভস অরণ্যের বাইন, পশুর, কেওড়া, গরান প্রভৃতি উদ্ভিদের নীচের অংশ জোয়ারের সময় দিনে দু-বার জলে ঢেকে যায়। মাটির সূক্ষ্ম ছিদ্রগুলো কাদায় ঢাকা পড়ায় শ্বাসকার্য চালানো অসম্ভব হয়ে পড়ে। তাই এইসব উদ্ভিদের মূল থেকে মাটির ওপরে মুলোর মতো অসংখ্য শ্বাসমূল বেরোয়।

১৪. ম্যানগ্রোভস অরণ্যের উদ্ভিদ কীভাবে অতিরিক্ত লবণ বের করে দেয়?

উত্তর: অতিরিক্ত লবণ উদ্ভিদের দেহকলায় বিষক্রিয়া সৃষ্টি করে। তাই-
(i) ম্যানগ্রোভস অরণ্যের উদ্ভিদরা আংশিকভাবে মূল বা পাতার লবণ গ্রন্থির সাহায্যে এই লবণ বের করে দেয়।
(ii) পাতা বা বাকল মোচনের মাধ্যমেও অতিরিক্ত লবণ বের করে দেয়।

১৫. কেল্প কী?

উত্তর: কেল্প হলো একধরণের সামুদ্রিক শ্যাওলা।

১৬. বায়োলুমিনিসেন্স কী?

উত্তর: সমুদ্রের গভীরে সূর্যের আলো প্রবেশ না করলেও অন্য এক ধরণের আলোর দেখা পাওয়া যায়, যার কোনো উত্তাপ নেই। একে বলে বাইলুমিনিসেন্স।

১৭. বায়োলুমিনিসেন্ট জীব কী?

উত্তর: সমুদ্রের গভীরে কিছু জীব আছে যারা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে নিজেদের দেহে আলো তৈরি করতে পারে। এদের বায়োলুমিনিসেন্ট জীব বলা হয়।

১৮. প্ল্যাংকটন কী?

উত্তর: প্ল্যাংকটন হলো এক ধরণের জলজ জীব, যারা স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটতে পারে না। এরা বড়ো বড়ো জলজ প্রাণীদের গুরুত্বপূর্ণ খাদ্য।

১৯. প্ল্যাংকটন কত প্রকার ও কী কী?

উত্তর: প্ল্যাংকটন দুই প্রকার। যথা-
(i) ফাইটোপ্ল্যাংকটন
(ii) জুপ্ল্যাংকটন

২০. টীকা লেখো: ফাইটোপ্ল্যাংকটন

উত্তর: ফাইটোপ্ল্যাংকটন একধরণের এককোশী আণুবীক্ষণিক উদ্ভিদ যারা সাধারণত জলের ওপরের দিকটায় বাস করে। সূর্যের আলোর সাহায্যে এরা খাবার তৈরী করে। বিভিন্ন সামুদ্রিক জীবের খাদ্য এরা। তাছাড়াও পরিবেশে কার্বনের ভারসাম্য বজায় রাখায় এদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।

২১. টীকা লেখো: জুপ্ল্যাংকটন

উত্তর: জুপ্ল্যাংকটন মূলত আণুবীক্ষণিক ক্ষুদ্রাতিক্ষুদ্র প্রাণী। এরা সমুদ্রের ওপরের তলে ভেসে বেড়ায়। কেউ কেউ সাঁতার কাটতে পারে। কিন্তু শত্রুর চোখ এড়াতে বা সহজে খাবার সংগ্রহের উদ্দেশ্যে এরা ভেসে বেড়ায়।

২২. টীকা লেখো: কেল্প

উত্তর: কেল্প হলো খুব বড়ো সামুদ্রিক শ্যাওলা। সমুদ্রের অগভীর অংশে এরা জন্মায়। এরা সমুদ্রের নিচে প্রায় একটা অরণ্য তৈরী করে ফেলে। বেশিরভাগ প্রজাতির দেহ চ্যাপ্টা, অনেকটা পাতার মতো দেখতে। মূলের মতো একটা অংশের সাহায্যে এরা জলের নীচে কোনো কিছুর সঙ্গে আটকে থাকে। এরা খুব তাড়াতাড়ি বাড়ে।

২৩. কেবল ————– অক্টোপাস মানুষের পক্ষে প্রাণঘাতী হতে পারে।

উত্তর: ব্লু-রিংড অক্টোপাস।

২৪. ———— যন্ত্রের সাহায্যে স্কুইড শিকার ধরে।

উত্তর: শোষক।

২৫. হাঙরের কঙ্কাল তৈরি হয় হাড়ের চেয়ে নরম —————– দিয়ে।

উত্তর: কার্টিলেজ।

২৬. ———— এর সাহায্যে তারামাছ চলাফেরা করে।

উত্তর: নালিপদ।

২৭. অ্যালগাল ব্লুম কী?

উত্তর: রাসায়নিক সার ও জৈব বর্জ্যযুক্ত ময়লা জলে থাকা নানা পুষ্টি উপাদান সমুদ্রের জলে মেশার ফলে ফাইটোপ্ল্যাংকটনরা সংখ্যায় খুব বেড়ে যায় এবং এরা সমুদ্রের জল ঢেকে দেয়। একে বলা হয় অ্যালগাল ব্লুম।

২৮. সাতলেজ নদীর পাড় থেকে পূর্বদিকে আরাবল্লী পর্বতকে ঘিরে রয়েছে —————– .

উত্তর: থর মরুভূমি।

২৯. একটি শীতল মরুভূমির উদাহরণ দাও।

উত্তর: এশিয়া মহাদেশের গোবি মরুভূমি।

৩০. কোন গাছকে দৈত্যাকার ক্যাকটাস বলা হয়?

উত্তর: সাগুয়ারো গাছকে।

👉 সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here
আরও প্রশ্নপত্র পেতে: Click Here
👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here
Class-8 3rd-Unit-Test Question বাংলা

You may also like: Class VII Notes

Class 8 Third Unit Test 2022 পরিবেশ ও বিজ্ঞান Question Paper Class 8 Third Unit Test পরিবেশ ও বিজ্ঞান Suggestion

Class 8 3rd Unit Test পরিবেশ ও বিজ্ঞান Question Paper 2022

WBBSE Class 8 Model Question Paper Unit Test Question Paper পরিবেশ ও বিজ্ঞান Class VIII পরিবেশ ও বিজ্ঞান Third Unit Test Question Paper pdf Download

Class 8 Third Term Test Vugol Question Paper

Official Website: Click Here Class-8 3rd-Unit-Test Question Paribesh-Bigyan

অষ্টম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র

Class-8 3rd-Unit-Test Question Paribesh-Bigyan Class-8 3rd-Unit-Test Question Paribesh-Bigyan

অষ্টম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরিবেশ ও বিজ্ঞান প্রশ্নপত্র

Class 8 Final Term Exam Science Question Paper

Class-8 3rd-Unit-Test Question Paribesh-Bigyan

অষ্টম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার সাজেশন
বিষয়: পরিবেশ ও বিজ্ঞান

অষ্টম শ্রেণীতৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
পরিবেশ ও বিজ্ঞান সাজেশন

1 thought on “Class-8 3rd-Unit-Test Question Paribesh-Bigyan”

Leave a Comment