Class 7 Science Model Activity Task October

Class 7 Envs Model Activity Task Part- 7
Categories: Uncategorized

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

Class 7 Science Model Activity Task October

এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের ‘Model Activity Task 2021 4th Series (Part- 7) October’ এর প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।

Class 7 Science Model Activity Task October, 2021 Part- 7

Class 7 Science Model Activity Task October, 2021 Part- 7

১. ঠিক উত্তর নির্বাচন করোঃ

১.১ তড়িতের সুপরিবাহী পদার্থটি হলো-
উত্তর: (ঘ) তামা

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now

১.২ সমতল আয়নায় প্রতিফলনের ফলে যে অক্ষরটির পার্শ্বীয় পরিবর্তন হবে না তা হলো-
উত্তর: (গ) O

১.৩ ফুলের যে অংশটা ফলে পরিণত হয় সেটা হলো-
উত্তর: (ঘ) ডিম্বাশয়

২. সংক্ষিপ্ত উত্তর দাওঃ

২.১ একটি বাল্বের তাপ ও আলোকরশ্মির উৎস কী ?
উত্তর: ফিলামেন্ট।

২.২ উদ্ভিদের মূলত্রের কাজ কী ?
উত্তর: উদ্ভিদের মূলত্র মাটিতে মূল ঢোকার সময় শক্ত আঘাত থেকে মূলের নরম অংশকে বাঁচিয়ে রাখে।

২.৩ মৃদভেদী ও মৃদবর্তী অঙ্কূরোধগমের মধ্যে একটি পার্থক্য লেখো।

উত্তর:

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now
মৃদভেদী অঙ্কূরোধগম মৃদবর্তী অঙ্কূরোধগম
অঙ্কূরোধগমের সময় বীজপত্র বীজত্বক ফাটিয়ে মাটির ওপরে ওঠে আসে। অঙ্কূরোধগমের সময় বীজত্বকে আবদ্ধ বীজপত্র মাটি ছেড়ে ওপরে ওঠে আসে না।

৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাওঃ

৩.১ একটি দণ্ডচুম্বকের ‘ উদাসীন অঞ্চল ‘ বলতে কী বোঝায় তা ব্যাখ্যা করো।
উত্তর: চুম্বকের মেরু অর্থাৎ চুম্বকের দুই প্রান্তে আকর্ষন ক্ষমতা সবচেয়ে বেশি থাকে। আর চুম্বকের ঠিক মাঝখানে আকর্ষন ক্ষমতা প্রায় নেই বললেই চলে। ঐ অঞ্চলকে চুম্বকের উদাসীন অঞ্চল বলে।

৩.২ অভিসারী ও অপসারী আলোকরশ্মিগুচ্ছ বলতে কী বোঝায় তা ছবি এঁকে বোঝাও।
উত্তর:

অভিসারী আলোকরশ্মিগুচ্ছ : কোনো বিন্দু উৎস থেকে আগত আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হওয়ার পর যদি একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, তখন তাকে অভিসারী আলোকরশ্মিগুচ্ছ বলে।

অভিসারী  আলোকরশ্মিগুচ্ছ

অপসারী আলোকরশ্মিগুচ্ছ : কোনো বিন্দু উৎস থেকে আগত আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হওয়ার পর যদি একটি নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তখন তাদের অপসারী আলোকরশ্মিগুচ্ছ বলে।

অপসারী  আলোকরশ্মিগুচ্ছ

৩.৩ উদ্ভিদের পাতার প্রধান কাজ কী কী ?
উত্তর: উদ্ভিদের পাতার প্রধান কাজ:
(i) উদ্ভিদের পাতা উদ্ভিদের খাদ্য তৈরীতে সাহায্য করে।
(ii) বাষ্পমোচন ও শ্বাসবায়ুর আদান প্রদানে সাহায্য করে।

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

৩.৪ ” ব্যাক্টেরিয়াঘটিত নানা রোগের চিকিৎসায় পেনিসিলিন ও সেফালোস্পোরিন অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হয় ” – ব্যাক্টেরিয়াঘটিত রোগে এই ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করার কারন বিশ্লেষণ করো।

উত্তর: অ্যান্টিবায়োটিক কয়েকধরণের জৈব-রাসায়নিক ঔষধ যা অণুজীবদের বিশেষ করে ব্যাক্টেরিয়া নাশ করে বা বৃদ্ধিরোধ করে।সাধারানতঃ এক এক অ্যান্টিবায়োটিক এক এক ধরণের অণুজীব তৈরি করে ও অন্যান্য অণুজীবের বিরুদ্ধে কাজ করে।আমাদের শরীর বিভিন্ন ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে রোগগ্রস্ত হয়। পেনিসিলিন ও সেফালোস্পোরিন সেই ব্যাকটেরিয়া গুলিকে ধ্বংস করে ফলে শরীর সুস্থ হয়। ব্যাকটেরিয়াঘটিত নানা রোগের চিকিৎসায় পেনিসিলিন ও সেফালোস্পোরিন অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হয় হয়।

৪. তিন – চারটি বাক্যে উত্তর দাওঃ

৪.১ একটি বিস্তৃত আলোক উৎস ও বিস্তৃত অস্বচ্ছ বস্তু নিয়ে পরীক্ষা করলে, কিভাবে পর্দায় প্রচ্ছায়া ও উপচ্ছায়া গঠিত হবে তা ছবি এঁকে চিহ্নিত করো।

উত্তর:

বিস্তৃত আলোক উৎস

PQ বিস্তৃত আলোক উৎস। AB হল অস্বচ্ছ বস্তু। GH হল প্রচ্ছায়া ও GE এবং FH হল উপচ্ছায়া।

৪.২ ” বন্ধ নর্দমা বা সেপটিক ট্যাঙ্ক পরিস্কার করতে নামার আগে কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া জরুরি “- উপযুক্ত কারনসহ ব্যাখ্যা করো।

উত্তর: বন্ধ নর্দমায় তথা সেপটিক ট্যাংকে প্রধানত মিথেন (CH4), হাইড্রোজেন সালফাইড (H2S) , কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড (CO), সামান্য পরিমাণে হাইড্রোজেন সায়ানাইড (HCN) থাকে। কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন সায়ানাইড প্রাণঘাতী মারাত্মক গ্যাস। কার্বন মনোক্সাইড আমাদের রক্তের হিমোগ্লোবিন এর সাথে মিশে যায় এবং কারবক্সি হিমোগ্লোবিন নামে একটি যৌগ গঠন করে। রক্তে কার্বক্সি হিমোগ্লোবিন যৌগ গঠিত হলে হিমোগ্লোবিন নিজস্ব কাজ অর্থাৎ দেহকোষে অক্সিজেন সরবরাহ করা বন্ধ করে দেয় যার ফলে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাই বন্ধ নর্দমা বা সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নামার আগে কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া জরুরি।

☛ সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here

1. You may also like: Class 7 Model Activity Task 2021 All Subjects 4th Series (October)

2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

Class 7 Model Activity Task Science October, 2021 (Part- 7)

Official Website: Click Here

Class 7 Poribesh o Biggan Model Activity Task Part- 7 2021

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

Leave a Reply