Class 7 Model Activity Task Geography September

Class 7 Model Activity Task Geography September

এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ের ‘Model Activity Task 2021 3rd Series (September)’ এর প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।

Class 7 Model Activity Task Geography September, 2021

১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :

১.১ ‘পৃথিবীর ছাদ’ যে মালভূমিকে বলা হয় সেটি হলো –

উত্তর: (গ) পামীর মালভূমি ।

১.২ নদীর উচ্চ প্রবাহে ‘I’ আকৃতির উপত্যকা সৃষ্টির অন্যতম প্রধান কারণ হলো –

উত্তর: (গ) নদীর নিম্নক্ষয়ের ক্ষমতা বেশি হওয়া। 

১.৩ যে রূপান্তরিত শিলা বিভিন্ন সৌধ নির্মাণে কাজে লাগে তা হলো — 

উত্তর: (ঘ) মার্বেল।

২. স্তম্ভ মেলাও :

উত্তর :- 

‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ
২.১ কিলিমাঞ্জারো iii) আগ্নেয় পর্বত
২.২ গ্রানাইট i) আগ্নেয় শিলা
২.৩ মিয়েন্ডারii) নদীর মধ্যপ্রবাহ

৩. সংক্ষিপ্ত উত্তর দাও :

৩.১ ভূমির ঢাল ও উচ্চতার ভিত্তিতে মালভূমি ও সমভূমির পার্থক্য নিরুপণ করো।

উত্তর:

পার্থক্যের বিষয়মালভূমিসমভূমি
ভূমির ঢাল মালভূমির চারপাশ খাড়া ঢাল যুক্ত হয় এবং উপরিভাগ তরঙ্গায়িত হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে সামান্য উঁচু বা সমুদ্র সমতলের প্রায় সমান হয়। 
উচ্চতাসমুদ্রপৃষ্ঠ থেকে ৩০০-৬০০ মিটার উঁচু হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩০০ মিটারের কম উঁচু হয়ে থাকে। 

৩.২ নীলনদের উপর কী উদ্দেশ্যে আসোয়ান বাঁধ নির্মাণ করা হয়েছিল ?

উত্তর: নীলনদের উপর মিশরীয়রা আসোয়ান বাঁধ তৈরি করেছেন। বন্যা নিয়ন্ত্রণ ও কৃষি জমিতে জলসেচ এই দুটি মূল উদ্দেশ্যে নীলনদের উপর আসোয়ান বাঁধ নির্মাণ করা হয়েছে। নীলনদের উপর এই আসোয়ান বাঁধ নির্মাণ করায় নীলনদের অতিরিক্ত জলকে ধরে রাখা যায়। যার ফলে নীলনদ অববাহিকায় বন্যা নিয়ন্ত্রণ করা যায় এবং এই ধরে রাখা জলকে পরবর্তীতে কৃষিকাজে ব্যবহার করা যায়। নীলনদের উপর নির্মিত এই উচ্চ আসোয়ান বাঁধ হলো পৃথিবীর বৃহত্তম বাঁধ।

 ৪. ‘মানুষের নানাবিধ ক্রিয়াকলাপ নদীর উপর নেতিবাচক প্রভাব ফেলে’ – বক্তব্যটির যথার্থতা বিচার করো।

উত্তর: মানুষের জীবনের সাথে নদীর সম্পর্ক এত নিবিড় হলেও মানুষের কিছু কিছু কাজ নদীর স্বাভাবিক ছন্দকে নষ্ট করেছে। কৃষি ব্যবস্থার প্রসার, শিল্পায়ন, নগরায়ণ ইত্যাদি নানাভাবে নদীকে প্রভাবিত করছে। বন্যা নিয়ন্ত্রণের জন্য নদীর পাড়ে কৃত্রিম বাঁধ তৈরি করলে সাময়িক সুফল পাওয়া গেলেও শেষ পর্যন্ত তা আরও ভয়াবহ বন্যার কারণ হয়ে উঠেছে। একদিকে কৃষি জমি থেকে ধুয়ে আসা পলিতে নদী ক্রমশ ভরাট হচ্ছে। অন্য দিকে সেচের জলের জোগান দিতে নদী ক্রমশ শুকিয়ে যাচ্ছে। শহর, শিল্পাঞ্চল বর্জ্য জল নদীতে অবাধে মিশে গিয়ে নদীর জল ক্রমশ বিষাক্ত হয়ে যাচ্ছে।

সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here

1. You may also like: Class 7 Model Activity Task 2021 All Subjects 3rd Series (September)

2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

Class 7 Model Activity Task Geography September, 2021

Official Website: Click Here

Leave a Comment

CLOSE