Class-7 Geography Model-Activity-Task February-2022
এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া সপ্তম শ্রেণীর ‘ভূগোল’ বিষয়ের ‘Model Activity Task Part-10 February, 2022’ এর প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।
সপ্তম শ্রেণী
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
February, 2022
বিষয়: ভূগোল পূর্ণমান: ২০
১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখাে:
১.১ নিরক্ষরেখার সাপেক্ষে ভারত অবস্থিত –
(ক) উত্তর গােলার্ধে
(খ) দক্ষিণ গােলার্ধে
(গ) পূর্ব গােলার্ধে
(ঘ) পশ্চিম গােলার্ধে
উত্তর: (ক) উত্তর গােলার্ধে
১.২ ভূ-গােলকে একটি অক্ষরেখা একটি দ্রাঘিমারেখাকে যত ডিগ্রি কোণে ছেদ করে তা হলাে –
(ক) ০°
(খ) ৯০°
(গ) ৬০°
(ঘ) ৩০°
উত্তর: (খ) ৯০°
১.৩ ভূ-গােলকে অঙ্কিত প্রত্যেকটি দ্রাঘিমারেখা –
(ক) উপবৃত্ত
(খ) পূর্ণবৃত্ত
(গ) অর্ধবৃত্ত
(ঘ) সরলরৈখিক
উত্তর: (গ) অর্ধবৃত্ত
২.১ শূন্যস্থান পূরণ করাে:
২.১.১. ১° দ্রাঘিমা ঘুরতে পৃথিবীর সময় লাগে _______________ঘণ্টা।
উত্তর: 1/15
২.১.২ দুটি দ্রাঘিমার মধ্যে দূরত্ব_____________উপর সবচেয়ে বেশি।
উত্তর: নিরক্ষরেখার
২.২ ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও:
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
২.২.১ ২৩° ৩০’ উ: | ১. মূলমধ্যরেখা |
২.২.২ ০° | ২. ভারতের প্রমাণ সময় |
২.২.৩ ৮২° ৩০’ পূ: | ৩. কর্কটক্রান্তি রেখা |
উত্তর:
২.২.১ ২৩° ৩০’ উ: ———- ৩. কর্কটক্রান্তি রেখা
২.২.২ ০° ——— ১. মূলমধ্যরেখা
২.২.৩ ৮২° ৩০’ পূ: ———– ২. ভারতের প্রমাণ সময়
৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও:
৩.১ অক্ষরেখা কাকে বলে?
উত্তর: নিরক্ষরেখার উভয়দিকে নিরক্ষরেখার সমান্তরালে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমদিকে ১° পরপর রেখাগুলি কল্পনা করা হয়েছে তাদের প্রত্যেকটিকে অক্ষরেখা বলা হয়।
৩.২ GPS-এর দুটি উপযােগিতা উল্লেখ করাে।
উত্তর: GPS-এর দুটি উপযােগিতা-
i) GPS এর সাহায্যে পৃথিবীর যে কোনাে স্থানের অবস্থান জানা যায়।
ii) জাহাজ, বিমান, আধুনিক গাড়িগুলিতে দিক নির্ণয়ের কাজে GPS ব্যবহার করা হয়।
৪. নীচের প্রশ্নটির উত্তর দাও:
অক্ষরেখা ও দ্রাঘিমারেখার মধ্যে তিনটি পার্থক্য লেখাে।
উত্তর:
অক্ষরেখা | দ্রাঘিমারেখা |
(i) অক্ষরেখাগুলাে পৃথিবীর পূর্ব-পশ্চিমে বিস্তৃত। | (i) দ্রাঘিমারেখাগুলাে পৃথিবীর উত্তর-দক্ষিণে বিস্তৃত। |
(ii) অক্ষরেখা পরস্পর সমান্তরাল। | (ii) দ্রাঘিমারেখা পরস্পর সমান্তরাল নয়। |
(iii) অক্ষরেখাগুলাে পূর্ণবৃত্ত। | (iii) দ্রাঘিমারেখাগুলাে অর্ধবৃত্ত। |
৫. নীচের প্রশ্নটির উত্তর দাও :
চিত্রসহ কোনাে স্থানের দ্রাঘিমা নির্ণয়ের পদ্ধতিটি লেখাে।
উত্তর: দ্রাঘিমা নির্ণয়ের ক্ষেত্রে মূলমধ্যরেখাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ রেখা হিসাবে ধরা হয়। ভূ-গোলকে মূলমধ্যরেখা (0° দ্রাঘিমারেখা) থেকে একটি সরলরেখা পৃথিবীর কেন্দ্র (C বিন্দু) পর্যন্ত টানা হয়েছে। P নামক স্থানটি যে দ্রাঘিমারেখায় অবস্থিত সেখান থেকেও অপর একটি সরলরেখা কেন্দ্র পর্যন্ত টানা হয়েছে। ওই দুই সরলরেখা পৃথিবীর কেন্দ্রে যে কোণ তৈরি করেছে সেটাই দ্রাঘিমা। ধরাযাক তার মান ৬০° । অতএব স্থানটির দ্রাঘিমা হবে ৬০° পঃ।
☛ সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here
1. You may also like: Class 7 Model Activity Task 2021 All Subjects
2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।
Class 7 Model Activity Task Geography, February 2022 (Part- 10)
Class 7 Geography Model Activity Task Answer Part- 10
সপ্তম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক ভূগোল
Class-7 Geography Model-Activity-Task February-2022
Official Website: Click Here Class 7 Geography Model Activity Task Answer Part- 2 February, 2022
Class 7 Geography Model Activity Task Part- 10 February, 2022
সপ্তম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক ভূগোল
Class-7 Geography Model-Activity-Task February-2022