Class-7 First-Unit-Test Paribesh Question
এখানে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর “1st Unit Test” এর জন্য পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের একটি মডেল প্রশ্নপত্র প্রকাশ করা হলো। আশাকরি এই প্রশ্নপত্রটি থেকে ছাত্রছাত্রীরা উপকৃত হবে।
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন: ২০২৩
সপ্তম শ্রেণী
বিষয়: আমাদের পরিবেশ
পূর্ণমান: ১৫ সময়: ৩০ মিনিট
👉সিলেবাস:
◐ 1. ভৌত পরিবেশ (i) তাপ (১ থেকে ১৪ পৃষ্ঠা) ◐ 3. পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া (৮৫ থেকে ১০০ পৃষ্ঠা) ◐ 5. মানুষের খাদ্য (১৪৫ থেকে ১৮১ পৃষ্ঠা) |
1st Unit Test
সপ্তম শ্রেণী
বিষয়: পরিবেশ ও বিজ্ঞান
পূর্ণমান: ১৫ সময়: ৩০ মিনিট
১. সঠিক উত্তরটি নির্বাচন করো:
(i) SI তে তাপের একক-
(ক) ক্যালোরি
(খ) জুল
(গ) ডিগ্রি সেন্টিগ্রেড
(ii) ফারেনহাইট স্কেলে থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক হলো-
(ক) 320 F
(খ) 00 F
(গ) 2120 F
(iii) ক্যালশিয়াম পরমাণু দুটি ইলেকট্রন ছেড়ে দিলে হবে-
(ক) Ca2-
(খ) Ca2+
(গ) 2Ca
২. সংক্ষিপ্ত উত্তর দাও: (প্রশ্নমান- ১)
(ক) তাপমাত্রার দুটি স্কেলের মধ্যে সম্পর্ক কী?
(খ) বাষ্পীভবনের লীনতাপ কত?
(গ) পারমাণবিক সংখ্যা কাকে বলে?
(ঘ) সেলসিয়াস স্কেলের 1 ঘর = ফারেনহাইট স্কেলের কত ঘর?
(ঙ) উষ্ণতার কোন মান সেলসিয়াস ও ফারেনহাইট উভয় স্কেলেই সমান?
(চ) বরফ গলনের লীনতাপ কত?
(ছ) ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের আধান কীরূপ?
(জ) ফসফেট মূলকের যোজ্যতা কত?
(ঝ) পটাশিয়ামের চিহ্ন কী?
(ঞ) সিসার চিহ্ন কী?
(ট) কোন যন্ত্রের সাহায্যে তাপ মাপা হয়?
(ঠ) গলন কাকে বলে?
(ড) ঘনীভবন কাকে বলে?
৩. নীচের প্রশ্নগুলির উত্তর দাও: (প্রশ্নমান- ২)
(ক) লীনতাপ কাকে বলে? এর একক কী?
(খ) বরফ গলনের লীনতাপ 80 ক্যালোরি/গ্রাম বলতে কি বোঝো?
(গ) বাষ্পীভবনের লীনতাপ 537 ক্যালোরি/গ্রাম বলতে কী বোঝো?
(ঘ) তাপ ও উষ্ণতার মধ্যে পার্থক্য লিখো।
(ঙ) 400C = কত ডিগ্রি ফারেনহাইট তা নির্ণয় করো।
(চ) মাটির কলসীর জল ঠান্ডা থাকে কেন?
(ছ) হাতে স্পিরিট বা ইথার রাখলে ঠান্ডা বোধ হয় কেন?
(জ) গরমকালে কুকুর জিভ বের করে হাঁপায় কেন?
(ঝ)17Cl35 পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক, ভরসংখ্যা, প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা ও নিউট্রন সংখ্যা নির্ণয় করো।
👉 সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here
👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here
You may also like: Class VII Notes
Class 7 First Unit Test Paribesh O Biggan Question Paper Class 7 First Unit Test Science Suggestion Class 7 First Unit Test Poribesh Question Paper
WBBSE Class 7 Model Question Paper Unit Test Question Paper Geography Class VII Paribesh first Unit Test Question Paper pdf Download
Official Website: Click Here
সপ্তম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্র
Class-7 First-Unit-Test Poribesh Question-2023
সপ্তম শ্রেণী আমাদের পরিবেশ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন-২০২৩
সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here
Class-7 First-Unit-Test Paribesh Question
You may also like: Class VII Notes
Class-7 Paribesh 1st-Unit-Test Suggestion