Class-7 Bengali Model-Activity-Task February-2022

Categories: Uncategorized

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

Class-7 Bengali Model-Activity-Task February-2022

এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া সপ্তম শ্রেণীর ‘বাংলা’ বিষয়ের ‘Model Activity Task Part-10 February, 2022’ এর প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।

সপ্তম শ্রেণী
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
February, 2022
বিষয়: বাংলা পূর্ণমান: ২০

১. ঠিক উত্তর বেছে নিয়ে লেখো:

১.১ ‘পাগলা গণেশ’ গল্পের ঘটনাকাল-
(ক) ২০২২ খ্রিস্টাব্দ (খ) ১০৮৯ খ্রিস্টাব্দ (গ) ২০৮৯ খ্রিস্টাব্দ (ঘ) ৩৫৮৯ খ্রিস্টাব্দ।
উত্তর: (ঘ) ৩৫৮৯ খ্রিস্টাব্দ।

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now

১.২ ‘মৃত্যুঞ্জয় টনিক’ যখন আবিষ্কৃত হয়, তখন গণেশের বয়স-
(ক) ২০ বছর (খ) ৩০ বছর (গ) ৫০ বছর (ঘ) ১৫০ বছর।
উত্তর: (গ) ৫০ বছর

১.৩ বায়োকেমিস্ট্রির ল্যাবরেটরি স্থাপিত হয়েছিল-
(ক) এভারেস্টের চূড়ায় (খ) রূপকুন্ডে (গ) কাঞ্চনজঙ্ঘায় (ঘ) গঙ্গোত্রীতে।
উত্তর: (খ) রূপকুন্ডে

২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও:

২.১ ‘ব্যতিক্রম অবশ্য এক আধজন আছে।’ -কোন বিষয়ের ব্যতিক্রম?
উত্তর: প্রাকৃতিক সৌন্দোর্য্য আহরণ, সাহিত্য, শিল্প, সংগীত বিষয়ে চর্চার ক্ষেত্রে এক আধজন ব্যতিক্রম আছে।

২.২ ‘ও মশাই, অমন বিকট শব্দ করছেন কেন?’ – কারা একথা বলেছিল?
উত্তর: লাসা থেকে ইসলামাবাদ গামী দুটো পাখাওলা লোক একথা বলেছিল।

২.৩ ‘পৃথিবীর জনসংখ্যার ভারসাম্য রাখতে তা করা আবশ্যিক।’ -কোন কাজটি করা আবশ্যিক?
উত্তর: এখানে পৃথিবীর জনসংখ্যার ভারসাম্য রাখতে মরা মানুষকে বাঁচিয়ে তোলা আবশ্যিক বলা হয়েছে।

৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও:

৩.১ ‘তা বলে পৃথিবীর মানুষেরা হাল ছাড়েনি।’ -কোন বিষয়ে তারা হাল ছাড়েনি?
উত্তর: সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ‘পাগলা গণেশ’ গল্পে সুদূরতম ৩৫৮৯ সালের বিজ্ঞানের এক অকল্পনীয় যুগের কল্পনা করেছেন। সে-যুগে মানুষ পৃথিবীর উপগ্রহ চাঁদ ছাড়াও অন্য দুই গ্রহ মঙ্গল ও শুক্রে ল্যাবরেটরি স্থাপন করেছে। আবিষ্কার করেছে সূর্যের আরও দুটি গ্রহ এবং নিশ্চিত হয়ে গেছে সূর্যের আর কোনো গ্রহ অনাবিষ্কৃত নেই। হাজার হাজার মানুষ মহাকাশের নক্ষত্রপুঞ্জের দিকে আলোর চেয়েও দ্রুতগতির মহাকাশযানে ১০০-১৫০ বছর আগে রওনা হয়ে গেছে বা যাচ্ছে। কাছেপিঠে যাওয়া মানুষেরা ফিরবে ফিরবে করছে। এত কিছু আবিষ্কার করার পরেও মানুষ নানা বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা, অজানা নাকে জানা, নতুন আবিষ্কার, মহাকাশকে জানার আকাঙ্খা বিষয়ে হাল ছাড়েনি।

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

৩.২ ‘খামোখা সময় নষ্ট।’ -কোন প্রসঙ্গে একথা বলা হয়েছে?
উত্তর: ঘরে ঘরে মানুষ বিজ্ঞান নিয়ে এমন বুঁদ হয়ে আছে যে, প্রতি ঘরের প্রত্যেকেই কোনো না কোনো বিজ্ঞানী। ফলে বিজ্ঞান চর্চা ছাড়া অন্য কোনো চর্চায় কেউ মাথা ঘামায় না। চারদিকে বিজ্ঞান চর্চার মধ্যে কবিতা, গান, ছবি আঁকা, কথাসাহিত্য, নাটক সিনেমা এসব নিয়ে মাথা ঘামানো মানে সময় নষ্ট করা। এই প্রসঙ্গে উক্ত কথা বলা হয়েছে।

৩.৩ ‘গণেশের ব্যাপারটা পছন্দ হয়নি।’ -কোন ব্যাপারটি গণেশ পছন্দ করেনি?
উত্তর: ‘পাগলা গণেশ’ গল্পে বর্ণিত ৩৫৯৮ সালেরও ১৫০ বছর পূর্বে যখন ‘মৃত্যুঞ্জয় টনিক’ আবিষ্কৃত হয়, তখন অন্য অনেকের মতো গণেশও তাঁর ৫০ বছর বয়সে তা পান করেন এবং অমর হয়ে যান। প্রায় সমসময় থেকেই শিল্পবিরোধী আন্দোলনও শুরু হয়। মানুষের কাছে তখন থেকেই বিজ্ঞান হয়ে ওঠে চর্চার একমাত্র বিষয়। বিজ্ঞানের বাড়বাড়ন্তে সুকুমার শিল্পবিরোধী আন্দোলন শুরু হল এবং শিল্প সংগীত সাহিত্য ইত্যাদির পাট উঠে যেতে লাগল – এই ব্যাপারটা গণেশের পছন্দ হয়নি।

৪. নীচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো:

‘পাগলা গণেশ’ গল্পে গণেশকে ‘পাগলা’ মনে করা কতদূর যুক্তিসঙ্গত বলে তুমি মনে করো?

উত্তর: প্রখ্যাত কথাশিল্পী শীর্ষেন্দু মুখোপাধ্যাযয়ের ‘পাগলা গনেশ’ গল্প গণেশ মুখ্য তথা কেন্দ্রীয় চরিত্র। তিনি অসাধারণ এবং ব্যতিক্রমী একটি চরিত্র মৃত্যুঞ্জয় টনিক গনেশকে অমরতা দান করেছে। তিনি নিজে বিজ্ঞানের অধ্যাপক, অথচ কেবল যুগের হুজুগে না চলে নিছক বিজ্ঞান কর্মে নিজেকে ব্যাপৃত না রেখে, মানুষের মধ্যে সুপ্ত মানসবৃত্তিগুলির বিকাশে তিনি আন্তরিক সচেষ্ট হয়েছেন। যুগধর্ম অনুযায়ী তখন পৃথিবীর সর্বত্র যেন বিজ্ঞান ছাড়া আর ভাবনার কোন বিষয় নেই। গত ১৫০ বছরে বিজ্ঞানের অভাবনীয় উন্নতি হয়েছে। আবার পাশাপাশি ‘সুকুমার শিল্পবিরোধী আন্দোলন’ চলছে। তাই মানবমন থেকে আবেগ, স্নেহ-মায়া-মমতার মত অনুভূতি গুলি যেমন হারিয়ে যাচ্ছে তেমনি শিল্প-সাহিত্য-সংস্কৃতির পাঠও চুকে যাচ্ছে। তার তখন মনে হয়েছিল বিজ্ঞানের বাড়াবাড়ির একটা সীমা থাকা দরকার।
এমতাবস্থায় প্রায় একক প্রচেষ্টায় কবিতা-গান-আঁকা ইত্যাদির চর্চার জন্য গণেশ হিমালয়ের গিরিগুহায় ডেরা বাঁধেন। সেখানে কবিতা লিখে তিনি ভাসিয়ে দেন বাতাসে, ভাবেন যদি কারো কাছে পৌঁছয় যদি কেউ পড়ে। কখনো তিনি গান করেন, ছবি আঁকেন। এমন সৃষ্টিছাড়া কীর্তিকলাপ যার তাকে তো ‘পাগলা’ বলে মনে হতে পারে। কিন্তু গণেশ ‘পাগলা’ নন। তিনি আন্তরিক। যান্ত্রিক পৃথিবীর হই-হল্লার মাঝে নিঃসঙ্গ হলেও তিনি মানবতার পূজারী। বিজ্ঞান নির্ভর মানুষ একে অপরের থেকে বিচ্ছিন্ন। তাই পারস্পরিক আবেগের সূত্রে মানুষকে বাঁধতে তিনি বিজ্ঞানের পাশে মানুষের সৃষ্টিশীলতা ও মানসবৃত্তিকে প্রতিষ্ঠা দিতে চেয়েছেন। একক যুদ্ধের সার্থক সৈনিক গণেশ তাই এক সার্থক মানব চরিত্র হিসেবে এ গল্পে আত্মপ্রকাশ করেছেন।

☛ সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here

1. You may also like: Class 7 Model Activity Task 2021 All Subjects

2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

Class 7 Model Activity Task Bengali, February 2022 (Part- 10)

Class 7 Bengali Model Activity Task Answer Part- 10

সপ্তম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা

Class-7 Bengali Model-Activity-Task February-2022

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

Official Website: Click Here Class 7 Bengali Model Activity Task Answer Part- 2 February, 2022

Class 7 Bengali Model Activity Task Part- 10 February, 2022

সপ্তম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা

Class-7 Bengali Model-Activity-Task February-2022

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

Leave a Reply