Class-6 History Model-Activity-Task February-2022

Categories: Uncategorized

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

Class-6 History Model-Activity-Task February-2022

এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া ষষ্ঠ শ্রেণীর ‘ইতিহাস’ বিষয়ের ‘Model Activity Task Part-10 February, 2022’ এর প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।

Model Activity Task (Part- 10)
February, 2022
Class- 6
বিষয়- ইতিহাস

১. শূন্যস্থান পূরণ করাে :

(ক) সবচেয়ে পুরােনাে আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে __
উত্তর: পূর্ব আফ্রিকাতে l

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now

(খ) পাথরের যুগকে সাধারণভাবে পর্যায়ে ভাগ করা হয় _
উত্তর: তিনটে l

(গ) আদিম মানুষ প্রথম কৃষিকাজ শেখে _যুগে।
উত্তর: নতুন পাথরের।

২. ঠিক-ভুল নির্ণয় করাে :

(ক) হাতিয়ারের বিবর্তন আদিম মানুষের জীবনে পরিবর্তন ঘটিয়েছিল।
উত্তর: ঠিক l

(খ) আদমগড়ের মানুষ পশুপালন করতে শিখেছিল।
উত্তর: ঠিক l

(গ) ভীমবেটকার গুহাগুলি উত্তরপ্রদেশে অবস্থিত।
উত্তর: ভুল l

৩. স্তম্ভ মেলাও:

ক-স্তম্ভখ-স্তম্ভ
হােমাে হাবিলিস
হােমাে ইরেকটাস
হােমাে স্যাপিয়েন্স
সােজা হয়ে দাঁড়াতে পারা মানুষ
বুদ্ধিমান মানুষ
দক্ষ মানুষ

উত্তর:
হােমাে হাবিলিস — দক্ষ মানুষ
হােমাে ইরেকটাস —- সােজা হয়ে দাঁড়াতে পারা মানুষ
হােমাে স্যাপিয়েন্স —- বুদ্ধিমান মানুষ

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

৪. দুটি-তিনটি বাক্যে উত্তর দাও:

(ক) ভীমবেটকার গুহার দেয়ালে কেমন ধরনের ছবি পাওয়া গেছে?
উত্তর: ভীমবেটকার গুহার দেওয়ালে আদিম মানুষের আঁকা বিভিন্ন ছবি পাওয়া গেছে। প্রায় সবই শিকারের দৃশ্য। নানারকম বন্য পশুর ছবি রয়েছে। তাছাড়া পাখি, মাছ, কাঠবেড়ালির মতাে প্রাণীর ছবিও দেখা যায়। এছাড়া দেখা যায় মানুষ একা অথবা দলবেঁধে শিকার করছে। তাদের কারাে কারাে মুখে মুখােশ। হাতে-পায়ে গয়না। অনেক সময়ই মানুষের সঙ্গে কুকুরকে দেখা যায়। ছবিগুলিতে সবুজ ও হলুদ রং -এর ব্যবহার হলেও বেশি দেখা যায় সাদা এবং লাল রং l

(খ) পুরােনাে পাথরের যুগে আদিম মানুষের জীবন কেমন ছিল?
উত্তর: পুরানো পাথরের যুগে আদিম মানুষের জীবন ছিল বেশ কঠিন ও কষ্টের। দলবেঁধে তারা পশু শিকার করত। মিলেমিশে খাবার ভাগ করে খেত। প্রচন্ড ঠান্ডা থেকে বাঁচতে পশুর চামড়া, গাছের ছাল পরত। আদিম মানুষ তখনও পোশাক তৈরি করতে শেখেনি। তারা গুহায় বসবাস করত।

☛ সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here

(গ) আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনে কী কী পরিবর্তন এসেছিল?
উত্তর: আগুন ব্যবহার করতে শেখা মানুষের ইতিহাসে খুব জরুরি একটা বিষয়। আগুনের ব্যবহারের ফলে বেশ কিছু বদল দেখা যেতে থাকে। একদিকে প্রচন্ড শীতের হাত থেকে মানুষকে বাঁচাত আগুন। পাশাপাশি বিভিন্ন জন্তুর আক্রমণ মোকাবিলা করার জন্যেও আগুনের ব্যবহার শুরু হয়। কাঁচা খাওয়ার বদলে আদিম মানুষ খাবার আগুনে ঝলসে খাওয়া শুরু করল। ঝলসানো নরম মাংস খেতে তাদের চোয়াল ও দাঁতের জোর কম লাগতো। তাই ধীরে ধীরে তাদের চোয়াল সরু হয়ে এল।

৫. আট-দশটি বাক্যে উত্তর দাও:

(ক) যাযাবর মানুষ কীভাবে ধীরে ধীরে স্থায়ীভাবে বসবাস শুরু করেছিল?
উত্তর: আদিম মানুষের ইতিহাসে নতুন পাথরের যুগ অনেকদিক থেকেই নতুন ছিল । পাথরের হাতিয়ার বানানাের কৌশল অনেক উন্নত হয়েছিল। নানান রকম পাথরের হাতিয়ার তৈরি করা শুরু হয়। পাশাপাশি ছােটো পাথরের হাতিয়ারও এসময় ব্যবহার করা হতাে। এই পর্যায়ে প্রথম আদিম মানুষ কৃষিকাজ শেখে। ফলে তারা নিজেরা নিজেদের খাদ্য উৎপাদন শুরু করে। নতুন পাথরের যুগে শিকার করতে বা পশু চরাতে ছেলেরা দল বেঁধে যেত। মেয়েরা বাচ্চাদের দেখাশােনা করত। ফলমূল জোগাড় করত। এইভাবে একসময়ে গাছপালা দেখতে দেখতে মেয়েরা বুঝতে পারল কীভাবে বীজ থেকে চারাগাছ হয়, চারাগাছ থেকে বড় গাছ । তখন শুধু খাবার খোঁজা নয়, খাবার তৈরি করতে পারল তারা। মানুষ শিখল কৃষিকাজ। কৃষিকাজ শুরু হওয়ার ফলে কৃষি অঞ্চলেই স্থায়ী বসতি বানিয়ে থাকতে শুরু করে মানুষ। চাষের সঙ্গে যুক্ত হয় বাস বা থাকা। চাষবাস কথাটা আজও ব্যবহার হয়। তার থেকে ক্ষেতের পাশে বসতি বানানাের গুরুত্ব বােঝা যায়। শিকার ও পশুপালনের জন্য মানুষকে নানান জায়গায় ঘুরে বেড়াতে হতাে। কৃষিকাজ শুরু করার পরে সেই ঘােরাঘুরি বন্ধ হয়। তাছাড়া কৃষিকাজ খাদ্য উৎপাদন নিশ্চিত করে। শিকারের মতাে তা অনিশ্চিত নয়। ফলে যাযাবর মানুষ ধীরে ধীরে কৃষি ও স্থায়ী বসতির দিকে যেতে থাকে।

☛ সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here

1. You may also like: Class 6 Model Activity Task 2021 All Subjects

2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

Class 6 Model Activity Task English, February 2022 (Part- 10)

Class 6 English Model Activity Task Answer Part- 10

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

ষষ্ঠ শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইতিহাস

Official Website: Click Here Class 6 History Model Activity Task Answer Part- 2 February, 2022

Class 6 History Model Activity Task Part- 2 February, 2022

ষষ্ঠ শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইতিহাস

Class-6 History Model-Activity-Task February-2022

Class-6 History Model Activity Task Part- 10 February 2022

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

Leave a Reply