পঞ্চম শ্রেণীর পরিবেশ প্রশ্ন উত্তর pdf প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন- ২০২৪
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন- ২০২৪
পঞ্চম শ্রেণী
বিষয়: আমাদের পরিবেশ
সাজেশন ২০২৪ (Set- 1)
১. সঠিক উত্তরটি নির্বাচন করো:
১.১ হৃদপিন্ডের শব্দ শোনা যায় যে যন্ত্রে তা হল- থার্মোমিটার / স্টেথোস্কোপ / ব্যারোমিটার / ফটোমিটার।
১.২ একটি জৈব সারের নাম হল- নাইট্রোজেন / পটাশিয়াম / ফসফেট / কম্পোস্ট।
১.৩ কাঁধ থেকে কনুই পর্যন্ত বিস্তৃত অস্থি হল হিউমেরাস / ফিমার / লিগামেন্ট / কশেরুকা।
১.৪ আমাদের শরীরের বর্ম হল হাড় / ত্বক / চুল।
১.৫ ত্বকে রোদ লাগলে তৈরি হয় ভিটামিন- A / C / D
১.৬ ম্যানগ্রোভ জাতীয় একটি উদ্ভিদ হল- গরান / বট / তাল।
২. শূন্যস্থান পূরণ কর:
২.১ _______________ মাটিতে বালি আর কাদা প্রায় সমান সমান থাকে।
২.২ জলদাপাড়ার জঙ্গলে বড় বড় কালো গরুর মত জন্তু আছে। তার নাম ______________।
২.৩ গন্ডারের খড়্গ আসলে _____________।
২.৪ মানবদেহের সবচেয়ে বড় হাড় হল ________________।
২.৫ সারা শরীরে অক্সিজেন ও শরীরের প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে দেয় ______________।
২.৬ শুরুতেই বৃষ্টির জলে _______________ থাকে।
২.৭ কেঁচো মাটির ________________ উপাদান।
২.৮ গন্ধগোকুল এর অপর নাম হল ______________।
৩. অতি সংক্ষেপে উত্তর দাও:
৩.১ জলদাপাড়া অভয়ারণ্য কোথায় অবস্থিত?
৩.২ কোন জিনিসের জন্য চামড়ার রং কালো হয়?
৩.৩ ঝোরা কাকে বলে?
৩.৪ মাছের ঘা সারাতে ও জল শোধন করতে কি ওষুধ ব্যবহার করা হয়?
৩.৫ বিদ্যাসাগরের লেখা দুটি বইয়ের নাম লেখো।
৩.৬ বীরভূম জেলার দুটি নদীর নাম লেখো।
৩.৭ সতীদাহ প্রথা আইন করে কে বন্ধ করেন?
৩.৮ বিধবা বিবাহ আইন কত সালে প্রবর্তন হয়েছিল?
৩.৯ শিকারি পাখিদের নখ কেমন হয়?
৩.১০ মাটির ক্ষতিকারক উপাদান গুলি কি কি?
👉 সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here
👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here
Class 5 First Unit Test Amader Poribesh Question Paper Class 5 First Unit Test Amader Poribesh Suggestion Class 5 1st Unit Test Amader Poribesh Question Paper
WBBSE Class 5 Model Question Paper Unit Test Question Paper Amader Poribesh Class V Amader Poribesh First Unit Test Question Paper pdf Download Class 5 First Unit Test 2024 Poribesh Question
Official Website: Click Here
পঞ্চম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের আমাদের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্র
পঞ্চম শ্রেণীর পরিবেশ প্রশ্ন উত্তর pdf
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পঞ্চম শ্রেণী বিষয়: আমাদের পরিবেশ সাজেশন ২০২৪
পঞ্চম শ্রেণীর পরিবেশ প্রশ্ন উত্তর pdf
Class 5 First-Unit Test 2024 Poribesh Question পঞ্চম শ্রেণীর পরিবেশ প্রশ্ন উত্তর part 3