Class-5 Bengali First-Unit-Test Question-2023

Categories: Uncategorized

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

Class-5 Bengali First-Unit-Test Question-2023

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন: ২০২৩
পঞ্চম শ্রেণী
বিষয়: বাংলা
পূর্ণমান: ১৫ সময়: ৩০ মিনিট
১. সঠিক উত্তরটি নির্বাচন করো:

(ক) থুত্থুড়ে শব্দটির অর্থ- (চনমনে / জড়োসড়ো / জ্ঞানী / নড়বড়ে)
উত্তর: নড়বড়ে

(খ) হিমালয় ছাড়া ভারতবর্ষের আরো একটি পর্বতের নাম হলো- (কিলিমানজারো / আরাবল্লী / আন্দিজ / রকি)
উত্তর: আরাবল্লী

(গ) হবু থানায় গিয়েছিল- (বেড়াতে / অভিযোগ জানাতে / চিকিৎসা করাতে / হারানো পাখি খুঁজতে)
উত্তর: অভিযোগ জানাতে

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now

(ঘ) হাবু ও তার দাদাদের পোষা মোট পশু-পাখির সংখ্যা- (১৭৫ / ১৫০ / ১৭০/ ২৫)
উত্তর: ১৭৫

(ঙ) ‘এতোয়া’ শব্দটির অর্থ- (রবিবার / সোমবার / বুধবার / ছুটির দিন)
উত্তর: রবিবার

(চ) গ্রামটার আদি নাম ছিল- (শালগাড়া / হাতিঘর / হাতিবাড়ি / শালগেড়িয়া)
উত্তর: শালগেড়িয়া

(ছ) ‘দরবার’ শব্দটির অর্থ- (দরজা / সভা / দরগা / দোকান)
উত্তর: সভা

(জ) ‘চিলেকোঠা’ হলো- (কাঠের ঘর / তেতালার ঘর / ছাদের উপরে সিঁড়ির ঘর / বসবার ঘর)
উত্তর: ছাদের উপরে সিঁড়ির ঘর

২. একটি বাক্যে উত্তর দাও:

(ক) গল্প বুড়ো কখন গল্প শোনাতে আসে?
উত্তর: গল্পবুড়ো শীতের ভোরে গল্প শোনাতে আসে।

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

(খ) গল্পবুড়ো কাদের তার গল্প শোনাবে না?
উত্তর: যারা গল্পবুড়োর চিৎকার শুনেও ভোরবেলা উঠে আসবে না তাদের গল্পবুড়ো গল্প শোনাবে না।

(গ) জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল?
উত্তর: লাডাকের একটা নির্জন জায়গাতে জোয়ানদের ঘাঁটি ছিল।

(ঘ) হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল?
উত্তর: হাবু থানায় গিয়ে বড়োবাবুর কাছে নালিশ জানিয়েছিল।

(ঙ) ‘পাখির কাছে ফুলের কাছে’ কবিতায় কবি বাইরে বেরিয়ে এসে শহরকে কেমন অবস্থায় দেখলেন?
উত্তর: ‘পাখির কাছে ফুলের কাছে’ কবিতার কবি আল মাহমুদ বাইরে বেরিয়ে এসে দেখলেন মস্ত শহরটা যেন অবসন্ন অবস্থায় থরথর করে কাঁপছে।

(চ) বিমলার ছোটো ভাইয়ের নাম কী?
উত্তর: বিমলার ছোটো ভাইয়ের নাম অবনী।

(ছ) বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কী ছিল?
উত্তর: বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল তাদের বাড়ির ছাদ।

৩. সংক্ষেপে উত্তর দাও:

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

(ক) গল্পবুড়োর ঝোলায় কী কী ধরনের গল্প রয়েছে?
উত্তর: গল্পবুড়োর ঝোলায় মন ভোলানো দত্যি, দানব, যক্ষিরাজ, রাজপুত্তুর, পক্ষীরাজ এসব গল্প রয়েছে।

(খ) বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে কী খেত?
উত্তর: বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি এইসব খেত ।

(গ) দারোগাবাবু হাবুকে যে পরামর্শ দিলেন সেটি তার পছন্দ হলো না কেন?
উত্তর: কবি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা ‘দারোগাবাবু এবং হাবু’ কবিতায়, দারোগাবাবু হাবুকে যে পরামর্শ দিলেন সেটি তার পছন্দ হল না কারণ দারোগাবাবু বলেছিলেন গন্ধ লাগলে ঘরের জানলা দরজা খুলে দিতে । সেই পরামর্শ মতো জানলা দরজা খুলে দিলে তার পোষা দেড়শোটি পায়রা উড়ে যাবে।

(ঘ) হাবুর বড়দা, মেজদা ও সেজদা ঘরে কী কী পোষেন?
উত্তর: কবি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা ‘দারোগাবাবু এবং হাবু’ কবিতায়, হাবুর বড়দা ছোটো-বড়ো সাতটা বেড়াল, মেজদা আটটা কুকুর ও সেজদা দশটা ছাগল ঘরে পোষেন।

(ঙ) গাঁয়ের নাম হাতিঘর হলো কেন?
উত্তর: মোতিবাবুর পূর্বপুরুষেরা যখন গাঁয়ের জমিদার ছিলেন তখন তাদের হাতি পোষার শখ ছিল, তাই গাঁয়ের নাম হাতিঘর দেওয়া হয়।

(চ) এতোয়া নামটি কেন হয়েছিল?
উত্তর: আদিবাসীরা অনেকেই তাদের জন্মবারের সঙ্গে মিলিয়ে নাম রাখে। এতোয়ার জন্ম রবিবারে, তাই তার ঠাকুরদা মঙ্গল মুন্ডা তার জন্মবারের সঙ্গে মিলিয়ে নাম রাখে এতোয়া।

(ছ) বিমলাকে সারাদিন কোন কোন কাজ করতে হয়?
উত্তর: কবি নবকৃষ্ণ ভট্টাচার্যের ‘বিমলার অভিমান’ কবিতায় বিমলাকে সারাদিন নানা কাজ করতে হয় । সে পূজার ফুল আনে, খোকা কাঁদলে তাকে সামলায়, ছাগল নটেগাছ খেতে এলে তাড়ায়, দাদা খেতে বসলে তাকে নুন দেয়, মায়ের পানটা ঝাল হলে চুন এনে দেয়।

৪. এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরী করো:

(ক) থা রূ ক প
(খ) জ ক্ষী রা প
(গ) জ গু বি আ
(ঘ) ব খা রে র্ণ সু

উত্তর:
(ক) থা রূ ক প = রূপকথা
(খ) জ ক্ষী রা প = পক্ষীরাজ
(গ) জ গু বি আ = আজগুবি
(ঘ) ব খা রে র্ণ সু = সুবর্ণরেখা

৫. ক্রিয়ার নীচে দাগ দাও:

(ক) দেখবি যদি জলদি আয়।
(খ) বইছে হাওয়া উত্তুরে।
(গ) পাখিরা আবার আসতে আরম্ভ করলো।
(ঘ) বাড়ির জন্য ওদের মন কেমন করত।
(ঙ) সাতটা বেড়াল পোষেন ছোটো বড়ো।
(চ) খাব না তো আমি।
(ছ) সেইখানে অত্যন্ত একলা হয়ে বসতুম।

উত্তর:
(ক) দেখবি যদি জলদি আয়
(খ) বইছে হাওয়া উত্তুরে।
(গ) পাখিরা আবার আসতে আরম্ভ করলো
(ঘ) বাড়ির জন্য ওদের মন কেমন করত
(ঙ) সাতটা বেড়াল পোষেন ছোটো বড়ো।
(চ) খাব না তো আমি।
(ছ) সেইখানে অত্যন্ত একলা হয়ে বসতুম

৬. বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো:
বুনো, বরফ, শীতকাল, কাবু, নালিশ, চুড়ি, দামি, গরম

উত্তর:

বিশেষ্যবিশেষণ
বরফ, শীতকাল, নালিশ, চুড়িবুনো, কাবু, দামি, গরম
৭. বাক্য রচনা করো:
(ক) নালিশ (খ) জোয়ান (গ) চিঠিপত্র (ঘ) পাঁচিল (ঙ) নটেগাছ (চ) মরুভূমি

উত্তর:
(ক) নালিশ =আমি প্রধান শিক্ষকের কাছে অপুর বিরুদ্ধে নালিশ করলাম।
(খ) জোয়ান = জোয়ানরা আমাদের দেশকে রক্ষা করেন।
(গ) চিঠিপত্র = বর্তমানে চিঠিপত্রের ব্যবহার তেমন আর নেই।
(ঘ) পাঁচিল = বাড়িটি উঁচু পাঁচিল দিয়ে ঘেরা হবে।
(ঙ) নটেগাছ = ‘ঠাকুমার ঝুলি’র গল্পে নটেগাছের উল্লেখ আছে।
(চ) মরুভূমি = মরুভূমিতে শুধু বালি আর বালি।

৮. বিপরীতার্থক শব্দ লেখো:
(ক) বিশ্বাস (খ) পূর্বপুরুষ (গ) লম্বা (ঘ) পদ্য (ঙ) মস্ত (চ) ঝাল (ছ) আড়াল (জ) ফিকে

উত্তর:
(ক) বিশ্বাস = অবিশ্বাস
(খ) পূর্বপুরুষ = উত্তর পুরুষ
(গ) লম্বা = বেঁটে
(ঘ) পদ্য = গদ্য
(ঙ) মস্ত = ক্ষুদ্র / ছোটো
(চ) ঝাল = মিষ্টি
(ছ) আড়াল = উন্মোচন / প্রকাশ্য
(জ) ফিকে = গাঢ়

৯. সমার্থক শব্দ লেখো:
জল, নদী, জঙ্গল

উত্তর:
জল = বারি, নীর
নদী = তটিনী, প্রবাহিনী
জঙ্গল = বন, অরণ্য

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now
👉 সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here
👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here

You may also like: Class VII Notes

Class 5 First Unit Test Bengali Question Paper Class 5 First Unit Test Bengali Suggestion Class 5 First Unit Test Bengali Question Paper Class-5 Bengali First-Unit-Test Question-2023

WBBSE Class 5 Model Question Paper Unit Test Question Paper Bengali Class V Bengali first Unit Test Question Paper pdf Download Class-5 Bengali First-Unit-Test Question-2023

Official Website: Click Here

পঞ্চম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের বাংলা বিষয়ের প্রশ্নপত্র

Class-5 Bengali First-Unit-Test Question-2023

Class 5 First Unit Test Exam 2023 Bengali Question Answer

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

Leave a Reply