Class-5 Bengali 3rd-Unit-Test Question
প্রিয় ছাত্রছাত্রীরা,
তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ নভেম্বর, ২০২২ থেকে ৭ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে। তোমাদের সুবিধার্থে আমরা আমাদের ওয়েবসাইটে সকল বিষয়ের প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কয়েকটি মডেল প্রশ্নপত্র শেয়ার করলাম। তোমরা পাঠ্য বইটি ভালো মতো পড়ে নীচের প্রশ্নগুলির উত্তর খাতায় লিখে রাখবে। কোনো প্রশ্নের উত্তর করতে অসুবিধা হলে কমেন্ট করে জানাও।
3rd Unit Test
পঞ্চম শ্রেণী
বিষয়: বাংলা
পূর্ণমান: 50 সময়: 2 ঘন্টা
১. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ।
ক) সূর্য সেনের প্রিয় কবি ছিলেন-
(সুকান্ত ভট্টাচার্য / নজরুল ইসলাম / রবীন্দ্রনাথ ঠাকুর / জীবনানন্দ দাস)।
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর
খ) ক্ষুদিরাম ছিল-
(কুমোর / ছুতোর / চাষী / পুরোহিত)।
উত্তর: পুরোহিত
গ) বোম্বাগড়ের মানুষ চোখে আলতা মাখে-
(জ্যোৎস্না রাতে / অমাবস্যার রাতে / দুপুরবেলায়)।
উত্তর: জ্যোৎস্না রাতে।
ঘ) গভীর বনের ভেতর ছিল-
(বাবলা / ফনিমনসা / আম)
উত্তর: ফনীমনসা।
ঙ) তালসুপুরির বন ছাড়াও আর যে বনে কবির নিজেকে একলা মনে হয় না তা হলো-
(আম / জাম / শাল) বনে।
উত্তর: শাল।
২. পূর্ণ বাক্যে উত্তর দাও।
ক) বোকা কুমিরের কথা গল্পটির লেখক কে?
উত্তর: বোকা কুমিরের কথা গল্পটির লেখক উপেন্দ্রকিশোর রায়চৌধুরী।
খ) বোম্বাগড়ের লোকেরা সর্দি হলে কি করে?
উত্তর: বোম্বাগড়ের লোকেরা সর্দি হলে ডিগবাজি খায়।
গ) জটি পিসিমার বড় মেয়ের নাম কি?
উত্তর: জটি পিসিমার বড় মেয়ের নাম লাবণ্যদি।
ঘ) কবি শঙ্খ ঘোষ এর মাথায় আশীর্বাদ এর মত কি ঝরে পড়ে?
উত্তর: কবি শঙ্খ ঘোষ এর মাথায় আশীর্বাদের মতো গাছের পাতা ঝরে পড়ে।
ঙ) মাস্টারদা কোন পাহাড়ের ওপর লড়াই করেছিলেন?
উত্তর: মাস্টারদা জালালবাদের পাহাড়ের ওপর লড়াই করেছিল।
৩. সংক্ষেপে উত্তর দাও-
ক) ছোট ফনিমনসা গাছের দেমাকে মাটিতে পা পরছিল না কেন?
উত্তর: বনের পরী ছোট্ট ফনিমনসার গা ভরে পালং এর মত কচি, নরম, সবুজ পাতা দিয়েছিল। তাই ছোট্ট ফনিমনসা গাছটির দেমাকে মাটিতে পা পড়ছিল না।
খ) মাস্টারদার আদর্শ পুরুষ কারা ছিলেন?
উত্তর: রামকৃষ্ণ এবং বিবেকানন্দই ছিলেন মাষ্টারদার আদর্শ পুরুষ।
গ) কবির মনে কখন আর কোন দুঃখই থাকে না?
উত্তর: কবি শঙ্খ ঘোষ যখন একলা শালবন ও তালসুপুরি বনে উপস্থিত হন তখন তার জীবনে আর কোন দুঃখই থাকে না।
ঘ) বোম্বাগড়ের রাজার কে, কি দিয়ে ক্রিকেট খেলে?
উত্তর: বোম্বাগড়ের রাজার পিসি কুমড়ো দিয়ে ক্রিকেট খেলে।
৪. প্রশ্নগুলির উত্তর দাও।
ক) ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ কিভাবে মাস্টারদা নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিল? ব্রিটিশ শাসিত ভারতবর্ষে কোন পতাকা উড়তো?
উত্তর: মাস্টারদার নেতৃত্বে চট্টগ্রাম শহরের অল্প বয়সী কিছু ছেলে ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। মাস্টারদার কথা মত ছেলেরা চট্টগ্রামের অস্ত্রাগারে টেলিফোন এবং টেলিগ্রাফের অফিসে আগুন লাগিয়েছিল, রেলের লাইন ভেঙেছিল, মালগাড়ি উল্টে ট্রেন চলাচল বন্ধ করে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করেছিল। এভাবে ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছিল।
ব্রিটিশ শাসিত ভারতবর্ষে উড়তো ব্রিটিশ পতাকা ইউনিয়ন জ্যাক।
খ) জটি পিসিমার বাড়িতে কোন বারে, কেন তালের প্রয়োজন হয়েছিল? কে, কিভাবে জটি পিসি মাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল?
উত্তর: আসছে মঙ্গলবার তাল নবমীর ব্রত, তাই ওই দিন জটি পিসিমার বাড়িতে তালের প্রয়োজন হয়েছিল।
গোপাল খুব ভোর বেলায় উঠে দীঘির তাল-পুকুরের তালের বন থেকে তাল কুড়িয়ে জটি পিসি মাকে দিয়েছিল।
৫. নির্দেশ অনুসারে উত্তর দাও।
ক) বিপরীত শব্দ লেখ: অগ্রজ, স্বাধীন।
উত্তর:
অগ্রজ- অনুজ
স্বাধীন- পরাধীন
খ) লিঙ্গ পরিবর্তন কর: বাঘ, ভূত।
উত্তর:
বাঘ- বাঘিনী
ভুত – পেত্নী
গ) পুরুষ নির্ণয় কর: আমরা, তুমি।
উত্তর:
আমরা- উত্তম পুরুষ
তুমি- মধ্যম পুরুষ
ঘ) বচন নির্ণয় কর: গাছে গাছে, বই খানি।
উত্তর:
গাছে গাছে- বহুবচন
বই খানি- একবচন
ঙ) পদ পরিবর্তন করো: শাসন, তেজস্মিতা
উত্তর:
শাসন- শাসিত
তেজস্বিতা- তেজস্বী
চ) বাক্য গঠন করো: পতাকা ,ব্যায়াম
উত্তর:
পতাকা– ১৫ ই আগস্ট আমাদের বিদ্যালয়ে পতাকা উত্তোলন করা হয়।
ব্যায়াম– নিয়মিত ব্যায়াম করা শরীরের পক্ষে ভালো।
১. একটি বাক্যে উত্তর দাও:
১.১ সাংঘাতিক কান্ড কোন শহরে হয়েছিল?
১.২ ব্রিটিশ পতাকার নাম কী?
১.৩ মাস্টারদার পুরো নাম কী?
১.৪ মিষ্টি কবিতাটি কার লেখা?
১.৫ মাস্টারদার কথা মত কারা ইংরেজ পুলিশদের সঙ্গে লড়েছিল?
১.৬ চট্টগ্রাম শহর কোথায় অবস্থিত?
১.৭ কোন ঋতুতে সাধারণত পথঘাট পিছল হয়ে পড়ে?
১.৮ কাদের বাড়ি দুই দিন হাঁড়ি চড়েনি?
১.৯ ‘মিষ্টি’ কবিতায় ‘রাস্তা’ শব্দটি অন্য কোন নামে আছে?
২. সঠিক উত্তর বেছে নিয়ে লেখো:
২.১ মাস্টারদা (সূর্যতারা / উমাতারা / চাঁদতারা) হাইস্কুলের শিক্ষক ছিলেন।
২.২ ভোর চারটের সময় মাস্টারদা (ব্যায়াম করত / সাঁতার কাটত / পড়াত)
২.৩ তালনবমী হয় (মাঘ / শ্রাবন / ভাদ্র) মাসে।
২.৪ মাস্টারদার আদর্শ পুরুষ হল- (নেতাজি-গান্ধীজি / রবীন্দ্রনাথ-নজরুল / রামকৃষ্ণ-বিবেকানন্দ)
২.৫ তালনবমীর ব্রত আছে (ছবি পিসি / জটি পিসি / রমা পিসি) -র বাড়ি।
২.৬ নেপালের বয়স- (১২ / ১০ /১৪) বছর।
৩. শূন্যস্থান পূরণ করো:
৩.১ রোদ ওঠে না ……………….. পড়ে না।
৩.২ ……………….. লাগে তাই কি?
৩.৩ যে ……………….. নেই ……………….. পড়া।
৩.৪ ……………….. খাওয়ার দুখখু।
৩.৫ পায় মজা সে ………………..
৪. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভের মেলাও:
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
(ক) মাস্টারদা (খ) তালনবমীর ব্রত (গ) রাস্তা (ঘ) কবিসম্রাট (ঙ) ক্ষুদিরাম | i) মঙ্গলবার ii) অঙ্কের শিক্ষক iii) রবীন্দ্রনাথ ঠাকুর iv) সামান্য গৃহস্থ v) পথ |
৫. বাক্য রচনা করো:
পতাকা, মা, দেশ, ব্যায়াম
৬. এলোমেলো শব্দগুলি সাজিয়ে লেখো:
৬.১ তা ভা র মা ত
৬.২ ক ন্য অ র ম
৬.৩ টি পু লি মা শ
৬.৪ মু ন স শা ক্ত
৬.৫ রু বা গো দ লা
৭. পদ পরিবর্তন কর:
রঙিন, বিদেশি, প্রতিবাদ, ত্যাগ, সুখ, অত্যাচার
৮. সংক্ষিপ্ত উত্তর দাও:
৮.১ ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা কেমন অত্যাচার করত?
৮.২ মাস্টারদার চেহারার বিবরণ দাও।
৯. অনুচ্ছেদ রচনা কর:
দূর্গাপুজা বা শীতকাল।
👉 সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here
👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here
Class-5 Bengali 3rd-Unit-Test Question 2022
Class 5 Third Unit Test 2022 Bengali Question Paper Class 5 Third Unit Test Bengali Suggestion
Class 5 3rd Unit Test Bengali Question Paper 2022
WBBSE Class 5 Model Question Paper Unit Test Question Paper Bengali Class V Bengali Third Unit Test Question Paper pdf Download
Class 5 Third Term Test Bengali Question Paper
Official Website: Click Here Class-5 Bengali 3rd-Unit-Test Suggestion
পঞ্চম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের বাংলা বিষয়ের প্রশ্নপত্র
Class-5 Bengali 3rd-Unit-Test Question Class-5 Bengali 3rd-Unit-Test Question Class-5 Bengali Third-Unit-Test Question
পঞ্চম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলা প্রশ্নপত্র
Class 5 Final Term Exam Bengali Question Paper Class-5 Bengali 3rd-Unit-Test Suggestion Class-5 Bengali 3rd-Unit-Test Suggestion