মালগাড়ি কবিতার প্রশ্ন উত্তর Class 4 Bengali Malgari Question Answer

মালগাড়ি কবিতার প্রশ্ন উত্তর Class 4 Bengali Malgari Question Answer

চতুর্থ শ্রেণী
বাংলা প্রশ্ন ও উত্তর
মালগাড়ি কবিতার প্রশ্ন উত্তর (প্রেমেন্দ্র মিত্র)

১. প্রেমেন্দ্র মিত্র কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
উত্তর: প্রেমেন্দ্র মিত্র ‘কালিকলম’ পত্রিকার সম্পাদক ছিলেন।

২. তাঁর সৃষ্ট একটি বিখ্যাত চরিত্রের নাম লেখো।
উত্তর: প্রেমেন্দ্র মিত্রের একটি বিখ্যাত চরিত্র ঘনাদা।

৩. একটি বাক্যে উত্তর দাও :

৩.১ ‘মালগাড়ি’র চলাকে কবিতায় কার সঙ্গে তুলনা করা হয়েছে?
উত্তর: ‘মালগাড়ি’র চলাকে কবিতায় ভাটায় চলা নৌকার সঙ্গে তুলনা করেছেন।

৩.২ কথকের জীবনে কোন বিশেষ দিনটিতে পরির সঙ্গে তার দেখা হতে পারে?
উত্তর: কথকের জীবনে জন্মদিনে পরির সঙ্গে দেখা হতে পারে।

৩.৩ প্যাসেঞ্জার ট্রেন কোন্ কাজের ধান্দা নিয়ে থাকে?
উত্তর: প্যাসেঞ্জার ট্রেন সময় পেলেই যাত্রী নিয়ে ওঠানামা করে।

৩.৪ ‘মালগাড়ি’ কোন্ কাজে ব্যবহৃত হয়?
উত্তর: ‘মালগাড়ি’ মালপত্র আনা নেওয়ার কাজ করে।

৩.৫ সত্যিই কি মালগাড়ির টাইমটেবিল অনুযায়ী চলার প্রয়োজন নেই?
উত্তর: না, মালগাড়ি টাইম টেবিল অনুযায়ী চলেনা।

৩.৬ প্যাসেঞ্জার বা মেল ট্রেনের তুলনায় মালগাড়ির ধীরগামী হওয়ার কারণ কী বলে তোমার মনে হয়?
উত্তর: প্যাসেঞ্জার বা মেলট্রেন সবসময় যাত্রী নিয়ে যাতায়াত করে, তাই তাদের দ্রুত যাতায়াত করতে হয়।

৩.৭ আপ ট্রেন আর ডাউন ট্রেন বলতে কী বোঝায়?
উত্তর: একটি ট্রেন যখন প্রধান স্টেশন থেকে গন্তব্যস্থলের দিকে যাত্রা করল তখন তা আপ ট্রেন। ওই ট্রেন প্রধান স্টেশনে ফিরে আসলে তার নাম ডাউন ট্রেন।

৩.৮ তোমার জানা এমন কয়েকটি যানবাহনের নাম লেখো যেগুলি যাত্রীপরিবহণ করে না।
উত্তর: লরি, টেম্পো, ভ্যানগাড়ি, মালগাড়ি যাত্রী পরিবহণ করেনা।

৪. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো:

৪.১ জোয়ার আর ভাটায় নদীর চেহারা কেমন হয়?

উত্তর: নদীতে যখন জোয়ার আসে তখন নদীর জল বেড়ে যায়, নদী ফুলে ওঠে, স্রোতও বেশি হয়। কিন্তু ভাটার সময় নদীর জল কমে যায়, স্রোতও কম হয়। কোথাও কোথাও চড়া দেখা যায়।

৪.২ এই কবিতায় পরিদের প্রসঙ্গ কীভাবে এসেছে? পরির প্রসঙ্গ তুমি এর আগে কোন্ কোন্ গদ্য, কবিতায় পড়েছ?

উত্তর: কবিতার কথক একটা ছোটো শিশু। সে চায় জন্মদিনে তার বাড়িতে একটা পরি আসুক, যে পরি তাকে মালগাড়ি করে দেবে। সে ধীরেসুস্থে লাইন বরাবর যাবে। তার যাওয়া আসার না কোনো তাড়া থাকবে, না কোনো নিয়ম থাকবে। সে আপনমনে চলবে।
এই কবিতার আগে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কোথাও আমার হারিয়ে যাওয়ার’, সুকুমার রায়ের লেখা ‘ভাঙা তারা’ এ ছাড়া ‘ঠাকুমার ঝুলি’র ‘লালপরী’ ‘নীলপরী’র গল্পে পরির প্রসঙ্গ এসেছে।

৪.৩ মালগাড়ি হয়ে কবিতার কথক কোন্ সুখ অনুভব করতে চায়?

উত্তর: মালগাড়ি হয়ে কবিতার কথক একলা একটা লাইন ধরে নিজের খুশিমতো চলতে পারবে। তাকে বাধা দেবার, তার কাজে কোনো মাথা গলানোর লোক থাকবে না। সে একলা ট্রেন লাইনে একা একা আপনমনে পথ চলবে। তাকে কেউ তাড়াতাড়ি যেতে বলবে না। সেটাই তার সুখ।

৪.৪ কবিতায় ‘ঘটর ঘটর’ শব্দটি মালগাড়ির শব্দ বোঝাতে ব্যবহৃত হয়েছে। তুমি এমন কিছু শব্দ লেখো যা দিয়ে যন্ত্র বা যানবাহনের শব্দকেই বোঝানো হয়ে থাকে।
উত্তর: যানবাহনের কিছু শব্দ : ক্যাঁচকোঁচ, পিঁ-পি, ব্লুম ব্লুম, ছলাৎ ছলাৎ।

৫. গদ্যরূপ লেখো:

৫.১ মালগাড়ি হই একটি শুধু যদি ঘটর ঘটর দিনরাত্তির চলি।
উত্তর: শুধু একটি মালগাড়ি হয়ে দিনরাতির ঘটর ঘটর চলি।

৫.২ চেয়ে নেব একটি শুধু বর।
উত্তর: শুধু একটি বর চেয়ে নেব।

৫.৩ ভাবনা শুধু লেট হয়ে যায় পাছে।
উত্তর: শুধু ভাবনা পাছে লেট হয়ে যায়।

৫.৪ যত দূরেই যেখানে যাই নাকো সারা লাইন শুধু আমার একার।
উত্তর: যত দূরেই যেখানে যাই নাকো শুধু আমার একার সারা লাইন

৫.৫ যাচ্ছি যাব করেই আমার যাওয়া।
উত্তর: আমার যাওয়া যাচ্ছি যাব করেই।

৬. প্রতিটি শব্দের সমার্থক শব্দ লেখো ও সেগুলি বাক্যে ব্যবহার করো :
বাড়ি, নদী, ভাবনা, খুশি, ধান্দা, তুফান, রাস্তা।

উত্তর:
বাড়ি =গৃহ: সন্ধ্যে হলে মানুষ গৃহে ফেরে।
নদী = স্রোতস্বিনী: স্রোতস্বিনীর জলে সন্ন্যাসী অবগাহন করলেন।
ভাবনা = চিন্তা: চিন্তা করে সব কাজ করবে।
খুশি = আনন্দ: আজ আমার দারুণ আনন্দ হয়েছে।
ধান্দা = উদ্দেশ্য: তোমার এখানে আসার উদ্দেশ্য কী?
তুফান = ঝড়: ঝড়ে গাছগুলি মাটিতে নুইয়ে পড়েছে।
রাস্তা = পথ: এই পথে চললে তবেই সঠিক রাস্তা পাবে।

৭. ‘ভালোমন্দ’-এর মতো বিপরীত অর্থের শব্দ পাশাপাশি আছে এমন তিনজোড়া শব্দ কবিতা থেকে বের করে লেখো :
উত্তর: যাওয়া-আসা, দিন রাত্তির ওঠায় নামায়।

৮. ছক করে নীচের শব্দগুলি থেকে ঘোষ বর্ণ ও অঘোষ বর্ণ আলাদা করে বসাও :
তুফান, দেখা, ছুটে, কাজ, মিষ্টি, যাত্রী।

উত্তর:

শব্দঘোষ বর্ণঅঘোষ বর্ণ
তুফান ত, ফ
দেখা
ছুটে ছ, ট
কাজ
মিষ্টি 
যাত্রী 

৯. কবিতাটিতে যেকটি ইংরেজি শব্দ ব্যবহৃত হয়েছে সেগুলি হল—মেলট্রেন, প্যাসেঞ্জার, স্টেশন, লেট, লাইন, টাইমটেবিল। শব্দগুলি প্রতিটিই রেলগাড়ি সংক্রান্ত। এবার তুমি বাস ও সেই সংক্রান্ত ইংরেজি শব্দগুলির একটি তালিকা তৈরি করো।
উত্তর: বাস, মিনিবাস, প্যাসেঞ্জার, ড্রাইভার, কনডাক্টর, টিকিট, স্টপেজ, টোলট্যাক্স, হর্ন, লাইট, সিট, কেবিন, ফুটবোর্ড, হ্যান্ডেল।

১০. তুমি একটি মালগাড়ি দেখতে পেলে। মালগাড়ি সম্বন্ধে তোমার মনে কী কী প্রশ্ন জেগেছে? তার অন্তত পাঁচটি প্রশ্ন খাতায় লেখো।

উত্তর:
(ক) মালগাড়ি কোথা থেকে ছাড়ে?
(খ) মালগাড়ি কোথায় পৌঁছোয়?
(গ) মালগাড়িতে কী কী জিনিস যায়?
(ঘ) মালগাড়ি আস্তে যায় কেন?
(ঙ) মালগাড়িতে করে কেন আমরা যেতে পারি না?

☛ সমস্ত অধ্যায়ের উত্তর পেতে: Click Here

👉 Subscribe Our YouTube Channel: Click Here
Class 4 Model Bengali 2022

Class 4 Bengali Model Activity Task Answer

চতুর্থ শ্রেণী বাংলা

Class 4 বাংলা

Official Website: Click Here

Class-4 Bengali Malgari Question-Answer

চতুর্থ শ্রেণী বাংলা মালগাড়ি প্রেমেন্দ্র মিত্র

Class-4 Bengali Malgari Question-Answer

মালগাড়ি প্রশ্ন উত্তর
চতুর্থ শ্রেণী বাংলা মালগাড়ি সমাধান

Class-4 Bengali Malgari Question-Answer

West Bengali Class 4 Bengali Question Answer

চতুর্থ শ্রেণী মালগাড়ি প্রশ্ন উত্তর

Class 4 Bangla Prosno Uttor

WBBSE Class 4 Bengali Book Pdf

Leave a Comment