দক্ষিণমেরু অভিযান প্রশ্ন উত্তর চতুর্থ শ্রেণী // Class-4-Bengali Dokhin Meru Ovijan

দক্ষিণমেরু অভিযান প্রশ্ন উত্তর চতুর্থ শ্রেণী // Class-4-Bengali Dokhin Meru Ovijan

এখানে চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের “দক্ষিণমেরু অভিযান” থেকে পাঠ্য পুস্তকে দেওয়া প্রশ্নগুলির উত্তর করে দেওয়া হলো। আশাকরি তোমরা উপকৃত হবে।

চতুর্থ শ্রেণী
বাংলা প্রশ্ন ও উত্তর
দক্ষিণমেরু অভিযান (নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়)

১. দক্ষিণমেরু অভিযান রচনাংশটি লেখকের কোন বই থেকে নেওয়া?
উত্তর: ‘নতুন যুগের মানুষ’ বই থেকে।

২. তাঁর লেখা আরও দুটি বইয়ের নাম লেখো।
উত্তর: ‘দুর্গম পথে’, বন্ধুর চিঠি’ প্রভৃতি।

৩. শূন্যস্থান পূরণ করো:

৩.১ স্কট _____________ সালে জন্মগ্রহণ করেন।
উত্তর: ১৮৬৮ সালে।
৩.২ ছেলেবেলা থেকে স্কট ______________ কাজ শিখতে থাকেন।
উত্তর: জাহাজে।
৩.৩ প্রত্যেক তাঁবুর উপর একটা করে _______________ গুঁজে রাখা হলো।
৩.৪ ১৯১০ সালের জুন মাসের প্রথম দিকে দলবল নিয়ে স্কট ________________ জাহাজে করে দক্ষিণমেরুর পথে আবার যাত্রা করলেন।
উত্তর: টেরানোভা
৩.৫ ক্যাপ্টেন স্কট এর মৃতদেহের সঙ্গে তার ____________________ পাওয়া যায়।
উত্তর: ডায়েরি

৪. গল্পটিতে যে ইংরাজি মাসের নামগুলি পেয়েছ সেগুলি সাজিয়ে লেখো। সেই সেই মাসের ঘটনাগুলি পাশাপাশি উল্লেখ করো।

উত্তর:
১৮৬৮, ৫ জুন = স্কটের জন্ম হয়।
১৯০১, আগস্ট = দক্ষিণমেরু অভিযান।
১৯০২, ফেব্রুয়ারি = কিং এডওয়ার্ড দ্বীপে নোঙর।
১৯০২, নভেম্বর-ডিসেম্বর = শেষ যাত্রার আয়োজন বরফের মধ্য দিয়ে।
১৯১০, জুন = টেরানোভা জাহাজে দক্ষিণমেরু অভিযান।
১৯১২, জানুয়ারী = দক্ষিণমেরুর ১৭০ মাইলের মধ্যে পৌঁছে যাওয়া।
১৯১২, জানুয়ারী = ক্যাপ্টেন স্কটের দক্ষিণমেরুতে পৌঁছানো।

৫. দক্ষিণমেরু অভিযানে ক্যাপ্টেন স্কটের সাহায্যকারী কোন কোন ব্যক্তির নাম পেয়েছ তার একটি তালিকা প্রস্তুত করো।

উত্তর: দক্ষিণমেরু অভিযানে ক্যাপ্টেন স্কটের সাহায্যকারী ব্যক্তিরা হলেন-
স্যার আর্নস্ট স্যাকলটন
উইলসন
ইভানস
লাসলি
ক্যাপ্টেন ওটস প্রমুখ ব্যক্তিবর্গ।

দক্ষিণমেরু অভিযান প্রশ্ন উত্তর চতুর্থ শ্রেণী

৬. বাক্যরচনা করো:

শ্লেজ: শ্লেজ গাড়ি বরফের ওপর চলে।
আবিস্কার: গ্যালিলিও দূরবীন আবিস্কার করেন।
গৌরব: দেশের জন্য কিছু করা গৌরবের বিষয়।
ব্যর্থ: ব্যর্থ হয়ে থেমে থাকতে নেই।
সমুদ্রযাত্রা: ভবিষ্যতে সমুদ্রযাত্রা যাবার খুব ইচ্ছা আছে।

৭. দক্ষিণমেরু অভিযানে স্কট যে যে বিপদের মুখে পড়েছিলেন তার তালিকা তৈরী করো:

উত্তর: দক্ষিণমেরু অভিযানে স্কট যে যে বিপদের মুখে পড়েছিলেন তা হলো:
বরফের ঝড়
খাবারের অভাব
বরফের পাহাড়
তুষারপাত
বরফের বৃষ্টি প্রভৃতি।

৮. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও:

৮.১ স্কটের পূর্বপুরুষেরা কোথায় চাকরি করতেন?
উত্তর: স্কটের পূর্বপুরুষেরা সামুদ্রিক বিভাগে চাকরি করতেন।

৮.২ ইংল্যান্ডের দক্ষিণমেরু অভিযানের আয়োজক সংস্থার নাম লেখো:
উত্তর: ইংল্যান্ডের দক্ষিণমেরু অভিযানের আয়োজক সংস্থার নাম রয়েল জিয়োগ্রাফিক্যাল সোসাইটি।

৮.৩ প্রথম দক্ষিণমেরু অভিযান কত সালে কোন মাসে শুরু হয়েছিল?
উত্তর: ১৯০১ সালের আগস্ট মাসে প্রথম দক্ষিণমেরু অভিযান শুরু হয়েছিল।

৮.৪ দক্ষিণমেরু যাত্রায় স্কটের সঙ্গী কারা ছিলেন? মোট কয়টি কুকুর নেওয়া হয়েছিল?
উত্তর: দক্ষিণমেরু যাত্রায় স্কটের সঙ্গী ছিলেন স্যাকলটন ও উইলসন। মোট ১৯টি কুকুর নেওয়া হয়েছিল।

৮.৫ এডওয়ার্ড দ্বীপ থেকে দ্বিতীয়বার যাত্রাকালে কারা স্কটের সঙ্গী হয়েছিল?
উত্তর: এডওয়ার্ড দ্বীপ থেকে দ্বিতীয়বার যাত্রাকালে স্কটের সঙ্গী ছিলেন ইভানস ও লাসলি।

৮.৬ স্কট আর কত মাইল দূরত্ব অতিক্রম করতে পারলেই দক্ষিণমেরুতে প্রথম পৌঁছতে পারতেন?
উত্তর: স্কট আর ৪৬৩ মাইল দূরত্ব অতিক্রম করতে পারলে দক্ষিণমেরুতে প্রথম পৌঁছতে পারতেন।

৮.৭ ১৯০৮ সালে কে দক্ষিণমেরুর উদ্দেশ্যে যাত্রা করেন?
উত্তর: ১৯০৮ সালে স্যার আর্নেস্ট স্যাকলটন দক্ষিণমেরুর উদ্দেশ্যে যাত্রা করেন।

৮.৮ স্যাকলটন আর কত দূর যেতে পারলেই দক্ষিণমেরু পৌঁছতে পারতেন?
উত্তর: স্যাকলটন আর ৯৭ মাইল যেতে পারলেই দক্ষিণমেরু পৌঁছতে পারতেন।

৮.৯ স্কট তৃতীয় অভিযান কত সালে শুরু করেন?
উত্তর: স্কট ১৯১০ সালের জুন মাসে তৃতীয় অভিযান শুরু করনে।

৯. নীচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখো:

৯.১ ছেলেবেলা থেকেই সামুদ্রিক অভিযানে স্কটের আগ্রহ ছিল কেন?
উত্তর: স্কটের পূর্বপুরুষেরা অনেকেই সামুদ্রিক বিভাগে বড়ো বড়ো চাকরি করতেন। সমুদ্রের প্রতি একটা টান নিয়েই তিনি জন্মগ্রহণ করেন। এইজন্য ছেলেবেলা থেকেই সামুদ্রিক অভিযানে স্কটের আগ্রহ ছিল।

৯.২ স্কট ছাড়া অন্যান্যদের দক্ষিণমেরু আবিষ্কারের অভিযান প্রচেষ্টার কথা লেখো।
উত্তর:
আমুন্ডসেন: নরওয়ের বিখ্যাত আবিষ্কারক আমুন্ডসেন ১৯১২ সালে দক্ষিণমেরু আবিষ্কার করেন ও গৌরবের অধিকারী হন।
স্যাকলটন: স্যার আর্নেস্ট স্যাকলটন ১৯০৫ সালে নিজের দলবল নিয়ে দক্ষিণমেরু অভিযানে যান। কিন্তু দক্ষিণমেরুর ৯৭ মাইল আগে থেকেই তাকে ফিরে আসতে হয়।

৯.৩ অভিযান-আবিষ্কারের কাহিনী আমাদের ভালো লাগে কেন?
উত্তর: অভিযান-আবিষ্কারের মাধ্যমে নতুন অভিজ্ঞতা লাভের পাশাপাশি, নানা বাধা পেরিয়ে সফল হবার এক অদ্ভুত আনন্দ অনুভূত হয়। এইসব কারণেই আমাদের অভিযান-আবিষ্কারের কাহিনী ভালো লাগে।

৯.৪ দক্ষিণমেরুতে পৌঁছানোর পরও ক্যাপ্টেন স্কট কেন খুশি হতে পারেননি? ফেরার পথে তিনি যে বিপদের সম্মুখীন হয়েছিলেন তা নিজের ভাষায় লেখো।

উত্তর: দক্ষিণমেরুতে পৌঁছানোর পরও ক্যাপ্টেন স্কট খুশি হতে পারেননি তার আগেই নরওয়ে নিবাসী আমুন্ডসেন দক্ষিণমেরু আবিষ্কারের গৌরব অর্জন করে নেন।
ফেরার পথে তিনি ভয়াবহ বিপদের সম্মুখীন হয়েছিলেন। ফেরার পথে বৃষ্টি ও তুষারপাত শুরু হয়। তারা পথ হারিয়ে ফেলেন। তুষারপাতে ইভানস ও ক্যাপ্টেন ওটসের মৃত্যু হয়। তারা তাঁবু খাটিয়ে ভিতরে প্রবেশ করেন ঠিকই কিন্তু তার মধ্যেই তাদের মৃত্যু হয়।

১০. টীকা লেখো:

উত্তর:
শ্লেজ গাড়ি: বরফের দেশে যাতায়াতের জন্য শ্লেজগাড়ি ব্যবহার করা হয়। কুকুরে এই গাড়ি টেনে নিয়ে যায়।

ডিসকভারি: দক্ষিণমেরু অভিযানে ক্যাপ্টেন স্কটের জাহাজের নাম ডিসকভারি। স্কট ও তার সঙ্গীরা ১৯০১ সালের আগস্ট মাসে এই জাহাজে করেই দক্ষিণমেরু অভিযান শুরু করেন।

টেরানোভা: ১৯১০ সালের জুন মাসে স্কট ও তার দলবল ‘টেরানোভা’ নামক জাহাজে চড়ে দক্ষিণমেরুর উদ্দেশ্যে যাত্রা করেন।

কিং এডওয়ার্ড দ্বীপ: এটি একটি দ্বীপ। দ্বিতীয়বার দক্ষিণমেরু অভিযানে ব্যর্থ হয়ে স্কট এই দ্বীপে আশ্রয় নেন।

রয়েল জিয়োগ্রাফিকাল সোসাইটি: রয়েল জিয়োগ্রাফিকাল সোসাইটি ইংল্যান্ডের একটি সংস্থা যারা দক্ষিণমেরু অভিযানের আয়োজন করেছিলেন। এই সোসাইটির প্রেসিডেন্টের সাথে দেখা করে ও পরামর্শ করে স্কট দক্ষিণমেরু অভিযানের দলনায়কের দায়িত্ব নেন।

 সমস্ত অধ্যায়ের উত্তর পেতে: Click Here

1. You may also like: Class 4 Model Activity Task 2021 All Subjects

Official Website: Click Here

চতুর্থ শ্রেণী বাংলা দক্ষিণমেরু অভিযান নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়

দক্ষিণমেরু অভিযান প্রশ্ন উত্তর চতুর্থ শ্রেণী


চতুর্থ শ্রেণীর বাংলা দক্ষিণমেরু অভিযান নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় সমাধান

Leave a Comment