শরীর থেকে প্রশ্ন উত্তর / ক্লাস 3 আমাদের পরিবেশ প্রথম অধ্যায় শরীর

শরীর থেকে প্রশ্ন উত্তর
Categories: Uncategorized

এখানে ক্লাস 3 আমাদের পরিবেশ প্রথম অধ্যায় শরীর থেকে প্রশ্ন উত্তর শেয়ার করা হলো।

ক্লাস 3 আমাদের পরিবেশ
প্রথম অধ্যায় শরীর থেকে প্রশ্ন উত্তর

১. কোন্ খেলায় পায়ের কাজ বেশি?
(ক) ফুটবল
(খ) ক্রিকেট
(গ) কাবাডি

উত্তর: ফুটবল

২. এক্কাদোক্কা খেলায় (পায়ের কাজ/মাথার কাজ) অনেক বেশি।

উত্তর: পায়ের কাজ

৩. ক্রিকেট খেলায় (হাতের কাজ/পায়ের কাজ/হাত ও পায়ের কাজ) হয়।

উত্তর: হাত ও পায়ের কাজ

৪. স্কিপিং-এ (কবজির কাজ/কাঁধ, কনুই ও কবজির কাজ/শুধু কনুইয়ের কাজ) হয়।

উত্তর: কাঁধ, কনুই ও কবজির কাজ

৫. লুকোচুরি খেলায় (পায়ের কাজ/মাথার কাজ/হাতের কাজ) বেশি হয়।

উত্তর: পায়ের কাজ

৬. ফিল্ডিং করতে হয় (এক্কাদোক্কা/ফুটবল/ক্রিকেট) খেলায়।

উত্তর: ক্রিকেট

৭. হাত দিয়ে বল ছোড়া হয় (ক্রিকেট ও ফুটবল খেলায়/শুধু ফুটবল খেলায়/শুধু ক্রিকেট খেলায়)।

উত্তর: ক্রিকেট ও ফুটবল খেলায়

৮. এক্কাদোক্কা খেলায় ঘর কাটা হয় (৪টি/৫টি/৬টি)।

উত্তর: ৬টি

৯. এক্কাদোক্কা খেলায় (এক পায়ে/দু-পায়ে) লাফাতে হয়।

উত্তর: এক পায়ে

১০. কাবাডি খেলায় (কম দম/বেশি দম) থাকা দরকার।

উত্তর: বেশি দম

১১. কানে কম শোনার কারণ হল (কানে ময়লা জমা/কানের পর্দা না থাকা/চিৎকার করা)।

উত্তর: কানে ময়লা জমা

১২. কানের ময়লা পরিষ্কার করা দরকার (নিজে নিজে/বড়োদের সাহায্যে)।

উত্তর: বড়োদের সাহায্যে

১৩. আঙুলে বেশি ময়লা জমে (নখের ভিতর/আঙুলের ভাঁজে)।

উত্তর: নখের ভিতর

১৪. শরীরে ময়লা জমে (কেবল কানে/শুধু নখে/কান, নখ আর চামড়ার ভাঁজে)।

উত্তর: কান, নখ আর চামড়ার ভাঁজে

ক্লাস 3 আমাদের পরিবেশ
প্রথম অধ্যায় শরীর থেকে প্রশ্ন উত্তর

১৫. চামড়া ফেটে যায় (গরমে/ঠান্ডায়/বৃষ্টিতে)।

উত্তর: ঠান্ডায়

১৬. নখের ইংরেজি (নরুন/নেল/কাটার)।

উত্তর: নেল

১৭. নখ কাটার পর যা দিয়ে নখ ঘষে নিতে হয় তা হল (ব্লেড/নরুন/নেলকাটার)।

উত্তর: নেলকাটার

১৮. কান পরিষ্কার করা হয় (নেলকাটার/ব্লেড/নরুন) দিয়ে।

উত্তর: নরুন

১৯. মুখের মধ্যে (কেবল জিভে/কেবল দাঁতে/জিভ ও দাঁতে) ময়লা জমে।

উত্তর: জিভ ও দাঁতে

২০. জিভ পরিষ্কার করা হয় (ব্রাশ/জিভছোলা) দিয়ে।

উত্তর: জিভছোলা

২১. দাঁত পরিষ্কার করা হয় (ব্রাশ/জিভছোলা) দিয়ে।

উত্তর: ব্রাশ

২২. সাধারণত দাঁত মাজা হয় (সকালবেলা/দুপুরবেলা/বিকেলবেলা)।

উত্তর: সকালবেলা

২৩. চোখের ময়লা পরিষ্কার করতে হয় (ব্রাশ/চিমটা/জল) দিয়ে।

উত্তর: জল

২৪. আমরা দেখতে পাই (চোখ/কান/নাক) দিয়ে।

উত্তর: চোখ

২৫. আমরা শুনতে পাই (চোখ/কান/নাক) দিয়ে।

উত্তর: কান

২৬. কোন্ ইন্দ্রিয় দ্বারা আমরা ফুলের গন্ধ পাই?-(চোখ/নাক/কান)

উত্তর: নাক

২৭. আমরা স্পর্শ পাই (চোখ/চামড়া/চুল) দিয়ে।

উত্তর: চামড়া

২৮. আমাদের মোট ইন্দ্রিয়ের সংখ্যা (৫/৪/৬) টি।

উত্তর: ৫

২৯. আমরা স্বাদ পাই (নাক/চোখ/জিভ) দিয়ে।

উত্তর: জিভ

ক্লাস 3 আমাদের পরিবেশ
প্রথম অধ্যায় শরীর থেকে প্রশ্ন উত্তর

৩০. আমরা কোনো বস্তু বা জিনিস চিনতে পারি (কেবল চোখ/কেবল হাত/পাঁচটি ইন্দ্রিয়) দিয়ে।

উত্তর: পাঁচটি ইন্দ্রিয়

৩১. চোখ দিয়ে দেখে চেনা আর গলা শুনে চেনা (একই কাজ/আলাদা কাজ)।

উত্তর: আলাদা কাজ

৩২. একটা ইন্দ্রিয় অকেজো হলে বাকিগুলো (সজাগ/অকেজো) হয়ে যায়।

উত্তর: সজাগ

৩৩. চোখ বেঁধে খেলা হল (কাবাডি/কানামাছি/ফুটবল)।

উত্তর: কানামাছি

৩৪. দিদিমণি যে নিয়ম ঠিক করে দেন তাতে প্রত্যেকে কানামাছি ভোঁ ভোঁ বলবে (দু-বার/তিনবার/চারবার)।

উত্তর: চারবার

৩৫. দিদিমণির ঠিক করে দেওয়া নিয়মে অন্যদেরকে ছোঁয়ার জন্য কানামাছিকে সময় দেওয়া হবে (১ মিনিট/২ মিনিট/৩ মিনিট)।

উত্তর: ১ মিনিট

৩৬. চোখে চশমা পরা হয় (শুধু কাছের জিনিস দেখতে/শুধু দূরের জিনিস দেখতে/চোখের সমস্যা দূর করতে)।

উত্তর: চোখের সমস্যা দূর করতে

৩৭. রং চিনতে আমাদের সাহায্য করে (চোখ/কান/নাক)।

উত্তর: চোখ

৩৮. রাতেরবেলা ভালো করে দেখতে না পাওয়াকে (চালশে/দিনকানা/রাতকানা) রোগ বলা হয়।

উত্তর: রাতকানা

৩৯. ইন্দ্রিয়ের সাড়া দেওয়ার একটা উদাহরণ হল (কাঁটা ফুটলে চোখে জল আসা/রাত্রিবেলা ঘুম পেলে ঘুমোতে যাওয়া/কাউকে ডাকলে সাড়া না দেওয়া)।

উত্তর: কাঁটা ফুটলে চোখে জল আসা

৪০. তীব্র আলো চোখে পড়লে (চোখ ভালো দেখতে পায়/চোখ বন্ধ হয়ে যায়)।

উত্তর: চোখ বন্ধ হয়ে যায়

৪১. ইন্দ্রিয়ের সাড়া দেওয়ার একটা উদাহরণ হল বিদ্যুৎ চমকালে (বাজ পড়া/কানে আঙুল দেওয়া/একদৃষ্টে তাকিয়ে থাকা)।

উত্তর: কানে আঙুল দেওয়া

৪২. সাঁতার কাটার আগে ব্যায়াম করলে সাঁতার কাটতে (সুবিধা হয়/অসুবিধা হয়)।

উত্তর: সুবিধা হয়

৪৩. সাঁতারে শরীরের (দুটো/তিনটে/প্রায় সব) অঙ্গের ব্যায়াম হয়ে যায়।

উত্তর: প্রায় সব

৪৪. সাঁতার কাটার সময় (ধীরে ধীরে/লম্বা লম্বা) শ্বাস নিতে হয়।

উত্তর: লম্বা লম্বা

৪৫. সাঁতার না জেনে গভীর জলে নামা (উচিত/উচিত নয়)।

উত্তর: উচিত নয়

ক্লাস 3 আমাদের পরিবেশ
প্রথম অধ্যায় শরীর থেকে প্রশ্ন উত্তর

৪৬. হাঁস জলে নামার আগে (ভাত/কুঁড়োমাখা/গুগলি) খায়।

উত্তর: কুঁড়োমাখা

৪৭. চড়াই খায় (কুঁড়োমাখা/ঘাস/ধান)।

উত্তর: ধান

৪৮. শালিক খায় (কুঁড়োমাখা/কেঁচো/গুগলি)।

উত্তর: কেঁচো

৪৯. টিকটিকি খায় (আরশোলা, মশা/কেঁচো, কেন্নো/ধান, চাল)।

উত্তর: আরশোলা, মশা

৫০. আমাদের দুধ দেয় (কুকুর/বিড়াল/গোরু)।

উত্তর: গোরু

৫১. কেবল জলে থাকে (গিরগিটি/মাছ/ব্যাং)।

উত্তর: মাছ

৫২. জলে ও ডাঙায় থাকে (মাছ/মশা/ব্যাং)।

উত্তর: ব্যাং

৫৩. সামনের দিকে ঝুঁকে দাঁড়ায় (মানুষ/শিম্পাঞ্জি/হনুমান)।

উত্তর: শিম্পাঞ্জি

৫৪. চারটে পায়ের থেকে দুটো হাত আর দুটো পায়ের (সুবিধা বেশি/সুবিধা কম)।

উত্তর: সুবিধা বেশি

৫৫. পাখিদের (লোম/পালক/হাত) আছে।

উত্তর: পালক

ক্লাস 3 আমাদের পরিবেশ
প্রথম অধ্যায় শরীর থেকে প্রশ্ন উত্তর

১. ক্রিকেট খেলায় কী কী জিনিসের দরকার হয়?

উত্তর: ক্রিকেট খেলায় ব্যাট, বল, উইকেট, বেল, প্যাড, গ্লাভস, হেলমেট ইত্যাদি লাগে।

২. ক্রিকেট খেলায় কীভাবে হাত ও পা দুয়েরই কাজ হয়?

উত্তর: ব্যাট করা, বল করা, রান নেওয়া, ফিল্ডিং করা-সবেতেই হাত ও পা দুয়েরই কাজ হয়।

৩. হাঁটু কী?

উত্তর: পায়ের নীচের অংশ এবং ওপরের অংশের জোড়ের স্থানকে হাঁটু বলা হয়।

৪. কনুই কী?

উত্তর: হাতের ওপরের অংশ এবং নীচের অংশের জোড়কে কনুই বলা হয়।

৫. কানের ভিতর কী থাকে যা আমরা দেখতে পাই না?

উত্তর: কানের ভিতর একধরনের পাতলা পর্দা থাকে যা আমরা দেখতে পাই না।

৬. কানের ভেতরের নোংরাকে কী বলে? [সিঙ্গুর গোলাপ মোহিনী মল্লিক প্রাথমিক বিদ্যালয়]

উত্তর: কানের ভেতরের নোংরাকে খোল বলে।

৭. কানে খোল জমলে আমাদের কী অসুবিধা হয়?

উত্তর: কানে খোল জমলে আমাদের শুনতে অসুবিধা হয়।

৮. আমাদের দেহের কোথায় বেশি নোংরা জমে?

উত্তর: চামড়ার ভাঁজে এবং যেখানে আমাদের হাত পৌঁছোয় না সেখানেই বেশি ময়লা জমে।

৯. শীতকালে চামড়া ফাটার কারণ কী?

উত্তর: শীতকালে চামড়ায় ময়লা বেশি জমে, তাই চামড়া ফেটে যায়।

তৃতীয় শ্রেণি আমাদের পরিবেশ
প্রথম অধ্যায় শরীর থেকে প্রশ্ন উত্তর

১০. কনুই না থাকলে আমাদের কী অসুবিধা হত? –

উত্তর: হাত ভাঁজ করে লেখা, জিনিসপত্র তোলা, জলের গ্লাস মুখের কাছে আনা ইত্যাদি কাজ করতে পারতাম না।

১১. হাঁটু না থাকলে আমাদের কী অসুবিধা হত?

উত্তর: হাঁটু না থাকলে আমরা পা ভাঁজ করতে পারতাম না, বসতে পারতাম না।

১২. দাঁত থাকায় আমাদের কী সুবিধা হয়?

উত্তর: দাঁত থাকায় আমরা খাবার চিবিয়ে খেতে পারি, তাই হজমও ভালো হয়।

১৩. চোখ থাকায় আমাদের কী সুবিধা হয়?

উত্তর: চোখ থাকায় আমরা সবকিছু দেখতে, চিনতে ও শিখতে পারি।

১৪. নাক না থাকলে আমাদের কী অসুবিধা হত?

উত্তর: নাক না থাকলে আমাদের শ্বাসপ্রশ্বাস চালাতে অসুবিধা হত এবং কোনো গন্ধ পেতাম না।

১৫. আমাদের ইন্দ্রিয় কয়টি?

উত্তর: আমাদের ইন্দ্রিয় পাঁচটি।

১৬. পাঁচটি ইন্দ্রিয়ের নাম লেখো।

উত্তর: চোখ, কান, নাক, জিভ আর চামড়া হল পাঁচটি ইন্দ্রিয়।

১৭. গোলাপ ছাড়া লাল রঙের আরেকটি ফুলের নাম করো।

উত্তর: গোলাপ ছাড়া লাল রঙের অন্য একটি ফুল হল জবা।

১৮. হঠাৎ জোরালো আলো চোখে পড়লে চোখ বন্ধ হয়ে যাওয়াকে কী বলে?

উত্তর: উত্তেজনায় ইন্দ্রিয়ের সাড়া দেওয়া।

১৯. উত্তেজনায় ইন্দ্রিয়ের সাড়া দেওয়ার আর একটি উদাহরণ দাও।

উত্তর: পিঁপড়ে কামড়ালে চোখ দিয়ে জল বের হওয়া।

ক্লাস 3 আমাদের পরিবেশ
প্রথম অধ্যায় শরীর থেকে প্রশ্ন উত্তর

২০. সাঁতার না জানলে কী করা উচিত নয়?

উত্তর: সাঁতার না জানলে গভীর জলে নামা উচিত নয়।

২১. কুঁড়োমাখা কী?

উত্তর: ধান থেকে চাল তৈরির সময় ধানের খোসার যে গুঁড়ো বের হয়, তাকে জল দিয়ে মাখলে পাওয়া যায় কুঁড়োমাখা।

২২. ছাগল কী খায়?

উত্তর: ছাগল ঘাস, পাতা, ফল ইত্যাদি খায়।

২৩. চড়ুইপাখি কী খায়?

উত্তর: চড়ুইপাখি ধান, চাল, শস্যদানা, ছোটো ছোটো পোকামাকড় ইত্যাদি খায়।

২৪. কোন্ প্রাণী ঘনঘন রং বদলায়?

উত্তর: গিরগিটি ঘনঘন রং বদলায়।

২৫. কোন্ ফড়িং লাফায়?

উত্তর: ঘাসফড়িং লাফায়।

২৬. প্রজাপতির শরীরের কটি অংশ ও কী কী?

উত্তর: প্রজাপতির শরীরের তিনটি অংশ—মাথা, বুক ও পেট।

২৭. প্রজাপতির ক-টি পা?

উত্তর: প্রজাপতির ছয়টি পা।

২৮. পাখির ডানা কী কাজে লাগে?

উত্তর: পাখির ডানা আকাশে উড়তে সাহায্য করে।

২৯. পাখিদের মতো ওড়ার জন্য মানুষ কী করেছে?

উত্তর: পাখিদের মতো উড়তে মানুষ উড়োজাহাজ বানিয়েছে।

৩০. মাছের পাখনা কী কাজে লাগে?

উত্তর: মাছের পাখনা জলে সাঁতার কাটার কাজে লাগে।

ক্লাস 3 আমাদের পরিবেশ
প্রথম অধ্যায় শরীর থেকে প্রশ্ন উত্তর

১. ইন্দ্রিয় বলতে কী বোঝ?

উত্তর: চোখ, কান, নাক, জিভ এবং চামড়া বা ত্বককে ইন্দ্রিয় বলা হয়। চোখের সাহায্যে আমাদের দেখার, কানের সাহায্যে শোনার, নাকের সাহায্যে গন্ধের, জিভের সাহায্যে স্বাদের এবং চামড়ার সাহায্যে স্পর্শের জ্ঞান লাভ হয়। তাই এই পাঁচটি ইন্দ্রিয়কে জ্ঞানেন্দ্রিয়ও বলে।

২. ব্যায়ামের প্রয়োজনীয়তা কী?

উত্তর: স্বাস্থ্যরক্ষার জন্য শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ চালনা করাকে ব্যায়াম বলা হয়। নিয়মিত ব্যায়াম করলে শরীরের বিভিন্ন জোড়ের কাজ, শ্বাসপ্রশ্বাসের কাজ ইত্যাদি হয়। ফলে আমাদের শরীর সুস্থ থাকে।

৩. শিম্পাঞ্জি সম্বন্ধে দু-তিনটি বাক্য লেখো।

উত্তর: শিম্পাঞ্জি মানুষের মতোই অনেকটা সোজা হয়ে দাঁড়াতে পারে, তবে খানিকটা সামনের দিকে ঝুঁকে। এদের হাতগুলো মানুষের থেকে লম্বা হয়, সারা গা লম্বা লম্বা লোমে ভরতি থাকে। অন্য জীবজন্তুর থেকে এদের বুদ্ধি কিছুটা বেশি হয়।

৪. ডুবোজাহাজ কী?

উত্তর: যে জাহাজ জলের নীচে দিয়ে যেতে পারে তাকে ডুবোজাহাজ বলা হয়। জলের নীচে দিয়ে যায় বলে একে বাইরে থেকে দেখা যায় না। তবে এটি জলে ভাসতেও পারে।

৫. রাতকানা রোগ কী?

উত্তর: যে রোগের কারণে রাতে চোখে ভালো দেখা যায় না তাকে রাতকানা রোগ বলা হয়। ভিটামিন এ-এর অভাবে এই রোগ হয়। এই রোগ হলে ডাক্তার দেখানো উচিত এবং ভিটামিন এ আছে এমন খাবার খাওয়া দরকার।

৬. চশমা পরার দরকার হয় কেন?

উত্তর: কেউ কাছের জিনিস ভালো করে দেখতে পায় না। আবার কেউ দূরের জিনিস ভালো দেখতে পায় না। চোখের এই অসুবিধা দূর করার জন্য চশমা পরার দরকার হয়।

আরও দেখো: ক্লাস 8 বাংলা প্রশ্নপত্র প্রথম ইউনিট টেস্ট