Class 10 Physical Science Model Activity Task October

Categories: Uncategorized

Class 10 Physical Science Model Activity Task October

Class 10 Physical Science Model Activity Task October, 2021 Part- 7

১. ঠিক উত্তর নির্বাচন করাে?

১.১ আধানের SI একক হলাে –
উত্তর: (ঘ) কুলম্ব।

১.২ ধাতব পরিবাহীর রােধ ও সময় স্থির রেখে প্রবাহমাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ প্রাথমিকের –
উত্তর: (খ) চারগুণ হবে।

১.৩ গলিত সােডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করার সময় গলিত অবস্থার মধ্যে দিয়ে তড়িৎ পরিবহণ করে –
উত্তর: (ঘ) ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়েই।

২. নীচের বাকগুলি সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করা :

২.১ স্থির উষ্ণুতায় নাইট্রোজেন সাপেক্ষে কোনাে গ্যাসের বাষ্প ঘনত্ব হাইড্রোজেন সাপেক্ষে উক্ত গ্যাসের বাষ্প ঘনত্বের চেয়ে বেশি।
উত্তর: মিথ্যে

২.২ ধাতুর তড়িৎ পরিবহণের ক্ষমতা তড়িৎ বিশ্লেষের গলিত অবস্থার তড়িৎ পরিবাহিতার চেয়ে কম।
উত্তর: মিথ্যে

২.৩ কপার সালফেটের জলীয় দ্রবণকে কপার তড়িদ্বার দিয়ে তড়িৎ বিশ্লেষণ করা হলে দ্রবণে কিউপ্রিক আয়নের গাঢ়ত্ব একই থাকে।
উত্তর: সত্য

৩. সংক্ষিপ্ত উত্তর দাও :

৩.১ লেখচিত্রের সাহায্যে ওহমের সূত্রটিকে প্রকাশ করাে।

উত্তর: ওহমের সূত্রের গাণিতিক রূপটি হল : V=IR
যেখানে, দুই প্রান্তের বিভবপ্রভেদ = V, তড়িৎ প্রবাহমাত্রা = I এবং পরিবাহীর রোধ = R ।

X অক্ষ বরাবর বিভবপ্রভেদ এবং Y অক্ষ বরাবর তড়িৎ প্রবাহমাত্রাকে ধরে লেখচিত্র অঙ্কন করলে OP একটি মূলবিন্দুগামী সরলরেখা পাওয়া যায়।

৩.২ ইলেকট্রিক ফিউজ কীভাবে কাজ করে?
উত্তর: বাড়িতে ওয়্যারিং-এর সময় ফিউজকে বৈদ্যুতিক লাইনের লাইভ তারের সঙ্গে শ্রেণি সমবায়ে যুক্ত করা হয়। ফিউজ তীরের উপাদানের গলনাঙ্ক কম ও রোধাঙ্ক বেশি হয়। ফলে মাত্রার অতিরিক্ত প্রবাহ হলে ফিউজ তারটি উত্তপ্ত হয়ে গলে যায় এবং বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেয়। এর ফলে বাড়ির বাকি ইলেকট্রিক সরঞ্জামগুলি সুরক্ষিত থাকে। এই ভাবেই ইলেকট্রিক ফিউজ কাজ করে।

৩.৩ একটি বাল্বের গায়ে লেখা আছে 220V – 100W। এর অর্থ ব্যাখ্যা করাে।
উত্তর: একটি বাল্বের গায়ে লেখা আছে 220V – 100W লেখার অর্থ হলো, 220V বিভবপার্থক্যযুক্ত সরবরাহ লাইনে বাল্বটিকে সংযুক্ত করা হলে সেটি সর্বোচ্চ ঔজ্জ্বল্যসহ জ্বলবে এবং ওই অবস্থায় সেটি প্রতি সেকেন্ডে 100 জুল তড়িৎশক্তি ব্যয় করবে।

৩.৪ একটি তীব্র ও একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্যের সংকেত লেখাে।
উত্তর: একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য: HCl
এবং একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্যে: CH3COOH

নীচের প্রশ্ন দুটির উত্তর দাওঃ

৪.১ শক্তির নিত্যতা সূত্ররূপে লেঞ্জের সূত্রের ব্যাখ্যা দাও।

উত্তর: লেঞ্জের সূত্রানুযায়ী, তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ এমন হয় যেন এই আবিষ্ট তড়িৎচালক বল বর্তনীতে তড়িৎপ্রবাহ সৃষ্টির কারণকে বাধা দিতে পারে । অর্থাৎ কুণ্ডলীর কাছে চুম্বক নিয়ে যেতে গেলে আবিষ্ট তড়িৎচালক বল এই গতিকে বাধা দেবে আবার চুম্বককে দূরে নিয়ে যেতে গেলেও গতিকে বাধা দেবে । ফলে চুম্বক বা কুণ্ডলী যে-কোনো একটিকে আপেক্ষিকভাবে গতিশীল করতে হলে এই বাধা বলের বিরুদ্ধে কার্য করতে হবে । এই কার্যই তড়িৎচালক বল আবিষ্ট করবে এবং শক্তির সংরক্ষণ নীতি বজায় রাখবে। এইভাবে আমরা শক্তির নিত্যতা সূত্ররূপে লেঞ্জের সূত্রকে ব্যাখ্যা করতে পারি।

৪.২ লং সালফিউরিক অ্যাসিড ও জিঙ্কের বিক্রিয়ায় 5g হাইড্রোজেন গ্যাস তৈরি করতে হলে 50% বিশুদ্ধতার কত গ্রাম জিঙ্ক প্রয়ােজন হবে তা নির্ণয় করাে (Zn = 65.5, 0= 16, S = 32, H = 1)।

উত্তর:

বিক্রিয়ার সমিত সমীকরণ :

Zn   +   H₂SO₄  =  ZnSO₄   +   H₂

65.5                                      (1 x 2)= 2

2 gm H₂ প্রস্তুত করতে জিঙ্ক প্রয়োজন  65.5 g  

1 gm H₂ প্রস্তুত করতে জিঙ্ক প্রয়োজন  [latexpage] $ \frac {65.5} {2} $ g  

5 gm H₂ প্রস্তুত করতে জিঙ্ক প্রয়োজন    [latexpage] $ {\frac {65.5} {2}} \times 5 $ g

                                = 163.75 গ্রাম জিঙ্ক প্রয়োজন

ধরি, 5 gm H₂ প্রস্তুত করতে 50% বিশুদ্ধতার x gm জিঙ্ক প্রয়োজন 

∴ x gm জিঙ্কের মধ্যে বিশুদ্ধ জিঙ্কের পরিমাণ x×50100=x2x×50100=x2 gm

∴ x2=163.75×2=163.75

বা, x=163.75×2x=163.75×2

∴ x=327.5x=327.5

∴ 50% বিশুদ্ধতার 327.5 গ্রাম জিঙ্ক প্রয়োজন হবে

Leave a Reply